General Election 2019: উনিশের নির্বাচনের মুখে ‘হাত’ বদল করে মালদার রাজনীতির পাশা উল্টে দিয়েছেন মৌসম বেনজির নুর। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বঙ্গ রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি করেছেন প্রয়াত কিংবদন্তি কংগ্রেস নেতা গণিখান চৌধুরীর ভাগ্নি। মৌসমকে দলে নিয়ে এবার লোকসভা নির্বাচনে প্রার্থী করে মালদায় কংগ্রেসের দীর্ঘদিনের শক্ত ভিতকে নড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহে ভোটপ্রচারে এসে কংগ্রেসের একসময়ের ‘ঘরের মেয়ে’ মৌসমের কংগ্রেস ত্যাগের সঙ্গে নিজের কংগ্রেস ছাড়ার যোগসূত্র তৈরি করলেন মমতা। মালদার সভায় মমতা বললেন, ‘‘মৌসমও কংগ্রেস করত, আমিও করতাম। আমি কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরি করে সিপিএম-কে হঠিয়েছি। ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বিজেপি হঠাবে।’’
আরও পড়ুন: জঙ্গিপুর-বহরমপুরে কংগ্রেসের হয়ে প্রচার করছে আরএসএস-বিজেপি: মমতা
মালদা উত্তরের তৃণমূল প্রার্থী মৌসম নুরকে এদিন ‘ভালো মেয়ে’ বলেও মন্তব্য করেছেন দলনেত্রী। মমতা বলেন, ‘‘আমিও কংগ্রেস ছেড়ে চলে এসেছিলাম। ১৯৯৮ সালে তৃণমূল দল করেছিলাম। কেন জানেন, আমাদের কর্মীরা মারা যেত, ওরা সিপিএমের সঙ্গে বন্ধুত্ব করত। দিনে কংগ্রেস, রাতে সিপিএম। বাইরে সবুজ, ভিতরটা লাল। তৃণমূল না তৈরি করলে সিপিএমকে হঠানো যেত না বাংলায়।’’ এরপরই মৌসমের হাত ধরে মমতা বলেন, ‘‘মৌসমও কংগ্রেস করত, আমিও করতাম। আমি কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরি করে সিপিএম হঠিয়েছি। ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বিজেপি হঠাবে। ও জানে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়তে পারে না। ও যে এতবড় সিদ্ধান্ত নিল, সেজন্য আমরা ওকে অভিনন্দন জানাই।’’ মমতা আরও বলেন, ‘‘মৌসম ভাল মেয়ে। অনেকে উল্টোপাল্টা বলছেন।’’
আরও পড়ুন: মৌসম বদল, হাত ছেড়ে জোড়াফুলে গণিখানের ভাগনি
উল্লেখ্য, দলবদল নিয়ে মৌসমের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কংগ্রেসিরা। মৌসম ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন বলে সরব হয়েছেন কংগ্রেসের অনেক নেতাই। অন্যদিকে, মালদা উত্তরে মৌসমের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটে লড়ছেন তাঁরই দাদা ঈশা খান চৌধুরী।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন মৌসম নুর। তাঁর দলবদল প্রসঙ্গে গণিখানের ভাগ্নি বলেন, মোদী তথা বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ের প্রকৃত মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ই। তাঁর ডাকে সাড়া দিয়েই ব্রিগেডে এসেছিলেন সারা ভারতের বিরোধী নেতৃত্ব। তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনী লড়াইয়ে বিজেপি-কে ‘এক ইঞ্চি’ জমিও ছাড়বেন না। তবে, রাজনৈতিক মহলের মতে, মালদা উত্তর আসন থেকে জয় নিশ্চিত করতেই মৌসমের এই দল বদল।
Get all the Latest Bengali News and Election 2021 News in Bengali at Indian Express Bangla. You can also catch all the latest General Election 2019 Schedule by following us on Twitter and Facebook
Web Title:
রাগ, অভিমান ভুলে রাজীব-লক্ষ্মীরতন-বৈশালীকে একসঙ্গে লড়াইয়ের বার্তা প্রসূনের
টিকা নিয়েও রাজনীতি! বর্ধমানে ভ্যাকসিন নিলেন তৃণমূল বিধায়করা, তুঙ্গে বিতর্ক
শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ বন্ধ, তার মাঝেই 'মনের বান্ধবী'র সঙ্গে ছবি পোস্ট রোশনের
"স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইতিহাস রাহুল গান্ধীকে স্মরণ করবে"
ফাইজারের করোনা টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যু, চাঞ্চল্য নরওয়েতে