কল্যাণের কতগুলি গাড়ি, ব্যাঙ্কে কত টাকা, হাতে নগদ কত?

রাজনৈতিক মহলের একাংশের দাবি, দলের অন্য প্রার্থীদের তুলনায় কল্যাণের লড়াই এবার কিছুটা সহজ। নির্বাচনের আগে দেখে নিন কল্যাণের সম্পদের পরিমাণ।

রাজনৈতিক মহলের একাংশের দাবি, দলের অন্য প্রার্থীদের তুলনায় কল্যাণের লড়াই এবার কিছুটা সহজ। নির্বাচনের আগে দেখে নিন কল্যাণের সম্পদের পরিমাণ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

মদন মিত্র ছাড়া তৃণমূলে রঙিন চরিত্রদের নাম উঠলে দলের শীর্ষ নেতাদের একাংশ শ্রীরামপুরের সাংসদের কথাই বলেন। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কখনও খোলা মঞ্চে নাচতে দেখা গিয়েছে, কখনও প্রকাশ্য জনসভায় কু-কথা বলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, দলের অন্য প্রার্থীদের তুলনায় কল্যাণের লড়াই এবার কিছুটা সহজ। নির্বাচনের আগে দেখে নিন কল্যাণের সম্পদের পরিমাণ।

Advertisment

প্রার্থীর নাম- কল্যাণ বন্দ্যোপাধ্যায়

কেন্দ্র- শ্রীরামপুর

দল- তৃণমূল কংগ্রেস

Advertisment

বয়স- ৬২

পেশা- আইনজীবী

২০১৭-১৮ সালে আয়- ৩ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ১২০ টাকা

মামলা- নেই

হাতে থাকা নগদ অর্থের পরিমাণ- ২ লক্ষ

ব্যাঙ্কে গচ্ছিত মোট অর্থ- ৫ কোটি ৯৭ লক্ষ ৭৯ হাজার ৬৮৭ টাকা

মোট বিনিয়োগ- ২ কোটি ২ লক্ষ ৬৫ হাজার ৯৬৫ টাকা

বিমা- ৩ কোটি ৮৫ লক্ষ ৭৩ হাজার ৩০৯ টাকা

গাড়ি- একটি টয়োটা ইনোভা, বাজারদর ১৮ লক্ষ ১৫ হাজার। একটি টয়োটা করোলা এটলিস, বাজারদর ১৫ লক্ষ ৯১ হাজার

গয়না- নিজের ২৫০ গ্রামের সোনার আংটি আছে, বাজারদর ৮ লক্ষ ২৬ হাজার টাকা। স্ত্রীর ৪০০ গ্রামের অলংকার আছে, বাজারদর ১৩ লক্ষ ২২ হাজার টাকা।

বই- ১ কোটি ২৫ লক্ষ টাকার বই

অকৃষিজমি- বাঁকুড়ায় ২০০০ স্কোয়্যার ফিটের জমি। বাজারমূল্য ৬ লক্ষ টাকা।

বাড়ি- হরিশ চ্যাটার্জি রোডে ২০০০ বর্গফুটের ফ্ল্যাট। বর্তমানে বাজারদর ১ কোটি টাকা। এছাড়া, দিল্লির গ্রেটার কৈলাশে ১৮৭১ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট। বর্তমান সেই ফ্ল্যাটের বাজারদর ২ কোটি টাকা। শ্রীরামপুরেও ৭৯৫ স্কোয়্যার ফুটের একটি ফ্ল্যাট, বর্তমান বাজারদর ৩ লক্ষ টাকা।

ঋণ- ব্যাঙ্ক লোন, গাড়ি সংক্রান্ত ঋণ ও অন্যান্য ঋণ মিলিয়ে ৫৫ লক্ষ ২২ হাজার ৪০৩ টাকা।

শিক্ষাগত যোগ্যতা- ১৯৭৫ সালে বি কম পাশ করেন। ১৯৭৯ সালে রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করেন।

tmc election commission General Election 2019