Advertisment

Lok Sabha Election 2024: বিজেপিকে ঠেকাতে রাহুলের মাস্টারস্ট্রোক, দিল্লি দখলে কাকে 'তুরুপের তাস' করল কংগ্রেস নেতা?

রাহুলের মাস্টারস্ট্রোকে দিশেহারা বিজেপি!

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi to contest Lok Sabha polls from Rae Bareli

Rahul Gandhi: কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

লোকসভা নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এর মাঝেই বিজপির বিরুদ্ধে রাহুল গান্ধীর তুরুপের তাস কানহাইয়া কুমার। কংগ্রেস ইতিমধ্যেই দিল্লির তিনটি লোকসভা আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এই তালিকায় দিল্লির তিনটি আসন উত্তর-পূর্ব দিল্লি থেকে নির্বাচনে লড়বেন কানহাইয়া কুমার। এখানে তিনি বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারির মুখোমুখি হবেন। যেখানে চাঁদনি চক থেকে লড়বেন যেখানে জে.পি. আগরওয়াল। তিনি চাঁদনি চক থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী প্রবীণ খান্ডেলওয়ালের বিরুদ্ধে। অন্যদিকে উদিত রাজ উত্তর-পশ্চিম দিল্লি থেকে নির্বাচনে লড়বেন। এখানে তিনি বিজেপির যোগেন্দ্র চান্দোলিয়ার মুখোমুখি হবেন।

Advertisment

বিজেপির বিরুদ্ধে দিল্লিতে লড়াইয়ের ময়দানে কংগ্রেস ও আম আদমি পার্টি। আম আদমি পার্টি (আপ) দিল্লির ৪ টি এবং কংগ্রেস দিল্লিতে ৩টি আসনে লড়াইয়ে নামছে। আম আদমি পার্টি ইতিমধ্যেই তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আপ ইতিমধ্যেই পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি, নয়াদিল্লি এবং পশ্চিম দিল্লি থেকে তাদের প্রার্থী দিয়েছে। বহুদিন ধরেই কংগ্রেস প্রার্থীদের নিয়ে যে জল্পনা ছিল, ইতিমধ্যেই তা শেষ হয়েছে।

দিল্লিতে প্রথমবারের মত আম আদমি পার্টি এবং কংগ্রেস একসঙ্গে লোকসভা নির্বাচনে লড়ছে। নির্ধারিত ফর্মুলা অনুযায়ী, আম আদমি পার্টি নয়াদিল্লি, পূর্ব দিল্লি, পশ্চিম দিল্লি এবং দক্ষিণ দিল্লির আসন থেকে ভোটযুদ্ধে নামছে। যেখানে কংগ্রেস চাঁদনি চক, উত্তর-পূর্ব দিল্লি এবং উত্তর-পশ্চিম দিল্লির আসন থেকে নামছে লড়াইয়ের ময়দানে।

১০ বছরে কী করলেন মনোজ তিওয়ারি? দিল্লি থেকে টিকিট পেয়ে বিজেপিকে আক্রমণ করলেন কানহাইয়া
মনোজ তিওয়ারির বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে কানহাইয়া কুমার বলেন, নির্বাচনে ব্যক্তি গুরুত্বপূর্ণ নয়। সাধারণ মানুষের সমস্যা গুরুত্বপূর্ণ। গত ১০ বছরে উত্তর পূর্ব দিল্লির মানুষের জন্য কী করেছেন মনোজ তিওয়ারি? প্রশ্ন তুলে কানহাইয়া কুমার বলেন, দিল্লিতে বিজেপি কোন কাজ করেনি। অযথা মানুষকে হয়রানি করেছে।

উত্তর-পূর্ব দিল্লি থেকে টিকিট পেয়ে মনোজ তিওয়ারিকে নিশানা করেছেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার। তিনি বলেছেন যে মনোজ তিওয়ারি গত ১০ বছরে উত্তর পূর্ব দিল্লির মানুষের জন্য কী করেছেন? নির্বাচনে ব্যক্তি মুখ্য নয়। নির্বাচনে ধারণা ও ইস্যু গুরুত্বপূর্ণ।

loksabha election 2024
Advertisment