নির্বাচনের আর মাত্র তিন সপ্তাহ বাকি। তার আগে চরম বিপাকে পড়তে চলছে বিরোধী দল আম আদমি পার্টি। দিল্লির মদ কেলেঙ্কারির ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে। এবার দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি সরকারের পরিবহন মন্ত্রী কৈলাশ গেহলটকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈনের পরে, কৈলাশ গেহলটকে দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় তলব করা হয়েছে। তিনি বর্তমানে দিল্লি পরিবহন এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করছেন তিনি। কৈলাশ গেহলটের বিরুদ্ধে ইতিমধ্যেই ডিটিসি বাস ক্রয়ে কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। বিজেপি অভিযোগ করেছিল যে কৈলাশ গেহলট যখন পরিবহণ মন্ত্রী ছিলেন, তখন দিল্লি সরকার এক হাজার ডিটিসি বাসের ক্রয় প্রক্রিয়া শুরু করেছিল। বিজেপির অভিযোগ, এই ১০০০টি বাস কেনা ও রক্ষণাবেক্ষণে দুর্নীতি হয়েছে।
বৃহস্পতিবার রাউজ অ্যাভিনিউ আদালত থেকে স্বস্তি পাননি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আদালত আরও চার দিনের জন্য কেজরিওয়ালের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। এর আগে, ছয় দিনের ইডি হেফাজত শেষে ইডি বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে রাউজ অ্যাভিনিউ আদালতে পেশ করে। সে সময় মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ইডির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন। তিনি বলেছিলেন যে ইডি-র উদ্দেশ্য ছিল তাকে ফাঁসানো। কেজরিওয়ালের অভিযোগ, ইডি AAP-এ ফাটল ধরাতে চাইছে। ইডি ইতিমধ্যেই মদ নীতি কেলেঙ্কারির মামলায় ১৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ২১ মার্চ একই মামলায় তদন্তকারী সংস্থা গ্রেফতার করে। এর পরই ইডি কৈলাশ গেহলটকে তলব করেছে। তাঁকে আজই তাকে জিজ্ঞাসাবাদে জন্য ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-সূত্রে জানা গিয়েছে গেহলটকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করার পাশাপাশি আর্থিক তছরুপের মামলায় তার বক্তব্য রেকর্ড করা হবে। এই মামলায় মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ছাড়াও প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করা হয়েছে।