Advertisment

Lok Sabha Election 2019: নকুলদানার পর এবার শলাকা দাওয়াই অনুব্রতর

General Election 2019:‘‘যাঁরা বুথের কর্মী রয়েছেন, তাঁদের বলছি, বুথের বাইরে দাঁড়িয়ে থাকবেন। শলাকা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শলাকা দেখিয়ে ভোট করাবেন।’’

author-image
IE Bangla Web Desk
New Update
lok sabha elections 2019 anubrata mandal

অনুব্রত মণ্ডল। ছবি: ফেসবুক

কমিশনের শো-কজ নোটিসের চোখরাঙানিতে তিনি যে একেবারেই বিচলিত হননি, তা আরও একবার বুঝিয়ে দিলেন তৃণমূলের অনুব্রত মণ্ডল। লোকসভা নির্বাচনের প্রাক্কালে নকুলদানা খাওয়ানোর নিদান দিয়ে রাজ্য-রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। প্রথম দফার ভোটের মুখে এবার ‘শলাকা’ দেখিয়ে ভোট করানোর দাওয়াই দিলেন অনুব্রত। ভোটের বাজারে বীরভূমে তৃণমূলের তাবড় এই নেতার এহেন হুঙ্কারে সরগরম বঙ্গ রাজনীতি।

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে একটি সভায় অনুব্রত বলেন, ‘‘সিপিএমকে ভোট দেবেন না, বিজেপিকে ভোট দেবেন না, কংগ্রেসকে ভোট দেবেন না। ভোটটা আমাদের দেবেন।’’ এরপরই চেনা ভঙ্গিতে দলীয় কর্মীদের উদ্দেশে অনুব্রতর হুঁশিয়ারি, ‘‘যাঁরা বুথের কর্মী রয়েছেন, তাঁদের বলছি, বুথের বাইরে দাঁড়িয়ে থাকবেন। শলাকা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শলাকা দেখিয়ে ভোট করাবেন।’’

আরও পড়ুন: Lok Sabha Election 2019: নকুলদানা বিলোলেন অনুব্রত

প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভোটার থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী এমনকি, বিরোধীদের নকুলদানা খাওয়ানোর নিদান দেন তৃণমূলের কেষ্ট। অনুব্রতর সেই নিদান মেনে রাতারাতি বীরভূম জেলায় নকুলদানার চাহিদা লাফিয়ে দ্বিগুণ হয়েছে। বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে পূর্ব বর্ধমানের আউশগ্রামের গুসকরায় ভোটপ্রচারে গিয়ে নিজে হাতে নকুলদানা বিলিয়েছেন অনুব্রত মণ্ডল।

প্রসঙ্গত, অনুব্রতর নকুলদানা তত্ত্ব নিয়ে ইতিমধ্যে তেতে রয়েছে রাজ্য রাজনীতি। অনুব্রত মণ্ডলের নকুলদানা সংক্রান্ত মন্তব্য নিয়ে আসরে নেমেছে বিরোধীরা। এ নিয়ে কমিশনেরও দ্বারস্থ হয়েছে তারা। ইতিমধ্যেই এ বিষয়ে অনুব্রতকে নোটিস পাঠিয়েছে কমিশন। অতীতে পাচন খাওয়াবেন বলে রাজ্য রাজনীতিতে হুলস্থুল ফেলে দিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি।

lok sabha 2019 General Election 2019 tmc
Advertisment