রাজ্য বিজেপি-র অন্যতম 'গ্ল্যামারাস মুখ'। একাধিকবার জঙ্গী আন্দোলন করে শিরোনামে এসেছেন। কিন্তু বিজেপি-র একাংশের মতে, তাঁর এবারের লড়াই বেশ কঠিন। লকেট চট্টোপাধ্যায়কে বীরভূমের কোনও আসনে টিকিট দেওয়ার দাবিতে দলের অন্দরে সরব হয়েছিলেন অনেকেই। কিন্তু শেষ পর্যন্ত লকেট লড়ছেন হুগলি লোকসভা আসন থেকে। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় বিষয়-আশয় সম্পর্কে ঠিক কী তথ্য দিলেন লকেট? জেনে নিন-
নাম- লকেট চট্টোপাধ্যায়
হাতে নগদ টাকার পরিমাণ- ২৭,৫৩৪। স্বামীর কাছে আছে ২৫,০০০ টাকা।
ব্যাঙ্কে থাকা টাকার পরিমাণ- নিজের ৬টি অ্যাকাউন্ট মিলিয়ে মোট ২ কোটি ২৪ লক্ষ ৯ হাজার ৩৯৬ টাকা। স্বামীর অ্যাকাউন্টে ২৬ লক্ষ ৫ হাজার ৩৯ টাকা।
বিনিয়োগ, শেয়ার ও মিউচুয়াল ফান্ড- ১৯ লক্ষ ৫৮ হাজার ৭২৯ টাকা। স্বামীর মোট ২২ লক্ষ টাকা।
গাড়ি- একটি টয়োটা ফরচুনার, দাম- ২৩ লক্ষ টাকা। একটি হুন্ডাই ইওন, দাম- ৪ লক্ষ টাকা। স্বামীর একটি মারুতি সুজুকি সুইফট, দাম ৪ লক্ষ টাকা।
অলঙ্কার- ৫০০ গ্রাম সোনা-সহ মোট ১৫ লক্ষ টাকার গহনা।
বাড়ি- সোনারপুরে ১০৭৬ স্কোয়্যার ফুট এবং ১৮৪০ স্কোয়্যার ফুটের দুটি বাড়ি। প্রতিটির বর্তমান বাজারদর প্রায় ৫০ লক্ষ টাকা। এছাড়া ই এম বাইপাসে একটি ফ্ল্যাট, এটির বর্তমান বাজারমূল্য ৭৫ লক্ষ টাকা। স্বামীর ই এম বাইপাসে ৭২৫ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট, বর্তমান বাজারমূল্য ৫০ লক্ষ টাকা।
শিক্ষাগত যোগ্যতা- যোগমায়াদেবী কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক, ১৯৯৭ সালে।
২০১৮-১৯ সালে রোজগার- নিজের ৫,৫৭,৮৬০ টাকা। স্বামীর ১৬,৯০,৮৫২ টাকা।