General Election 2019: ভোটের বাজারে তিনি না থেকেও আছেন। বরং বারবার তিনি ঘুরে ফিরে আসছেন। কখনও নির্বাচনী প্রচারে তাঁর নাম উঠছে তো কখনও প্রার্থীর পোস্টারে তাঁর সেই মায়াবী হাসি মুখ ধরা দিচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনে বঙ্গ রাজনীতিতে না চাইতেই যেন ঢুকে পড়েছেন বাঙালির চিরকালীন আবেগ সুচিত্রা সেন। মহানায়িকার নাম করে ভোট চেয়ে বিতর্কে জড়িয়েছিলেন সুচিত্রা কন্যা তথা এবার আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন। এবার মহানায়িকার জন্মদিনে মায়ের নাম করে ভোট চাইলেন মুনমুন। আসানসোল কেন্দ্রে একটি সভায় মুনমুন বলেছেন, "আমার মায়ের আত্মার শান্তির জন্য তৃণমূলকে ভোট দিন।"
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
ঠিক কী বলেছেন মুনমুন? আসানসোল এলাকায় একটি সভায় বাঁকুড়ার বিদায়ী তৃণমূল সাংসদ বলেছেন, "আজ আমার মায়ের জন্মদিন। ঘরে না গিয়ে তোমাদের কাছে এসেছি। তোমরা বলো, যে তৃণমূলকে একটা ভোট দেবে? আজকের দিনে আমাকে খুশি করে দাও। আমি তোমাদের জন্য থেকেছি। বলো, জোড়াফুলে ভোট দেবে?" এরপরই মুনমুন বলেন, "আমার মায়ের আত্মার শান্তির জন্য ভোট দিন, যে তার মেয়ে এসেছে। তার নাম রাখার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রাখার জন্য ভোট দিন।"
আরও পড়ুন: Lok Sabha Election 2019: ‘নকুলদানা শুকনো, মিহিদানা রসালো’, মিহিদানা বিলি করে বললেন অনুপম
সুচিত্রা সেনের নামে ভোট চাওয়ার পাশাপাশি এদিন আরও চাঞ্চল্যকর মন্তব্য করেছেন আসানসোলের তৃণমূল প্রার্থী। মুনমুন বলেছেন, "আমার যা টাকা সব তোমাদের জন্য, তোমাদের কাজের জন্য, বিশ্বাস করো।"
প্রসঙ্গত, আসানসোলের প্রার্থী হওয়ার পর প্রথম কর্মীসভাতে গিয়েও সুচিত্রা সেনের নাম করে ভোট চেয়ে মন্তব্য করেছিলেন মুনমুন। সে সময় টলিউডের অভিনেত্রী বলেছিলেন, "আমার মাকে ভালোবাসো, আমাকেও ভালাবাসো। আমার মেয়েরাও আসবে, ওরা ফিল্মস্টার হিসেবে আসবে না প্রচারে, সুচিত্রা সেনের নাম রাখার জন্য আসবে।"
সুচিত্রা সেনের নাম করে মুনমুন সেনের এহেন ভোট প্রচারকে তীব্র কটাক্ষ করতে আসরে নামেন তাঁর বিপক্ষের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। মুনমুনের মন্তব্যের প্রেক্ষিতে এদিনও সরব হয়েছেন আসানসোলের বিজেপি প্রার্থী। টুইটারে স্মাইলি দিয়ে বাবুলের কটাক্ষ, "দেখো কাণ্ড"।