জল্পনা ছিলই! তবে এবার লোকসভা ভোটের লড়াইয়ে বিশেষ চমক ননদ-বৌদির লড়াই। পওয়ারদের খাসতালুক মহারাষ্ট্রের বারামতীতে হবে দুই পওয়ারের হাড্ডাহাড্ডি লড়াই। বারামতিতে 'পাওয়ার বনাম পাওয়ার' ম্যাচে, সুপ্রিয়া সুলের সামনে চ্যালেঞ্জটা কিন্তু একেবারেই ভিন্ন!
এবারের প্রতিপক্ষ দাদা অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। এপ্রসঙ্গে সুপ্রিয়া বলেন, "সুনেত্রা পাওয়ার আমার কাছে মায়ের মতো… আমার লড়াইটা বিজেপির বিরুদ্ধে!…" একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে রবিবার মারাত্মক দাবি আনেন শরদ কন্যা সুপ্রিয়া সুলে। তিনি রবিবার দাবি করেছেন যে বারামতি আসনে তাঁর এবং তাঁর বৌদির সুনেত্রা পাওয়ারের মধ্যে লড়াই ভারতীয় জনতা পার্টির ষড়যন্ত্র, সেই সঙ্গে তিনি অভিযোগ করেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) এর প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারকে রাজনৈতিকভাবে নির্মূল করার জন্য বিজেপির এটাই একটা বড় চাল"।
বারামতীতে লোকসভা কেন্দ্র থেকে ফের প্রার্থী হয়েছেন তিনবারের সাংসদ সুপ্রিয়া সুলে। এবারে তাঁর লড়াই বৌদি তথা অজিত পত্নী সুনেত্রা পাওয়ারের সঙ্গে। প্রার্থী হয়ে সুপ্রিয়া সুলে বলেন, "চতুর্থবার আমাকে সুযোগ দেওয়ার জন্য দলকে ধন্যবাদ এবং জনসাধারণকেও ধন্যবাদ…! তিনি আরও বলেন, 'আমার লড়াই কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে নয়, আমার লড়াই বিজেপি এবং তার নীতির বিরুদ্ধে।"
একই পরিবারে মানুষ কেন আপনাকেই বেছে নেবেন এই প্রশ্নে উত্তর সুপ্রিয়া সুলে বলেন, "মেধার ভিত্তিতে এবং আমার কাজের ভিত্তিতে মানুষ আমাকে ভোট দেবেন। এখন পর্যন্ত আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। বিজেপি এই আসনে এসে বলেছিল যে তারা শরদ পাওয়ারকে হারাতে চায় তারা আমাদের পরিবারকে ভেঙে দিয়েছেন। পরিবারের এক সদস্যের বিরুদ্ধে অন্য পরিবারের সদস্যকে টিকিট দিয়েছে"।
আগামী ৭ মে বারামতীতে তৃতীয় দফায় ভোট হবে। মহারাষ্ট্রের ৪৮ টি লোকসভা আসনের জন্য ভোট ১৯ এপ্রিল থেকে ২০ মে এর মধ্যে পাঁচটি ধাপে অনুষ্ঠিত হবে। অজিত পাওয়ারের বিদ্রোহের পর এনসিপিতে ভাঙন স্পষ্ট। আর এবার বরামতি আসনে ননদ-বৌদির হাইভোল্টেজ লড়াই। 'পাওয়ার বনাম পাওয়ার' ম্যাচ নিয়ে শুরু হয়েছে নানান রাজনৈতিক আলোচনাও।
বারামতি লোকসভা কেন্দ্র থেকে তিনবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবারের লড়াইয়ের মধ্যে পার্থক্য কী? এই প্রশ্নের উত্তরে সুপ্রিয়া সুলে জানিয়েছেন, 'এবারের লড়াইটা ব্যক্তিগত। আগের নির্বাচন গুলিতে লড়াইটা ব্যক্তিগত ছিল না। তবে এখন এই লড়াইকে ব্যক্তিগত পর্যায়ের লড়াইয়ে পরিণত হয়েছে'।
এবার নির্বাচনে সবচেয়ে কঠিন ইস্যু কোনটি? এই প্রশ্নের উত্তরে শরদ কন্যা বলেন, "যেভাবে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে তাতে আমি দুঃখিত। আমি ব্যক্তিগতভাবে কাউকে এভাবে আক্রমণ করিনি। আমি এভাবে রাজনীতি করি না। আমার রাজনীতির মধ্যে একটা আদর্শ রয়েছে। আমি বিশ্বাস করি বারামতি লোকসভা কেন্দ্রে আমার লড়াই বিজেপির সঙ্গে। আমার বিরুদ্ধে লড়াই করার জন্য তারা পাওয়ার পরিবারের একজন সদস্যকে বেছে নিয়েছে। কারণ তাদের এমন কোনো নেতা নেই যে আমার বিরুদ্ধে লড়বে"।
বারামতিতে 'পাওয়ার বনাম পাওয়ার' ম্যাচের রাজনৈতিক পরিণতি নিয়ে প্রশ্নের উত্তরে সুপ্রিয়া সুলে বলেন, 'বারামতিতে এমন ম্যাচ হওয়াটা দুর্ভাগ্যজনক। বিরোধীরা এখন এটিকে রাজনীতিতে নিয়ে এসেছে এবং 'পাওয়ার বিরুদ্ধে পাওয়ার' সংঘাত তৈরি করেছে'।
সুপ্রিয়া বলেন, 'মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মহারাষ্ট্র আজ জল সংকটের সম্মুখীন। এটা আমার জন্য বড় উদ্বেগের কারণ। এই নির্বাচন জনগণের উন্নয়নের জন্য, পরিবারের জন্য নয়। তবে এই লড়াইকে পারিবারিক পর্যায়ে নিয়ে গেছেন অজিত পাওয়ার। এটা দুর্ভাগ্যের'।