আগামী বছরই লোকসভা নির্বাচন। তার আগে তিন রাজ্যে সেমিফাইনালে জিতে বুক চওড়া হয়েছে বিজেপির। এবার লোকসভা ভোটও এগিয়ে আসতে পারে বলে জল্পনা। সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসের গোড়াতেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। বলা যেতে পারে, ভোট ঘোষণা হতে আর ৬০ দিন বাকি।
কেন্দ্রের সূত্রে খবর, চব্বিশের লোকসভা নির্বাচন এক মাস এগিয়ে এনে মার্চে করা হতে পারে। উল্লেখ্য, আগামী বছর ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। রাম লাল্লার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হবে। তার পর ১ ফেব্রুয়ারি ভোটের বছরের জন্য বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ হবে সংসদে। বাজেট অধিবেশন চলতে পারে ৫-৬ দিন। তার পরই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে।
প্রসঙ্গত, এর আগে উনিশের লোকসভা নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল, ১০ মার্চ। ভোটগ্রহণ শুরু হয় ১১ এপ্রিল থেকে। সাত দফার নির্বাচন শেষ হয় ১৯ মে। ২৩ মে ফলাফল ঘোষণা হয়। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একজন কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, গতবারের তুলনায় এক মাস আগে নির্বাচন হতে পারে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হতে পারে।
আরও পড়ুন দলের ভরাডুবি! ডানা ছাঁটা হতে চলেছে কমলনাথের? তুঙ্গে জল্পনা
গত ৩ ডিসেম্বর লোকসভা নির্বাচনের অঘোষিত সেমিফাইনালের মতো হিন্দিবলয়ের তিন রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় আর দক্ষিণে তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। হিন্দিবলয়ের তিন রাজ্যে বিপুল জয় পেয়েছে বিজেপি। তেলেঙ্গানায় জিতেছে কংগ্রেস। তিন রাজ্যে জয়ের পর বিজেপির শীর্ষ নেতৃত্ব চব্বিশের জন্য বাড়তি আত্মবিশ্বাস পেয়ে গিয়েছে।
অন্যদিকে, বিরোধীদের ইন্ডিয়া জোট এখনও আসন সমঝোতা করতে পারেনি। পাশাপাশি তিন রাজ্যে যেভাবে কংগ্রেস এবং বিরোধীদের ভরাডুবি হয়েছে তাতে ইন্ডিয়া জোটের সমস্যা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচন এগিয়ে আনলে তাদের কাছে আসন সমঝোতা করার সময় কম থাকবে। সেইসঙ্গে রামমন্দির উদ্বোধন , বাজেটে দেদার জনমোহিনী ঘোষণা করে বিজেপি অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারে।