নন্দীগ্রামের হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম কেন্দ্রের সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী বুথ চত্বরেই ধরনায় বসলেন। বুথের মধ্যে স্থানীয় শাসকদলের মাস্তানবাহিনী ভোট বানচাল করার চেষ্টা করছে বলে অভিযোগ করে স্থানীয় মাদ্রাসার বুথের মধ্যে বসে বড়েন।
১ এপ্রিল নন্দীগ্রামের বয়াল মক্তব প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর বুথে ২ ঘণ্টা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, বুথে তৃণমূলের এজেন্ট বসতে বাধা দিয়েছে বিজেপি। তৃণমূল নেত্রীর বুথে বসা নিয়ে তুমুল অশান্তি হয়েছিল। এবার সেই পথ ধরলেন দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম। মইদুলের বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায় যদি ২ ঘণ্টা ধরনায় বসতে পারে, তাহলে আমি কেন বসতে পারব না।"
মঙ্গলবার ভোট শুরু হতেই মগরাহাট পশ্চিম কেন্দ্রের হাই মাদ্রাসার বুথে যান মইদুল ইসলাম। অভিযোগ, সেখানে বুথে তৃণমূল এজেন্টদের বাধা পেয়ে বুথ চত্বরেই ধরনায় বসে পড়েন। আইএসএফ প্রার্থীর দাবি, "আমি মগরাহাট পশ্চিমের হাই মাদ্রাসার বুথে ঢুকতেই বাধা দেয় তৃণমূল এজেন্ট। ওই এজেন্ট আঙুল উঁচিয়ে বের হতে বলে। তৃণমূল এলাকা সন্ত্রস্ত করে রেখেছে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় মগরাহাট পশ্চিম এলাকায়।" যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন