NDA: এনডিএ-তে নাইডুর পরে, নীতীশ! শর্তে নাস্তানাবুদ মোদী।
দেশে গঠিত হতে চলেছে এনডিএ সরকার। মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের কিংমেকারের ভূমিকা পালন করছেন চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার।
নির্বাচনের ফলাফল সামনে আসতেই শুরু হয়েছে সরকার গঠনে তোড়জোর। বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দলকে এবার ভরসা রাখতে হচ্ছে শরীকদের উপরেই। তৃতীয় বারের মতো নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে আবার সরকার গঠন হতে চলেছে। এখন এনডিএ-তে টিডিপি এবং জেডিইউ-র ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, উভয় দলের নেতারাই গতকালের বৈঠকে বিজেপির সামনে বেশ কিছু শর্ত রেখেছেন।
চন্দ্রবাবু নাইডুর পর এবার নীতীশ কুমার বিহারকে বিশেষ মর্যাদা সহ কিছু দাবি পেশ করেছেন। জেডিইউ সূত্র জানিয়েছে যে নীতীশ কুমার সাংসদের সংখ্যা অনুযায়ী মোদী মন্ত্রিসভায় ৩টি মন্ত্রকের দাবি করেছেন নীতীশ কুমার। যেহেতু তিনি ১২ টি আসন জিতেছেন, তাই তিনি এনডিএ-তে ৩টি মন্ত্রিত্ব চেয়েছেন। নীতীশের নজরে রয়েছে রেল, অর্থ ও কৃষি মন্ত্রক। নীতীশের মতোই জলসম্পদ, গ্রামোন্নয়ন মন্ত্রক চাইছেন চন্দ্রবাবুও। তালিকায় রয়েছে সড়ক পরিবহণ মন্ত্রকও।
নীতিশ কুমারের প্রথম দাবি রাজ্যের জন্য বিশেষ মর্যাদা। তিনি বিহারের জন্য বিশেষ রাজ্যের মর্যাদা চান। লোকসভা নির্বাচনে এনডিএ ২৯৩ আসন জিতেছে। অপরদিকে I.N.D.I.A. জোট জিতেছে ২৩৩ টি আসন পেয়েছে। এনডিএ-তে বিজেপি ২৪০ টি আসন পেয়েছে, যেখানে টিডিপি ১৬ টি আসন এবং জেডিইউ ১২টি আসন জিতেছেন। বর্তমানে সরকার গঠনের জন্য এই দুই দলকে সঙ্গে নিয়েই এগোতে হবে বিজেপিকে। সংসদীয় দলের বৈঠকে দুই নেতাই বিজেপি সমর্থন করলে বেশ কিছু শর্ত সামনে রেখেছেন।
চন্দ্রবাবু নাইডু, যিনি ১৬ টি আসন জয় করে এনডিএতে দ্বিতীয় স্থানে রয়েছে তিনিও বিজেপির সামনে তাঁর শর্তগুলি তুলে ধরেছেন। লোকসভার স্পিকারের পদের সঙ্গে মন্ত্রিত্বও দাবি করেছে টিডিপি। ১৬ জন সাংসদের সমর্থনের ৫টি মন্ত্রক দাবি করেছে নাইডু।
বুধবার ইন্ডিয়া জোটের নেতাদের বৈঠকের পর, দলের বেশ কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন যে 'তাদের এখনই সরকার গঠন নয়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত'।
আরও পড়ুন : < Post Poll Violence in Bengal: ভোট-পর্ব মিটতেই বাংলার দিকে দিকে হিংসার আগুন! শাসকদলকে দুষেই সোচ্চার BJP >
লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের তালিকা বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে হস্তান্তর করবেন। এর পরে, ১৮ তম লোকসভা গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। সূত্রের খবর, ৮ জুন টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। গতকালের এক ঘণ্টার বৈঠকে এনডিএ-র নেতা নির্বাচিত হন মোদী। সূত্রের খবর, ৭ জুন বৈঠক করবেন এনডিএ সাংসদরা। এরপর বিকেল ৫টা থেকে ৭টার মধ্যে তারা রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাবেন।
রাজনাথ সিং, অমিত শাহ এবং জেপি নাড্ডাকে সমস্ত মিত্রদের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলার এবং নতুন সরকারের গঠনের বিষয়ে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ এবং মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সুপারিশের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা ভেঙে দিয়েছেন।
ছোট দলগুলির মধ্যে বিহারে চিরাগ পাসোয়ানের দল পেয়েছে ৫টি আসন। চিরাগও একটি পূর্ণ ও একটি প্রতিমন্ত্রী পদের দাবি জানিয়েছেন। মহারাষ্ট্রে সাতটি আসন পেয়েছে একনাথ শিন্ডের শিবসেনা। তারাও এক জন পূর্ণ ও এক জন প্রতিমন্ত্রীর দাবি জানিয়েছে। মন্ত্রিত্ব দাবি করেছে উত্তরপ্রদেশের আরএলডি দলের জয়ন্ত চৌধরী, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল, জেডিএসের এইচ ডি কুমারস্বামীরাও।