Advertisment

কলকাতা উত্তরের একটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল কমিশন

জোড়াসাঁকো বিধানসভার অর্ন্তগত একটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সংস্কৃত কলেজের ওই বুথে আগামীকাল, বুধবার ভোটগ্রহণ হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
2019 Lok Sabha Election Important Seats, Election 2019 major Constituency

রাজ্যে জোর লড়াই তৃণমূল-বিজেপির

কলকাতা উত্তর কেন্দ্রের একটি বুথে পুনর্নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামীকাল, ২২ মে ওই বুথে  ফের নির্বাচন হবে।

Advertisment

সোমবার কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছে, গত ১৯ মে ভোটগ্রহণের পরে  কলকাতা উত্তর কেন্দ্রের রিটার্নিং অফিসার এবং নির্বাচনী পর্যবেক্ষক কমিশনের কাছে যে রিপোর্ট পাঠিয়েছেন, তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত। জোড়াসাঁকো বিধানসভার অর্ন্তগত ২০০ নম্বর বুথে, সংস্কৃত কলেজের ভোটকেন্দ্রে আগামীকাল, বুধবার ফের ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণের সময়সীমা অপরিবর্তিত থাকবে, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

প্রসঙ্গত, কলকাতা উত্তর কেন্দ্রের একাধিক বুথে অনিয়মের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। ভোটের দিন সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল বেলগাছিয়া, কাশীপুরের বিস্তীর্ণ অঞ্চল। সিপিএম এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী কনীনিকা বোস ঘোষ শাসকদলের সন্ত্রাসের অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিল গেরুয়া শিবিরও। একাধিক জায়গায় শাসকদলের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন বিজেপি-র প্রার্থী রাহুল সিনহা। রাহুলকে ঘিরে বিক্ষোভও দেখান তৃণমূল কর্মীরা। দুপুরে পোস্তা এলাকার কাছে রবীন্দ্র সরণিতে বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করেও আতঙ্ক ছড়ায়।

আগামী ২৩ মে পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্র-সহ দেশজুড়ে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে। তার ঠিক আগের দিন জোড়াসাঁকো কেন্দ্রের একটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সামনে এসেছে বিভিন্ন সংস্থা ও সংবাদমাধ্যমের এক্সিট পোলের ফলাফল। অধিকাংশ এক্সিট পোলেই বিজেপি-র নেতৃত্বে ফের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) ফের ক্ষমতায় ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গেও বিজেপি-র আসনবৃদ্ধির ইঙ্গিত মিলেছে। যদিও এক্সিট পোলের ফলাফলকে গুরুত্ব দিতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীরা।

election commission General Election 2019
Advertisment