General Election 2019: আসন্ন লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করে বড় চমক দিল কংগ্রেস। মঙ্গলবার ইস্তেহার প্রকাশের শুরুতে মোদীকে নিশানা করে রাহুল বলেন, ‘‘আমরা এমন ইস্তেহার বানিয়েছি, যেখানে কোনও মিথ্যে কথা বলা হয়নি। গত ৫ বছরে এমন অনেক কথা (মিথ্যা) শুনেছে দেশ।’’ এদিন কর্মসংস্থানে জোর দিয়ে লক্ষাধিক সরকারি শূন্যপদ পূরণের আশ্বাস দেওয়ার পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়ানোর বিশেষ বার্তা দিয়েছেন সোনিয়া-পুত্র। রাহুলের প্রতিশ্রুতি, ‘‘ঋণ শোধ করতে না পারলে, কৃষকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে না।’’ অন্যদিকে, অতীতে যেমন রেল বাজেটের চল ছিল, ঠিক সেই কায়দায় পৃথক কৃষক বাজেটের প্রতিশ্রুতি দিয়েছেন রাগা। তবে এদিন রাহুল গান্ধীর সব থেকে বড় ঘোষণা, ১৫০ দিনের কাজ। কংগ্রেস ক্ষমতায় এলে সাবেক ১০০ দিনের কাজ ১৫০ দিনের করার প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সভাপতি।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
একনজরে জেনে নিন, লোকসভা নির্বাচনে কংগ্রেসের ইস্তেহারে কী কী প্রতিশ্রুতি দেওয়া হল-
* মনরেগা ১০০ দিনের বদলে হবে ১৫০ দিনের
* রেল বাজেটের মতো পৃথক কৃষি বাজেট
আরও পড়ুন, Lok Sabha Election 2019: তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে কী প্রতিশ্রুতি দিলেন মমতা?
একনজরে কংগ্রেসের ইস্তেহারে উল্লেখযোগ্য প্রতিশ্রতি।
অলঙ্করণ: ইন্ডিয়ান এক্সপ্রেস।
* ঋণ শোধ করতে না পারলে কৃষকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়
* ক্ষমতায় ফিরলে ২২ লক্ষ সরকারি শূন্যপদ পূরণ করা হবে
* নতুন শিল্পে জোর দেওয়া হবে
* দেশের ২০ শতাংশ দরিদ্রতম পরিবার পিছু বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে
* জিডিপি-র ৬ শতাংশ শিক্ষাখাতে খরচ করা হবে
* গ্রাম পঞ্চায়েতে ১০ লক্ষ যুবককে চাকরি দেওয়া হবে