Advertisment

Prajwal Revanna: বিরাট বিপাকে এবার দেবেগৌড়ার ছেলেও, নাতির পর এবার বাবার বিরুদ্ধেও অপহরণের মামলা দায়ের

লোকসভা ভোটের মাঝেই প্রবল চাপে জেডি(এস)। কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী এবং জেডি(এস) বিধায়ক এইচডি রেভান্নার বিরুদ্ধে বৃহস্পতিবার অপহরণের মামলা দায়ের করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
h d revanna

ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) অনুসারে, ঘটনাটি ঘটে 29 এপ্রিল। মহিলাটি অতীতে ছয় বছর ধরে হোলেনরাসিপুরে রেভান্নার বাসা এবং খামারবাড়িতে কাজ করেছিলেন। (এইচডি রেভান্না/ফেসবুক)

লোকসভা ভোটের মাঝেই প্রবল চাপে জেডি(এস)। কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী এবং জেডি(এস) বিধায়ক এইচডি রেভান্নার বিরুদ্ধে বৃহস্পতিবার অপহরণের মামলা দায়ের করা হয়েছে।

Advertisment

লোকসভা ভোটের মাঝেই কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারির ভিডিও সামনে আসতেই দেশজুড়ে তোলপাড় পড়ে যায়। ভিডিও কাণ্ডে মোদীকে নিশানা করেছে কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

এবার এই ঘটনায় এবার নয়া মোড়। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করল কর্ণাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে হাসানের এক মহিলার অভিযোগে ভিত্তিতে প্রাক্তন সাংসদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি তাঁর বাবা তথা কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী এবং জেডি(এস) বিধায়ক এইচডি রেভান্নার বিরুদ্ধে অপহরণের অভিযোগে আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে। যৌন হয়রানির মামলায় ইতিমধ্যেই ছেলে প্রজ্জ্বলের সঙ্গেই নাম জুড়েছে তাঁর।

যৌন কেলেঙ্কারির ভিডিও ফাঁস হতেই দেশ ছেড়ে পালিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি। ঘটনার তদন্তে কর্ণাটক পুলিশ গঠন করেছে বিশেষ তদন্তকারী দল। ইতিমধ্যে প্রজ্জ্বলের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে কর্ণাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল।

কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী এইচডি রেভান্নার বিরুদ্ধে অপহরণ মামলায় মহীশূরের কেআর নগর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে বলেই জানা গিয়েছে। তিন দিন আগে নির্যাতিতার ছেলে অভিযোগ করেছিল যে তার মাকে অপহরণ করা হয়েছে। জেডি(এস) সাংসদ এবং মন্ত্রীর ছেলে প্রজওয়াল রেভান্নার ভাইরাল 'সেক্স টেপে' ওই মহিলাকেও দেখা গিয়েছে বলেই দাবি। এরপরই দায়ের করা হয় অপহরণের মামলা। যৌন নিপীড়নের মামলায় এইচডি রেভান্নার করা আগাম জামিনের আবেদনের উপর শুক্রবার শুনানি হবে।

এর আগে, নির্যাতিতাদের মধ্যে একজন মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি সাংসদের বাড়িতে গৃহকর্মীর কাজও করতেন। প্রজ্জ্বল তাঁর বাড়িতে কর্মরত বহু মহিলাকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ। প্রজ্জ্বলের সঙ্গে তার বাবা এইচডি রেভান্নাও এই অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ। তারপরে পুলিশ আইপিসির 354A, 354D, 506 এবং 509 ধারায় মামলা দায়ের করেছে।

bjp
Advertisment