scorecardresearch

Lok Sabha Election 2019: তৃণমূলী গুন্ডারাজের বিরুদ্ধে সরব প্রণব-পুত্র অভিজিৎ

Lok Sabha Election 2019: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‘কোচবিহারে কী ঘটেছে, তা আমরা সকলেই দেখেছি। গত বছর পঞ্চায়েত ভোটে আমাদের মনোনয়নপত্র পর্যন্ত জমা দিতে দেয়নি তৃণমূলের গুন্ডারা..”

mamata, abhijit mukherjee, মমতা , অভিজিৎ মুখোপাধ্যায়, loksabha election 2019, লোকসভা নির্বাচন ২০১৯
মমতা ও অভিজিৎ মুখোপাধ্যায়।

General Election 2019: তাঁর পিতার নাম প্রণব মুখোপাধ্যায়। বরাবরের ‘কংগ্রেস ম্যান’ তথা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ও পিতার পথ ধরেই রাষ্ট্রায়ত্ত সংস্থার উঁচু চাকরি ছেড়ে এসেছেন হাত পতাকার নীচে। তবু আদ্যন্ত কংগ্রেসি ঘরানার অভিজিতের আরএসএস যোগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ খুললেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। তবে আরএসএস যোগ প্রসঙ্গে সরাসরি মন্তব্য না করলেও, ভোটে তৃণমূলী সন্ত্রাস নিয়ে সরব হলেন তিনি। মমতার অভিযোগ নিয়ে অভিজিৎ কোনও মন্তব্য না করলেও এ বিষয়ে মুখ খুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। মমতাকে পাল্টা বিঁধে সোমেনের জবাব, রাজ্যে বিজেপি ও আরএসএসের সঙ্গে সমঝোতা করছে তৃণমূলই।

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

বুধবার উত্তর দিনাজপুরের সভায় মমতা বলেন, “এখানে কংগ্রেস বিজেপির সঙ্গে। বহরমপুরে কংগ্রেস নেতা আরএসএসের মদতে লড়ছেন। জঙ্গিপুরে আরএসএসের মদতে লড়ছেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে। কংগ্রেসকে ভোট দেবেন না’’। মমতার এহেন মন্তব্যের প্রতিক্রিয়ায় কিছু না বললেও শুক্রবার তৃণমূলী সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‘কোচবিহারে কী ঘটেছে, তা আমরা সকলেই দেখেছি। গত বছর পঞ্চায়েত ভোটে আমাদের মনোনয়নপত্র পর্যন্ত জমা দিতে দেয়নি তৃণমূলের গুন্ডারা…জঙ্গিপুরের সব বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হোক। সব বুধে আধা সেনা মোতায়েন করা হোক’’। উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল জঙ্গিপুর কেন্দ্রে ভোটগ্রহণ।

আরও পড়ুন: “প্রণব মুখোপাধ্যায়ের ছেলে আরএসএস-এর মদতে ভোটে লড়ছেন”

প্রসঙ্গত, রাজনীতির ময়দানে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের মতবিরোধ থাকলেও প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে মমতার সম্পর্ক মোটামুটি সৌজন্যের ধারা মেনেই চলেছে। অতীতে একাধিক নির্বাচনে বিপক্ষে প্রার্থী না দিয়ে প্রণবের পাশে থাকার বার্তাই দিয়েছেন মমতা। ২০১২ সালে প্রথমবার উপনির্বাচনে লড়েছিলেন প্রণব-পুত্র অভিজিৎ। সে সময় অভিজিতের বিরুদ্ধেও কোনও প্রার্থী দেয়নি মমতার দল। এছাড়া, রাষ্ট্রপতি নির্বাচনেও শেষ পর্যন্ত প্রণব মুখোপাধ্যায়কেই সমর্থন করে তৃণমূল। কিন্তু, ২০১৯ সালের লোকসভার আগেই তাল কাটল সেই বোঝাপড়ার।

আরও পড়ুন: মমতা আরএসএস কোর কমিটির সদস্য, ‘মনে হচ্ছে’ অধীরের

গত বছর আরএসএসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। অন্যদিকে, জঙ্গিপুরে ৬১ শতাংশেরও বেশি মুসলিমদের বাস। সেখানে অভিজিৎই একমাত্র হিন্দু প্রার্থী। এহেন প্রেক্ষাপটে প্রণবপুত্রের আরএসএস যোগ নিয়ে মমতা যেভাবে সরব হয়েছেন, তা রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Election news download Indian Express Bengali App.

Web Title: Lok sabha election 2019 abhijit mukherjee congress rss pranab mukherjee mamata somen mitra west bengal