Kerala, TN, Puducherry, Assam Election Results 2021 LIVE Coverage: বাংলার পাশাপাশি দেশের আরও চার রাজ্যেও হয়েছে বিধানসভা নির্বাচন। সেই ভোটের ফল ঘোষণা হয়েছে রবিবার। এখনও পর্যন্ত ভারতে একমাত্র বামশাসিত রাজ্য হল কেরল। সে রাজ্যে পিনরাই বিজয়ন নেতৃত্বাধীন এলডিএফ জোট পেয়েছে ৯৯টি আসন। ১৪০ বিধানসভা আসনবিশিষ্ট কেরলে ম্যাজিক ফিগার ৭১। ইতিমধ্যেই সেই ফিগার পেরিয়েছে পিনারাই বিজয়নের দল। অন্যদিকে সে রাজ্যে বিজেপি একটিও আসন পায়নি। পাশাপাশি কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট পেয়েছে এগিয়ে ৪১টি আসনে।
এদিকে, আসামে এনআরসি, সিএএ বিরোধিতা থাকলেও দ্বিতীয়বার সরকার গড়ছে বিজেপি। এখনও পর্যন্ত পদ্ম শিবির জিতেছে ৭৫টি আসন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেয়েছে ৫০টি আসন। একটি আসন পেয়েছে অন্যরা। আসামের মোট আসন ১২৬টি। ম্যাজিক ফিগার ৬৪।
অন্যদিকে, দক্ষিণের আরেক রাজ্য তামিলনাড়ুতে ধরে রাখার লড়াই চ্যালেঞ্জ ছিল AIADMK-র কাছে। তামিলনাড়ুর মোট বিধানসভা আসন ২৩৪টি। সরকার গড়তে গেলে প্রয়োজন ১১৮টি বিধানসভা আসন। যদিও ডিএমকে কংগ্রেস জোট ১৫৬ আসন পেয়ে সরকার গড়ছে তামিলভূমে। জয়া আম্মার দল AIADMK সেখানে ৭৮টি আসন। এবার প্রথম ভোটে লড়লেও খাতা খুলতে পারেনি কোমল হাসানের দল।
অন্যদিকে, কেন্দ্র শাসিত পুদুচেরিতে বিজেপি জোট জিতেছে ১৫ আসন, কংগ্রেস ৭টি আর অন্যরা ৪টি আসন পেয়েছে। পুদুচেরিতে ৩০ আসনের বিধানসভা। ম্যাজিক ফিগার ১৬। যার মধ্যে ৯টি আসনে লড়েছে বিজেপি। গেরুয়া সহযোগী এ্আইএনআর কংগ্রেস লড়েছে ১৬টি আসনে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন