Advertisment

Terrorist Attack: ভোটের আগেই রক্ত ঝড়ল কাশ্মীরে, জোড়া হামলায় কেঁপে উঠল ভূস্বর্গ

দক্ষিণ কাশ্মীর সাক্ষ্মী থাকল দুটি জঙ্গি হামলার।

author-image
IE Bangla Web Desk
New Update
Jammu and Kashmir attack Lok Sabha elections 2024

জম্মু ও কাশ্মীর পুলিশের মতে, জয়পুরের দম্পতি অনন্তনাগে প্রথম হামলায় আহত হয়েছেন। (প্রতিনিধিত্বমূলক/ফাইল)

ভোটের আগেই রক্ত ঝড়ল কাশ্মীরে। বারামুল্লা কেন্দ্রে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ ২০ শে মে। প্রচারের শেষ দিনে, দক্ষিণ কাশ্মীর সাক্ষ্মী থাকলো দুটি জঙ্গি হামলার। প্রথম হামলার টার্গেট করা হয় জয়পুরের এক দম্পতিকে। যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর এক প্রাণঘাতী হামলায় মৃত্যু হয়েছে বিজেপির প্রাক্তন গ্রাম প্রধানের।

Advertisment

প্রায় তিন দশকের মধ্যে সর্বোচ্চ ৩৮ % ভোটের রেকর্ড গড়ে শ্রীনগর। ৩৭০ ধারা বাতিলের পর এটাই কাশ্মীরের প্রথম ভোট। শ্রীনগরে ভোটগ্রহণের কয়েকদিন মাথায় এই হামলা কপালে ভাঁজ ফেলেছে প্রশাসনের। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, 'অনন্তনাগে প্রথম হামলায় জয়পুরের দম্পতিকে টার্গেট করা হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে,” ।

অপর এক হামলায় শোপিয়ান জেলায়, বিজেপির প্রাক্তন গ্রাম প্রধান আইজাজ আহমেদকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাক্তন J&K মুখ্যমন্ত্রী এবং PDP প্রধান মেহবুবা মুফতি হামলার নিন্দা করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন। ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ এবং সহ-সভাপতি ওমর আবদুল্লাহও এই ঘটনার নিন্দা করে বলেছেন, "এই ধরনের বর্বরতা জম্মু ও কাশ্মীরে দীর্ঘমেয়াদী শান্তি অর্জনে একটি গুরুতর বাধা হয়ে দাঁড়িয়েছে"।

Terrorist Attack
Advertisment