বিশিষ্ট হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব বিজেপিতে যোগ দিলেন। সোমবার দিল্লিতে এ ঘোষণা করেন তিনি। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বিজেপিতে যোগ দেওয়ার পর হাবিব বলেছেন, "এতদিন আমি চুলের চৌকিদার ছিলাম, এবার থেকে আমি দেশের চৌকিদার হয়ে গেলাম।"
তিনি আরও বলেছেন, "আমি বিজেপিতে যোগ দিয়ে খুশি কারণ গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে যা যা পরিবর্তন এনেছেন তা আমি দেখেছি। আমার বিশ্বাস নিজের অতীত নিয়ে কারও লজ্জিত হওয়া উচিত নয়। প্রধানমন্ত্রী যদি গর্বের সঙ্গে বলতে পারেন যে তিনি চাওয়ালা ছিলেন, তাহলে আমিই বা নিজেকে নাপিত বলতে লজ্জা পাব কেন!"
নামকরা হেয়ার ড্রেসার জাভেদ হাবিবের দেশ জুড়ে ৫৫০-এরও বেশি সেলুন রয়েছে, রয়েছে তিনটি আন্তর্জাতিক সেলুনও।
দিল্লিতে ভোট হবে ষষ্ঠ দফায়, অর্থাৎ ১২ মে।
Read the Story in English