Advertisment

চিটফান্ডের জমিতে জনসভা করছেন মোদী, বিস্ফোরক মমতা

"আমার কাছে সব ডকুমেন্ট আছে। তার সব প্রমাণ লোকাল পুলিশের হাতে তুলে দেবো। আমি কালকেই জানতে পেরেছি এটা," তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

সপ্তম দফার ভোটের আগে বৃহস্পতিবার মথুরাপুরের জনসভা থেকে চিটফান্ড কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, "প্রধানমন্ত্রী জনসভা করছেন যে মাঠে, খবর নিয়ে দেখে আসুন, তার মালিক কপিল মন্ডল মাইক্রোফিনান্স করে কোনও লাইসেন্স ছাড়াই। আমার কাছে সব ডকুমেন্ট আছে। তার সব প্রমাণ লোকাল পুলিশের হাতে তুলে দেবো। আমি কালকেই জানতে পেরেছি এটা। এই কপিল মন্ডল নিজে টাকা তুলছে আর বিজেপির হাতে সেগুলো তুলে দিচ্ছে।"

Advertisment

এদিন তীব্র ব্যঙ্গের সুরে মোদীকে উদ্দেশ্য করে মমতা বলেন, "নারদা-সারদা-বড়দা, এই ভাবেই আপনারা তৈরি করেন এদের। যে মাটিতে দাঁড়িয়ে আপনি ভোট চাইবেন সেটা চিটফান্ডের মালিকের জমি, আপনার লজ্জা হওয়া উচিত নরেন্দ্র মোদী।"

উল্লেখ্য, লোকসভা নির্বাচন প্রচারের প্রথম দিন থেকেই বাংলায় সারদা, নারদা, চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে গিয়েছেন মোদী-অমিত শাহরা। এদিন 'চিটফান্ডের জমিতে সভা করছেন মোদী' এই মর্মে তাঁর প্রতি আক্রমণের ধারা বজায় রাখলেন তৃণমূল নেত্রী।

মোদীর সভা নিয়ে ভাষণ দেওয়া ছাড়াও ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ করে বৃহস্পতিবার টুইট করেন মমতা। টুইটের মূল বক্তব্য: বিদ্যাসাগরের মূর্তি ভাঙা কোনও আকস্মিক ঘটনা নয়, বিজেপির ইতিহাস রয়েছে মূর্তি ভাঙার।

General Election 2019
Advertisment