Google Doodle Encourages Indians to Vote: রবিবার, ১৯ মে সপ্তম তথা শেষ দফার ভোট। যারা ভোটার তালিকায় নতুন অর্থাৎ প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন, তাঁদের নিশ্চয় ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে মনে প্রশ্ন জেগেছে। তাছাড়া শুধু নতুন ভোটাররাই নয়, পুরানো ভোটারদের মনেও এবার ভিভিপ্যাট নিয়ে একরাশ প্রশ্ন। কারণ, এবারই মোটের উপর প্রথম ভিভিপ্যাট দেখছে বঙ্গবাসী। তাই অনেকের মনেই প্রশ্ন, এত আদব কায়দায় মোড়া ইভিএম মেশিনে ভোট দেব কেমন করে? প্রত্যেক দফার মতোই এবারও এই প্রশ্নের উত্তর নিয়ে সকাল সকাল হাজির হয়েছে গুগল ডুডল।
ভোট দিতে ভোটার কার্ড অপরিহার্য নয়। কিন্তু ভোটার তালিকায় নাম থাকা আবশ্যিক। কার্ড হাতে থাকলেও তালিকায় নাম ভ্যানিশ হলে ভোট দিতে পারবেন না আপনি। সাধারণত, ভোটের মুখে বিভিন্ন রাজনৈতিক দল বাড়ি গিয়ে ভোটার স্লিপ পৌঁছে দিয়ে আসে। তখনই জানা যায়, তালিকায় নাম আছে কি না! আর যদি তালিকায় নাম থাকে, তাহলে নির্দিষ্ট পরিচয়পত্র নিয়ে আপনি ভোটকেন্দ্রে যেতে পারবেন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
ভোট দেওয়ার জন্য প্রয়োজনীয় কিছু তথ্য মনে রাখা জরুরি। পোলিং বুথ ও পছন্দের প্রার্থীর নাম, নির্বাচনের তারিখ এবং সময় জেনে নেওয়ার পাশাপাশি সঙ্গে রাখতে হবে পরিচয় পত্র।
How to Vote, ভোট দানের পদ্ধতি:
১) ভোটকেন্দ্রে উপস্থিত পোলিং অফিসার প্রথমে ভোটার তালিকার নামের সঙ্গে আপনার পরিচয় পত্রের নাম মিলিয়ে নেবেন।
২) এরপর আপনার আঙুলে কালি লাগিয়ে আপনাকে একটি স্লিপ দেওয়া হবে এবং রেজিস্টারে সই (অথবা আঙ্গুলের ছাপ) করার জন্য অনুরোধ করা হবে।
৩) সই করার পর তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে স্লিপটা জমা দিয়ে কালি দেওয়া আঙুল দেখাতে হবে, তারপর আপনাকে ইভিএম মেশিনের দিকে যাওয়ার নির্দেশ দেবে।
৪) তিনদিক ঘেরা ইভিএম মেশিনে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য পাশের বোতামে চাপ দেবেন। 'বিপ' শব্দ হলে বুঝতে পারবেন ভোট দেওয়া সম্পন্ন হয়েছে।
৫) একইসঙ্গে দেখতে পাবেন, পাশে থাকা ভিভিপ্যাট মেশিনের উইনডোতে প্রার্থীর নম্বর, দলের নাম এবং চিহ্ন-সহ একটি স্লিপ দেখা যাবে। মূলত সাত সেকেন্ডর জন্য স্লিপট দেখা যাবে, তারপর ভিভিপ্যাট বাক্সে তা জমা পড়ে যাবে।
৬) আপনার যদি কোনো প্রার্থীকেই পছন্দ না হয় সেক্ষেত্রে 'নোটা' (NOTA, None of the Above)-তে ভোট দান করতে পারেন। ইভিএম মেশিনের শেষ অপশনে নোটা থাকবে।
৭) ভোট কেন্দ্রে ফোন, ক্যামেরা-সহ কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে ঢোকা যাবে না।
নির্বাচন সংক্রান্ত অধিক তথ্যের প্রয়োজনে ভোটার গাইড http://ecisveep.nic.in/ লিঙ্কে ক্লিক করুন। এছাড়া রয়েছে ভোটার হেল্প লাইন ১৯৫০ নম্বরও। কল করার সময় প্রথমে আপনার এসটিডি কোডটি ডায়াল করুন। এ বিষয়ে আপনি এসএমএস-ও করতে পারেন। SMS space লিখে পাঠিয়ে দিন ১৯৫০এ (EPIC আপনার ভোটার আইডি কার্ডের নম্বর)। এছাড়া ভোটার হেল্পলাইন অ্যাপটিও ডাউনলোড করতে পারেন।