General Election 2019: ভোটের বাংলায় রহস্যজনক ভাবে নিখোঁজ হলেন নোডাল অফিসার। নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়ের অন্তর্ধান ঘিরে বাড়ছে রহস্য। বৃহস্পতিবার দুপুরের পর থেকে ওই নোডাল অফিসারের আর কোনও খোঁজ মিলছে না। নদিয়া জেলার সব ইভিএমের দায়িত্বে রয়েছেন অর্ণব। ইতিমধ্যেই এ ঘটনায় বৃহস্পতিবার মাঝরাতে জেলা প্রশাসনের তরফে কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। নদিয়া জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, বিপ্রদাস পলিটেকনিক কলেজে ভোটের ডিউটিতে রয়েছেন অর্ণব। ওই কলেজেই ইভিএম রাখা হয়েছে। ইভিএমের দায়িত্বে থাকার জন্য গতকাল সকালে জেলা প্রশাসনের দেওয়া গাড়িতে চড়ে কলেজে আসেন অর্ণব। দুপুরে খাওয়ার পরই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান তিনি। গাড়িটি যথাস্থানে রয়েছে। অর্ণব কোথায় গেলেন, এ প্রশ্নের কোনও জবাব দিতে পারেন নি গাড়ি চালক। তা সত্ত্বেও অর্ণবের গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুন: ফের উত্তপ্ত চোপড়া, তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্র
এদিকে, বৃহস্পতিবার দুপুরের পর থেকে ওই নোডাল অফিসারের দুটি মোবাইল ফোনই সুইচড অফ। অর্ণব রায়ের নিখোঁজ হওয়া নিয়ে গতকাল দফায় দফায় বৈঠক করেন জেলা প্রশাসনের কর্তারা। শেষে মাঝরাতে অর্ণবের স্ত্রীকে সঙ্গে নিয়ে কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে নদিয়া জেলা প্রশাসন। উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল, চতুর্থ দফার লোকসভা নির্বাচন কৃষ্ণনগর কেন্দ্রে। ভোটের ১১ দিন আগে ইভিএমের দায়িত্বে থাকা নোডাল অফিসারের হঠাৎ উধাও হয়ে যাওয়া নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। নিখোঁজ নোডাল অফিসারের খোঁজে তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।