Advertisment

Lok Sabha Election 2019: ‘শুকনো লাঠি কেটে রেখেছি, পিঠে পড়লে হাসপাতালে যেতে হবে’

Lok Sabha Election 2019: দিলীপ বলেন, ‘‘যাঁরা ভোট লুঠ করতে আসবেন, ভয় দেখাতে আসবেন, তাঁরা পিঠে সরষের তেল মাখিয়ে আসবেন। আমরা শুকনো লাঠি কেটে রেখেছি, বাঁশের লাঠি। পিঠে পড়লে হাসপাতালে যেতে হবে।’’

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh, দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ। ছবি: ফেসবুক।

General Election 2019: ভোটের বাংলায় রাজনৈতিক নেতাদের হুঙ্কার যেন কিছুতেই থামছে না। আবারও হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভোট লুঠ রুখতে এবার দলীয় কর্মীদের লাঠি হাতে তুলে নেওয়ার নিদান দিলেন দিলীপ। এক নির্বাচনী সভায় দলীয় কর্মীদের উদ্দেশে দিলীপের হুঙ্কার, ‘‘কেউ চোখ দেখালে চোখ দেখান, কেউ লাঠি দেখালে লাঠি দেখান।’’ পাশাপাশি বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে নিশানা করতে দিয়ে দিলীপের মন্তব্য, ‘‘স্নো পাউডার মেখে আসবেন আর হাত নেড়ে চলে যাবেন, হবে না।’’ দিলীপের ‘স্নো পাউডার’ মন্তব্যের পাল্টা শতাব্দী বললেন, ‘‘ওঁদেরকেই বলুন স্নো-পাউডার মাখতে...।’’

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ? মেদিনীপুরের বিজেপি প্রার্থী বলেন, ‘‘কেউ চোখ দেখালে চোখ দেখান, কেউ লাঠি দেখালে লাঠি দেখান।’’ এরপরই বিজেপি রাজ্য সভাপতির হুঁশিয়ারি, ‘‘যাঁরা ভোট লুঠ করতে আসবেন, ভয় দেখাতে আসবেন, তাঁরা পিঠে সরষের তেল মাখিয়ে আসবেন। আমরা শুকনো লাঠি কেটে রেখেছি, বাঁশের লাঠি। পিঠে পড়লে হাসপাতালে যেতে হবে।’’

আরও পড়ুন: ‘সুন্দর চেহারা দেখে কেউ ভোট দেবে না’, সন্ধ্যা-মুনমুনকে কটাক্ষ দিলীপের

প্রসঙ্গত, এর আগেও বহুবার বেফাঁস কথা বলে বিতর্কে জড়িয়েছেন দিলীপ। ক’দিন আগেই রামনবমীর উদযাপনে গদা হাতে দেখা গিয়েছিল দিলীপকে। গদা হাতে রামনবমী পালন নিয়ে দিলীপকে নাম না করে নিশানা করে মমতা বলেন, ‘‘গদা নিয়ে কার মাথা ফাটাবেন?’’ তৃণমূলনেত্রীকে জবাব দিতে গিয়ে দিলীপ বলেন, ‘‘গদা দিয়ে মাথাই ফাটাব।’’

অন্যদিকে, বীরভূমের এক সভায় তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে তীব্র ভাষায় কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ বলেন, ‘‘আমাদের পুরনো নেতা দুধকুমারকে(বীরভূমের বিজেপি প্রার্থী) এখানে দাঁড় করিয়েছি। গরিব মানুষের পাশে থেকে লড়তে হবে। স্নো-পাউডার মেখে আসবেন আর হাত নেড়ে চলে যাবেন , হবে না।’’ দিলীপের মন্তব্যের পাল্টা হিসেবে তৃণমূল প্রার্থী তথা টলিউড অভিনেত্রী শতাব্দী রায় বলেন, ‘‘এসব কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না। বোকাবোকা কথা...কাজ না করলে শুধু স্নো-পাউডার মেখে হাত নেড়ে ভোট দেয় না মানুষ। ওঁদেরকেও বলুন, একটু স্নো-পাউডার মাখতে, তাতে যদি আমাজের কাছাকাছি পৌঁছোতে পারেন।’’

tmc bjp dilip ghosh lok sabha 2019 satabdi roy General Election 2019
Advertisment