Advertisment

Lok Sabha Election 2019: বাংলায় আরও ২৫ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

General Election 2019: পশ্চিমবঙ্গের আরও ২৫টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। এর আগে প্রথম দফায় ১১টি আসনে কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
somen mitra, সোমেন মিত্র

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

Lok Sabha Election 2019: লোকসভা নির্বাচনে বাংলায় দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস।সোমবার পশ্চিমবঙ্গে আরও ২৫টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। এর আগে প্রথম দফায় ১১টি আসনে কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। একনজরে জেনে নিন হাত প্রতীকে কারা লড়ছেন,

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

* রানাঘাট- মিনতি বিশ্বাস

* বনগাঁ- সৌরভ প্রসাদ

* হাওড়া- শুভ্রা ঘোষ

* উলুবেড়িয়া- সোমা রানিশ্রী রায়

* ডায়মন্ড হারবার- সৌম্য আইচ রায়

* বর্ধমান-দুর্গাপুর- রণজিৎ মুখোপাধ্যায়

* পুরুলিয়া- নেপাল মাহাত

* কাঁথি- দীপক কুমার দাস

* বাঁকুড়া- প্রার্থী দেবে না কংগ্রেস

* বোলপুর- অভিজিৎ সাহা

*কৃষ্ণনগর – ইন্তাজ আলি শাহ

* কলকাতা দক্ষিণ- মিতা চক্রবর্তী

* কলকাতা উত্তর – এখনও প্রার্থী দেয়নি

* যাদবপুর- প্রার্থী দেবে না কংগ্রেস

* দমদম- সৌরভ সাহা

* বসিরহাট- কাজি আব্দুর রহিম

* বারাসত- সুব্রতা দত্ত

* হুগলি- প্রতুল সাহা

* মেদিনীপুর- শম্ভুনাথ চট্টোপাধ্যায়

* বীরভূম – ইমাম হোসেন

* আরামবাগ – জ্যোতি দাস

* জয়নগর - তপন মণ্ডল

* শ্রীরামপুর- দেবব্রত বিশ্বাস

* বারাকপুর- মহম্মদ আলম

* মথুরাপুর- কৃত্তিবাস সর্দার

* বিষ্ণুপুর- নারায়ণ চন্দ্র খাঁ

* ঝাড়গ্রাম –জগেশ্বর হেমব্রম

* বর্ধমান পূর্ব – সিদ্ধার্থ মজুমদার

বাকি ১১ আসনে কংগ্রেস প্রার্থী কারা? জেনে নিন একনজরে...

* কোচবিহার – প্রিয়া রায়চৌধুরী
* আলিপুরদুয়ার – মোহনলাল বসুমাতা
* জলপাইগুড়ি – মণি কুমার দারনাল
* দার্জিলিং – শঙ্কর মালাকার
* রায়গঞ্জ – দীপা দাশমুন্সী
* বালুরঘাট – সাদিক সরকার
* মালদহ উত্তর – ঈশা খান চৌধুরী
* মালদহ দক্ষিণ – আবু হাসেম খান চৌধুরী
* জঙ্গিপুর – অভিজিৎ মুখোপাধ্যায়
* মুর্শিদাবাদ – আবু হেনা
* বহরমপুর – অধীর চৌধুরী

CONGRESS lok sabha 2019 General Election 2019
Advertisment