Advertisment

Lok Sabha Election 2019: মমতাদি আমাকেও ধোঁকা দিয়েছেন: মোদী

Lok Sabha Election 2019: মমতাকে নিশানা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘আমিও ধোঁকা খেয়েছি। ওঁকে ভুল চিনেছিলাম।আমিও ভুল করেছি।’’

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, modi, loksabha election 2019, মোদী, মমতা, লোকসভা নির্বাচন ২০১৯

মমতা ও মোদী।

General Election 2019: লোকসভা নির্বাচনের মরশুমে আবারও বাংলায় ভোটপ্রচারে এসে মমতাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় দফার লোকসভা ভোটের প্রচারে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের সভায় মোদী বলেন, ‘‘গত দু’দফার ভোটের রিপোর্ট দেখে স্পিড-ব্রেকার দিদির ঘুম উড়ে গিয়েছে।’’ এদিনের সভায় মোদী আরও বলেন, ‘‘মমতা মানুষকে ধোঁকা দিয়েছেন।’’এরপরই মোদী আক্ষেপের সুরে বলেন, ‘‘আমিও ধোঁকা খেয়েছি। ওঁকে ভুল চিনেছিলাম। আমিও ভুল করেছি।’’ পাশাপাশি সারদা-নারদ প্রসঙ্গ টেনে যেমন এদিন তৃণমূলনেত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন নমো, তেমনই তৃণমূলের প্রচারে বাংলাদেশি অভিনেতাদের উপস্থিতি নিয়েও সুর চড়িয়েছেন।

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

শনিবার মমতাকে বিঁধে মোদী বলেন, ‘‘আপনারা মমতাদিকে বিশ্বাস করেছিলেন। কিন্তু উনি মা-মাটি-মানুষের নামে আপনাদের ধোঁকা দিয়েছেন। আমিও ধোঁকা খেয়েছি। আমিও প্রথমে ওঁকে বিশ্বাস করেছিলাম। ওঁকে যখন টিভিতে দেখতাম, তখন ভাবতাম উনি সততার প্রতীক। বামেদের সঙ্গে লড়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর ওঁকে চিনলাম ভাল করে। তখন বুঝলাম, যে ওঁকে চিনতে ভুল করেছিলাম। আমার মতো মানুষ ওঁকে চিনতে ভুল করেছে। বাংলার মানুষ তো ভুল চিনবেনই।’’ মমতাকে নিশানা করে নমোর আক্রমণ, ‘‘মমতা যা রাজ্যে করেছেন, তা ইতিহাস, ভবিষ্যৎ কখনও মাফ করবে না।’’ সভায় আসা বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশে মোদীর প্রশ্ন, ‘‘স্পিড-ব্রেকার দিদি কি শাস্তি পাবে?’’

আরও পড়ুন: West Bengal Lok Sabha Elections 2019 LIVE Updates: স্পিড-ব্রেকার দিদির ঘুম উড়ে গিয়েছে: মোদী

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মোদী বলেছেন, ‘‘বুয়া-ভাতিজা মিলে বাংলার সংস্কৃতির বদনাম করেছেন।’’ সারদা-নারদ কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে এদিনও সুর চড়িয়েছেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘‘তৃণমূলে জগাই-মাধাই রয়েছেন। মমতাদি দুর্নীতিগ্রস্তদের সঙ্গ দিয়েছেন। উনি পরে টের পাবেন। চিটফান্ড দুর্নীতিতে প্রত্যেক অভিযুক্তকে গরিবের চোখের জলের হিসেব দিতে হবেই।’’

আরও পড়ুন: বহরমপুরে কংগ্রেসকে তৈরি করেছি আমি: মমতা

অন্যদিকে, তৃণমূলের প্রচারে বাংলাদেশি অভিনেতা ফিরদৌস ও গাজি নুরের উপস্থিতি নিয়ে এদিন সরব হন নমো। তিনি বলেন, ‘‘এরকম কখনও আগে হয়নি দেশে, যে দেশের নির্বাচনে বাইরের দেশের লোকেরা প্রচার করবেন।’’ এদিকে, পুরুলিয়া বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনা প্রসঙ্গ টেনে মোদী বলেন, ‘‘পুরুলিয়ায় আমাদের আরও এক কর্মীকে খুন করা হয়েছে। বাংলায় বিজেপি কর্মীদের উপর যে অত্যাচার হয়েছে, তার পুরো বিচার করা হবে। বাংলায় যাঁরা হিংসা করেছে,তাঁরা সাজা পাবেনই। কঠোর সাজা দেওয়া হবে।’’

রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে এদিন মমতাকে দুষে মোদী বলেন, ‘‘মমতাদি গুন্ডাদের টাকা দিতে পারেন। কিন্তু রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ দিতে ওঁর পয়সা থাকে না। ত্রিপুরায় পে কমিশন লাগু হয়েছে। বাংলায় হয়নি।’’

PM Narendra Modi Mamata Banerjee lok sabha 2019 General Election 2019
Advertisment