Advertisment

বিহার ভোটে ভাল ফলাফলের পথে বামেরা

প্রবল বিজেপি বিরোধিতা ও বিকল্প আর্থ-সামাজিক নীতি মানুষের কাছে তুলে ধরেই বাজিমাতের পথে বামেরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিহারে জোর লড়াই দিচ্ছে বাম দলগুলো। কয়েক রাউন্ডের ভোট গণনা শেষে অন্তত ১৫টির বেশি আসনে এগিয়ে রয়েছে বাম দলগুলো। এবার আরজেডি-কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের হয়ে লড়াই করেছে সিপিআই (এম-এল), সিপিএম ও সিপিআই। মোট ২৯টি আসনে প্রার্থী দিয়েছে তিনটি বাম দল। এর মধ্যে সিপিআই (এম-এল) ১৯টি, সিপিএম এবং সিপিআই লড়ছে যথাক্রমে ৬ ও ৪টি আসনে।

Advertisment

এখনও পর্যন্ত ফলাফলের যা প্রবণতা সেই অনুযায়ী বিহারের আগিয়াওন, আরা, আরওয়াল, বলরামপুর, বিভূতিপুর, দারাউলি, দারাউন্ধা, ঘোষি, কারাকাট, মাধি, মতিহারি, পালিগঞ্জ, তারারি, ওয়ারিশনগর, জিরাদেই, বাছাওয়ারা ও বাখরি আসনে এগিয়ে রয়েছেন বাম প্রার্থীরা।

বরাবরই বিহারের রাজনীতিতে বড় শক্তি বামেরা। কিন্তু গত ১০ বছর ধরে এ রাজ্যে বামদেরে ভোট কমতে থাকে। এমনকী দলগুলোর অস্তিত্ব টিঁকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ২০১০ বিধানসভা ভোটে সিপিআই মাত্র একটি আসন ধকল করতে পেরেছিল। ২০১৫ সালের বিহার বিধানসভা ভোটে সিপিআই (এম-এল) ৩টি আসন পায়। বাকি দু'টি বাম দল সিপিএম ও সিপিআই খাতাই খুলতে পারেনি।

আরও পড়ুন- Bihar Election Results 2020 Live Updates: বিহারে টানটান লড়াই, এগিয়ে এনডিএ, পিছিয়ে মহাজোট

কিন্তু, পাঁচ বছর পর ভোট গণনার প্রবণতা অনুসারে ছবিটা অন্যরকম। দেখা যাচ্ছে বিহারবাসীর আস্থা অর্জনে অনেকটাই সফল হয়েছে এই তিন বাম দল। ভোট বাক্সেও তার প্রভাব লক্ষ্যনীয়। প্রবণতা বিচার করে ভোট বিশ্লেষকদের মতে, বাম দলগুলো ক্যাডারভিত্তিক। বিজেপি বিরোধীতায় সবসময় তারা জোর প্রচার চালিয়েছে। নীতীশ বিরোধী হাওয়া ছিলই, তার সঙ্গে মহাজোটের হয়ে আর্থ-সামাজজিক ক্ষেত্রে বিকল্প নীতির প্রচার- বাম দলগুলো উত্থানের কারণ।

এক্সিটপোল বাম দলগুলোর লাভের কথা তুলে ধরেছিল। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস এক্সিটপোল জানিয়েছিল, ১৯ আসনের মধ্যে সিপিআই (এম-এল) ১২-১৩টি আসন পেতে পারে।

মঙ্গলবার সকাল থেকেই টানাটান উত্তেজনায় বিহার ভোটের গণনা চলছে। এনডিএ শিবিরকে কড়া মোকাবিলা দিচ্ছে মহাজোট। ভোটের প্রবণতা অনুসারে, ম্যাজিক ফিগার ১২২ আসনের বেশিতে এগিয়ে জেডিইউ-বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তবে, ইভিএম বেশি হওয়ায় বিহারের ভোট গণনা শেষ বতে রাত হবে জানিয়েছে কমিশন।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CPI Bihar Elections CPIM
Advertisment