Advertisment

'দিদির চোট-বহিরাগত ইস্যুতেই হার', দাবি হতাশ কৈলাসের

বিকেলের আগেই কার্যত হার স্বীকার করলেন গেরুয়া নেতারা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাংলায় তৃণমূলের প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা মাত্র। যাবতীয় পূর্বাভাসকে ভুল প্রমাণ করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। ৮০-র ঘরে আটকে গিয়েছে বিজেপি। আকাশ ভেঙেছে গেরুয়া শিবিরেরে। বেলা বাড়তেই শুনশান হেস্টিংসের বিজেপি কার্যালয়। কার্যত নিজেদের হার স্বীকার করে নিচ্ছেন পদ্ম নেতৃত্ব। বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ফের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছেন'

Advertisment

রবিবার দুপুরে সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় কৈলাস বলেন, ‘ট্রেন্ড দেখে মনে হচ্ছে জনতা মমতাদিকে ফের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছে। কিন্তু আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবো। তবে আমাদের প্রত্যাশামতো ফল হয়নি। যদিও গতবারেরআমরা অনেকটা এগিয়েছি। গত বিধানসভা নির্বাচনে আমাদের ৩টে আসন ছিল। তার থেকে অনেকটা এগিয়েছি।’

কৈলাস জানান, ফলাফল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে তাঁর। ফলাফলের ব্যাপারে তাঁকে জানিয়েছেন তিনি। কৈলাস বলেন, ‘অনেকের হারে আমি আশ্চর্য হয়েছি। বাবুলদা, লকেট জি, রাহুল সিনহার হারে আমি আশ্চর্য হয়েছি।’

কিন্তু কেন এমন খারাপ ফল হল বিজেপির? জবাবে কৈলাস বলেন, ‘দিদির চোট লেগেছে সেই আবেগ কাজ করে থাকতে পারে। বহিরাগত ইস্যুও কাজ করে থাকতে পারে। আমরা সেটা বিশ্লেষণ করে দেখবো।’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Kailash Vijayvargiya West Bengal Election 2021 bjp tmc Mamata Banerjee West Bengal Assembly Election 2021
Advertisment