General Election 2019: লোকসভার লড়াইয়ে বাংলায় আরও ১০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এর আগে দোলপূর্ণিমার দিন সন্ধেয় এ রাজ্যের ৪২টি কেন্দ্রের মধ্যে ২৮টিতে প্রার্থী তালিকা প্রকাশ করে পদ্মশিবির। পরে জঙ্গিপুর ও দার্জিলিঙে প্রার্থী ঘোষণা করে পদ্ম শিবির।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
একনজরে জেনে নিন, বাংলার আরও ১০টি আসনে কাকে কোথায় প্রার্থী করল বিজেপি...
* বহরমপুর- কৃষ্ণ জোয়ারদার আর্য
* মুর্শিদাবাদ- হুমায়ুন কবীর
* রানাঘাট- মুকুটমণি অধিকারী
* বনগাঁ- শান্তনু ঠাকুর
* হাওড়া- রন্তিদেব সেনগুপ্ত
* উলুবেড়িয়া- জয় বন্দ্যোপাধ্যায়
* ডায়মন্ড হারবার- নীলাঞ্জন রায়
* বর্ধমান-দুর্গাপুর-এখনও প্রার্থী দেয়নি বিজেপি
* পুরুলিয়া- এখনও প্রার্থী দেয়নি বিজেপি
* কাঁথি- দেবাশিস সামন্ত
* বাঁকুড়া- সুভাষ সরকার
* বোলপুর- রামপ্রসাদ দাস
বাকি ৩০ আসনে বিজেপি প্রার্থী কারা? জেনে নিন একনজরে...
*কোচবিহার – নিশীথ প্রামাণিক
*কৃষ্ণনগর – কল্যাণ চৌবে
* কলকাতা দক্ষিণ-চন্দ্র বসু
* কলকাতা উত্তর – রাহুল সিনহা
* যাদবপুর- অনুপম হাজরা
* আলিপুরদুয়ার- জন বার্লা
* জলপাইগুড়ি – জয়ন্ত রায়
* রায়গঞ্জ-দেবশ্রী চৌধুরী
* মালদা উত্তর – খগেন মুর্মু
* মালদা দক্ষিণ – শ্রীরূপা মিত্র চৌধুরী
* দমদম- শমীক ভট্টাচার্য
* বসিরহাট- সায়ন্তন বসু
* বালুরঘাট- সুকান্ত মজুমদার
* বারাসত- মৃণালকান্তি দেবনাথ
* হুগলি- লকেট চট্টোপাধ্যায়
* মেদিনীপুর- দিলীপ ঘোষ
* আসানসোল- বাবুল সুপ্রিয়
* ঘাটাল- ভারতী ঘোষ
* বীরভূম – দুধকুমার মণ্ডল
* আরামবাগ – তপন রায়
* জয়নগর -অশোক কাণ্ডারী
* শ্রীরামপুর- দেবজিৎ সরকার
* বারাকপুর- অর্জুন সিং
* মথুরাপুর- শ্যামাপ্রসাদ হালদার
* বিষ্ণুপুর- সৌমিত্র খাঁ
* তমলুক – সিদ্ধার্থ নস্কর
* ঝাড়গ্রাম – কুন্নুর হেমব্রম
* বর্ধমান পূর্ব – পরেশ দাস
*জঙ্গিপুর- মাফুজা খাতুন
*দার্জিলিং- রাজু বিস্ত