West Bengali Election 2019 Polling: দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে অশান্তি ছড়াল বাংলায়। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তাল চোপড়া। প্রথমে ৩১নং জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়দের একাংশ। পরে অবরোধ তোলেন স্থানীয়রা। ভোট দেওয়ার জন্য গ্রামবাসীদের নিয়ে বুথের দিকে রওনা দেয় পুলিশ। ‘‘কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট দেব না’’, কার্যত এমন দাবিই তোলেন স্থানীয়দের একাংশ। বারবার অনুরোধ করা সত্ত্বেও ভোট দিতে যেতে চান না গ্রামবাসীদের একাংশ। পুলিশের সঙ্গে তাঁদের হাতাহাতিও বাধে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। স্থানীদের তৎপরতায় এক তৃণমূল কর্মীকে পাকড়াও করে পুলিশ। ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধেই ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। এদিকে, এ ঘটনার পর আচমকাই পুলিশের উপর হামলা চালাতে শুরু করেন গ্রামবাসীদের একাংশ। বোমাবাজিরও অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের হঠাতে তাঁদের উপর লাঠিচার্জ চালায় পুলিশ, কাঁদানে গ্যাসও ছোড়া হয়।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
অন্যদিকে, রায়গঞ্জের বাম প্রার্থী মহম্মদ সেলিমের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। সেইসঙ্গে ভোটের বাংলায় গাছে ঝুলন্ত অবস্থায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায়। এদিকে, সামসির সভায় এনআরসি নিয়ে মোদীবাহিনীর বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে মমতা বলেছেন, এনআরসির পাল্টা এনবিসি করব, এনবিসি মানে, ন্যাশনাল বিদায় সার্টিফিকেট।
কে কোথায় প্রার্থী? রায়গঞ্জ: তৃণমূল প্রার্থী- কানহাইয়ালাল আগরওয়াল, বিজেপি প্রার্থী- দেবশ্রী চৌধুরী, বাম প্রার্থী- মহম্মদ সেলিম, কংগ্রেস প্রার্থী- দীপা দাশমুন্সী। জলপাইগুড়ি: তৃণমূল প্রার্থী- বিজয়চন্দ্র বর্মণ, বিজেপি প্রার্থী- জয়ন্ত রায়, বাম প্রার্থী- ভগীরথ রায়, কংগ্রেস প্রার্থী-মণিকুমার দারনাল। দার্জিলিং: তৃণমূল প্রার্থী- অমর সিং রাই, বিজেপি প্রার্থী- রাজু বিস্ত, বাম প্রার্থী- সমন পাঠক, কংগ্রেস প্রার্থী- শংকর মালাকার।
Live Blog
Live Lok Sabha Election 2019 Polling in Jalpaiguri, Darjeeling, and Raiganj: দ্বিতীয় দফায় আজ বাংলার তিন কেন্দ্র জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জে ভোটগ্রহণ হল। লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:
চোপড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে ভাঙল ইভিএম। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।
West Bengal: An EVM was vandalized during a clash between TMC and BJP workers in Chopra; More details awaited. #LokSabhaElections2019 pic.twitter.com/pjuEaSuD0p
— ANI (@ANI) April 18, 2019
অবশেষে চোপড়ার সেই বুথে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। সকালে গ্রামবাসীদের একাংশকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে ওই এলাকা। কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে ভোট দেওয়ার দাবি জানান তাঁরা। পরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে গ্রামবাসীদের একাংশের। বোমাবাজি চলে এলাকায়। পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাস।
Karnataka: Former CM Siddaramaiah and his son Yathindra Siddaramaiah
cast their votes at a polling booth in Mysuru. #LokSabhaElections2019 pic.twitter.com/wxpS2pQaEr— ANI (@ANI) April 18, 2019
ভোটের বাংলায় পুরুলিয়ায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুরুলিয়ার আড়ষা এলাকায় গাছে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। নিহত ২২ বছর বয়সী বিজেপি যুব মোর্চার সদস্য শিশুপাল সহিস। ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।
West Bengal: A 22-year-old BJP Yuva Morcha member Sisupal Sahis was found hanging from a tree in Senabana village of Arsha (Purulia) today. Police have started an investigation.
