Advertisment

Modi at parliamentary meet: সরকার গড়ার আগে আসন নিয়ে খোঁচা, মোদীবানে নাস্তানাবুদ কংগ্রেস

মোদী বলেন, 'NDA হল নতুন ভারত, উন্নত ভারত, উচ্চাকাঙ্খী ভারত'।

author-image
IE Bangla Web Desk
New Update
NDA government formation, Election results, elections, lok sabha elections, government formation, cabinet formation, NDA, BJP, PM Modi, Congress, RSS, Amit Shah, Naidu, Nitish Kumar,, Lok Sabha Election Results 2024 Live Updates, Lok Sabha Elections 2024 Live, 2024 Lok Sabha Election Result Live, General Elections Result 2024 Live Updates, Lok Sabha Election Result, Lok Sabha State wise, Lok Sabha Election State wise Result, Lok Sabha Elections 2024, Indian General Elections 2024, Elections Result 2024,Lok Sabha Election, Election 2024, Lok Sabha Election News, indian express"

বক্তৃতায় বাজিমাত! NDA-এর সংসদীয় বৈঠকে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কী বললেন মোদী?

Narendra Modi : তৃতীয় মেয়াদে সরকার গড়তে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। এবারের ভোটে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলেও এনডিএ মোট ২৯৩ টি আসন পেয়ে সরকার গড়ার লড়াইয়ে বিরোধী ইণ্ডিয়া জোটকে পিছনে ফেলে দিয়েছে।

Advertisment

লোকসভা ভোটের ফল প্রকাশের পর আজ দিল্লিতে এনডিএ জোটের মেগা বৈঠক। বিজেপি সহ শরিক দলের নেতারা এদিনের এই বৈঠকে অংশ নেন। চন্দ্রবাবু নাইডু থেকে নীতীশ কুমার। একাধিক দলের নেতারা সেখানে উপস্থিত। সংসদের সেন্ট্রাল হল-এ এই বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী মোদী। সেন্ট্রাল হলে প্রবেশের পরই মাথায় ঠেকিয়ে নেন দেশের সংবিধান। এরপর শুরু হয় হাইভোল্টেজ মেগা বৈঠক। এদিনের বৈঠক থেকে মোদীর বার্তা, 'এনডিএ হল নতুন ভারত, উন্নত ভারত, উচ্চাকাঙ্খী ভারত'।

তৃতীয় মেয়াদে দেশে সরকার গঠন করতে চলেছে এনডিএ। ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদী। আগামী ৯ জুন আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি।

টানা তৃতীয়বারের মতো এনডিএ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আজ এনডির সংসদীয় কমিটির বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে। এদিনের বৈঠকে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদী বলেন, "নির্বাচনের সময় আমি প্রথম দেখলাম নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করার জন্য নানা পন্থা অবলম্বন করা হয়েছে। সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছে বিরোধীরা। ইন্ডিয়া জোটকে লক্ষ্য করে তিনি বলেন, 'ভারতকে বদনাম করতে এবং নির্বাচন কমিশনকে তার কাজ থেকে বিরত রাখার ষড়যন্ত্রের চেষ্টা করা হয়েছে"। সংসদীয় কমিটির বৈঠকে মোদী বলেন, ' অতীতে এনডিএ সরকার ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে'।

আরও পড়ুন : < NDA Govt Formation: টানা তৃতীয় মেয়াদে দেশের গুরুদায়িত্ব মোদীর কাঁধেই! কবে শপথ? সামনে এল বিরাট আপডেট >

নরেন্দ্র মোদী বলেন, "আমাদের দেশে ১০টি রাজ্য রয়েছে যেখানে আমাদের আদিবাসীদের সংখ্যা তুলনায় বেশি। এই ১০টি রাজ্যের মধ্যে ৭টি রাজ্যে এনডিএ কাজ করছে। গোয়া হোক বা উত্তর-পূর্ব, NDA সেই রাজ্যগুলিতেও সেবা করার সুযোগ পেয়েছে।"

নরেন্দ্র মোদী আরও বলেন, "এনডিএ সরকারের আগামী ১০ বছরে সুশাসন, উন্নয়ন, জীবনযাত্রার মান এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় সরকারী হস্তক্ষেপ কমানোর উপর জোর দেওয়া হবে। উন্নয়ন, সুশাসন ও জনঅংশগ্রহণের নতুন অধ্যায় লেখা হবে। একসঙ্গে আমরা উন্নত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করব"।

মোদী আজকের এই হাইভোল্টেজ ভাষণে বলেন, "আমি খুবই সৌভাগ্যবান যে সবাই সর্বসম্মতিক্রমে আমাকে এনডিএ নেতা নির্বাচিত করেছেন। আপনারা সবাই আমাকে একটি নতুন দায়িত্ব দিয়েছেন এবং আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ"।

এনডিএ সংসদীয় দলের বৈঠকে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী আরও বলেন, "আজ ২২টি রাজ্যে জনগণ এনডিএকে ভোট দিয়েছে। সরকার গঠন এবং সেবা করার সুযোগ।"

আরও পড়ুন : < Rahul Gandhi Accuses PM Modi: কুর্সিতে বসার আগেই মোদীর বিরুদ্ধে বিরাট অভিযোগ, JPC তদন্তের দাবিতে সরব রাহুল >

নরেন্দ্র মোদী এদিন বলেছেন, "সর্বসম্মতিক্রমে আমাকে এনডিএ নেতা হিসাবে নির্বাচিত করে আপনি যে নতুন দায়িত্ব দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। এনডিএ নেতা নির্বাচিত হওয়া আমার জন্য সৌভাগ্যের বিষয়। আপনি আবার আমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন"।

এনডিএ সাংসদ এবং বিজেপি নেতাদের ভাষণ দেওয়ার সময়, নরেন্দ্র মোদী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, "এত বড় দলকে সম্বোধন করা আমার জন্য আনন্দের। জয়ী বন্ধুরা অভিনন্দনের জন্য কৃতজ্ঞ। তিনি বলেন, এত গরমে সব দলের কর্মীরা যে পরিশ্রম করেছেন আমি তাকে সালাম জানাই"। কংগ্রেস কে আক্রমণ করে মোদি বলেন, ১০০ আসন ছুঁতে কংগ্রেসের ১০ বছর সময় লেগেছে। এমনকী গত তিন লোকসভা নির্বাচনে কংগ্রেস মোট যত গুলি আসন পেয়েছে সেই সংখ্যা বিজেপির ২৪ এর প্রাপ্ত আসনের থেকে কম।

NDA modi loksabha election 2024
Advertisment