Advertisment

Lok Sabha Election 2019: 'ভাইপো হারবেন বুঝে ভয় পেয়ে সভা বাতিল করেছেন মমতাদি'

Lok Sabha Election 2019: এদিন জয়নগরের সভায় বিজেপির সভাপতি বলেন, "আমার তিনটে সভা ছিল আজ, একটা সভা বাতিল হয়েছে। মমতাদির ভাইপো হারছেন, তাই ভয় পেয়ে আমার সভা বাতিল করেছেন"।

author-image
IE Bangla Web Desk
New Update
loksabha election 2019, mamata, amit shah, লোকসভা নির্বাচন ২০১৯, মমতা, অমিত শাহ

মমতা ও অমিত শাহ।

General Election 2019: সভা বাতিল নিয়ে মমতাকে দুষলেন অমিত শাহ। ভাইপো হেরে যাবেন তাই ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই সভা বাতিল করেছেন, সভা বাতিল নিয়ে এ ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অমিত শাহ। এদিন জয়নগরের সভায় বিজেপির সভাপতি বলেন, "আমার তিনটে সভা ছিল আজ, একটা সভা বাতিল হয়েছে। মমতাদির ভাইপো হারছেন, তাই ভয় পেয়ে আমার সভা বাতিল করেছেন"। এদিন রাজারহাটের সভা থেকে মমতাকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, "কেন্দ্র সরকার টাকা পাঠালেও তা আপনাদের কাছে পৌছাচ্ছে না কারণ দিদির ভাইপোরাই সব খেয়ে নিচ্ছেন"।

Advertisment

প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনেও ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ক্যানিং এ সভা করতে এসে মমতার ভাইপোকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন অমিত শাহ। তিনি বলেন, ভাইপোর হেরে যাওয়ার ভয়েই তৃণমূল নেত্রী উদ্দেশ্যপ্রণোদিত ভাবে শাহের সভা বাতিল করেছে। উল্লেখ্য, আজ বারুইপুরে প্রশাসনের অনুমতি না মেলায় বাতিল যায় অমিত শাহর সভা। আজ দুপুর ১২টা নাগাদ যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরার সমর্থনে বারুইপুরে সভা করার কথা ছিল বিজেপি সভাপতি। ‘‘মমতা সরকার অনুমতি দেয়নি, এজন্যই সভা বাতিল করা হয়েছে’’ বলে অভিযোগ করেছে বিজেপি। এ প্রসঙ্গে মমতাকে নিশানা করে বিজেপির তরফে বলা হয়, ‘‘বাংলার মানুষ আগামী ২৩ মে মমতাদিদিকে যোগ্য জবাব দেবে’’।

এখানেই থেমে থাকেননি বিজেপি সভাপতি। বারুইপুরের সভা বাতিল নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। জয়নগরের সভায় মোদী সেনাপতি বলেন, ‘‘বারুইপুরের সভা বাতিল করেছেন মমতাদি । আমাদের বলতে দিন আর নাই দিন। তৃণমূলকে হারানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলার মানুষ’’। প্রসঙ্গত এর আগেও পশ্চিমবঙ্গে বিজেপির সভার অনুমোদন না মেলায় এবং সভা বাতিল নিয়ে সরব হয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব।

এদিন বারুইপুরের অমিত শাহের সভা করতে না দেওয়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল বারুইপুর। অমিত শাহের সভা বাতিল নিয়ে ঝামেলার সূত্রপাত, সেখান থেকে ধস্তাধস্তির পর্যায়ে ঘটনাটি। পুলিশ এসে ঘটনাটি সামাল দেওয়ার চেষ্টা করে। বিজেপি-তৃণমূল একে অপরের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন। জানা যায়, তৃণমূলের একটি রোড শো চলাকালীন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরাকে উত্তেজক কিছু মন্তব্য করা হয় তৃণমূল পক্ষ থেকে। সেই সময় পুলিশের ভুমিকা নিয়ে স্থানীয় এক পুলিশকর্তার সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। তারপরেই দু-পক্ষের সমর্থকদের মধ্য বচসা-বাগবিতন্ডার জেরে উত্তপ্ত হয়ে হয়ে বারুইপুর। বিজেপির বিরুদ্ধে অটো ভাঙচুরের অভিযোগ আনে তৃণমূল, যদিও তা অস্বীকার করে বিজেপি।

General Election 2019
Advertisment