— ANI (@ANI) April 18, 2019
Farooq Abdullah & Omar Abdullah cast their votes at a polling station in Munshi Bagh Area in Srinagar LS constituency. O Abdullah says, "Now that LS polls are due to conclude, we can only hope that Centre together with EC gives people of J&K an elected govt which is their right." pic.twitter.com/BkoMsBe9JE
— ANI (@ANI) April 18, 2019
ইসলামপুরে মহম্মদ সেলিমের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ। প্রাণ বাঁচাতে কোনওরকমে গাড়ি নিয়ে পালিয়ে যান চালক। এ ঘটনার জেরে বুথের ভিতরেই আটকে রায়গঞ্জের বাম প্রার্থী। বুথে বুথে ভোটপ্রক্রিয়া ঘুরে দেখানোর সময়ই সেলিমের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে।
West Bengal: CPM candidate from Raiganj Mohammad Salim's vehicle attacked in Islampur; CPM has alleged that TMC is behind the attack. #LokSabhaElections2019 pic.twitter.com/TrtdrU7sb7
— ANI (@ANI) April 18, 2019
Karnataka: Former Prime Minister and JDS leader HD Deve Gowda and his wife cast their votes at a polling station in Hassan's Paduvalahippe. #LokSabhaElections2019 pic.twitter.com/kpBBzwbU7K
— ANI (@ANI) April 18, 2019
ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তাল চোপড়া। প্রথমে ৩১নং জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়দের একাংশ। পরে অবরোধ তোলেন স্থানীয়রা। ভোট দেওয়ার জন্য গ্রামবাসীদের নিয়ে বুথের দিকে রওনা দেয় পুলিশ। ‘‘কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট দেব না’’, কার্যত এমন দাবিই তোলেন স্থানীয়দের একাংশ। বারবার অনুরোধ করা সত্ত্বেও ভোট দিতে যেতে চান না গ্রামবাসীদের একাংশ। পুলিশের সঙ্গে তাঁদের হাতাহাতিও বাধে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। স্থানীদের তৎপরতায় এক তৃণমূল কর্মীকে পাকড়াও করে পুলিশ। ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধেই ভোটদানে বাধা দেওার অভিযোগ উঠেছিল। এদিকে, এ ঘটনার পর আচমকাই পুলিশের উপর হামলা চালাতে শুরু করেন গ্রামবাসীদের একাংশ। বোমাবাজিরও অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের হঠাতে তাঁদের উপর লাঠিচার্জ চালায় পুলিশ, কাঁদানে গ্যাসও ছোড়া হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে র্যাফ।
WB: Security personnel lob tear gas shells and lathi charge locals as they block NH-34 in protest after unknown miscreants allegedly prevented them from casting their votes at Digirpar polling booth in Chopra, in Islampur subdivision of North Dinajpur. #LokSabhaElections2019 pic.twitter.com/XukT8B8Aol
— ANI (@ANI) April 18, 2019
Heading to Kolkata today for campaigning in West Bengal. Shall address public meetings in Uluberia, Malda Dakshin and Malda Uttar Loksabha constituencies. Look forward to it. @BJP4Bengal
— Chowkidar Rajnath Singh (@rajnathsingh) April 18, 2019
Jammu & Kashmir: A newly married couple arrive at a polling station in Udhampur to cast their votes for #LokSabhaElections2019 pic.twitter.com/RWTHAmAEwE
— ANI (@ANI) April 18, 2019
Tamil Nadu: DMK Lok Sabha candidate from Thoothukudi, Kanimozhi casts her vote at a polling station in Chennai's Alwarpet, says, "People in the opposition have been harassed, raids targeted at opposition candidates. BJP have completely taken over AIADMK." #LokSabhaElections2019 pic.twitter.com/tWH81q0ewR
— ANI (@ANI) April 18, 2019
Tamil Nadu: DMK Lok Sabha candidate from Thoothukudi, Kanimozhi casts her vote at a polling station in Chennai's Alwarpet, says, "People in the opposition have been harassed, raids targeted at opposition candidates. BJP have completely taken over AIADMK." #LokSabhaElections2019 pic.twitter.com/tWH81q0ewR
— ANI (@ANI) April 18, 2019
উত্তর দিনাজপুরের চোপড়ায় ভোট ঘিরে তুমুল অশান্তি বাধল। গ্রামবাসীদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। প্রতিবাদে ৩১নং জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। কয়েকজনকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। প্রায় ২০ মিনিট পর অবরোধ ওঠে। পুলিশকে ঘিরেই বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশের। ‘‘কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে ভোট দিতে চাই। পঞ্চায়েত ভোট দিতে দেয়নি আমাদের। আমরা ভোট দিতে চাই। পুলিশ কোনও সাহায্য করছে না। পুলিশের উপর ভরসা রেখে লাভ নেই’’, এমনই মন্তব্য গ্রামবাসীদের একাংশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বেঁধে যায় স্থানীয়দের একাংশের। পরে এক অভিযুক্ত তৃণমূলকর্মীকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়দের একাংশ। অন্যায় ভাবে তৃণমূলের ওই কর্মীকে পাকড়াও করেছে পুলিশ। ওই গ্রামবাসীরা বিজেপি সমর্থক, সবটাই উদ্দেশ্যপ্রণোদিত বলে পাল্টা দাবি তৃণমূলের।
भाजपा राष्ट्रीय अध्यक्ष श्री @AmitShah जी की 18 अप्रैल 2019 को छत्तीसगढ़ और महाराष्ट्र में विशाल जनसभाएं।
∙ https://t.co/vpP0MInUi4
∙ https://t.co/KrGm5idRUX
∙ https://t.co/EyN23g7lWz
∙ NaMoTV pic.twitter.com/RzLyEd7Fhj— BJP (@BJP4India) April 17, 2019
PM Shri @narendramodi will address mega rallies in Gujarat, Karnataka and Kerala on 18 April 2019. Watch at
∙ https://t.co/vpP0MInUi4
∙ https://t.co/KrGm5idRUX
∙ https://t.co/EyN23g7lWz
∙ NaMoTVDial 9345014501 to listen LIVE. pic.twitter.com/1rFajITytj
— BJP (@BJP4India) April 17, 2019
West Bengal: People queue outside a polling station in Darjeeling, to vote in #LokSabhaElections2019 pic.twitter.com/04dntABPMg
— ANI (@ANI) April 18, 2019
Maharashtra: A pregnant woman and her husband, after casting their vote at polling booth number 164 in Nehru Nagar of Solapur. #LokSabhaElections2019 pic.twitter.com/NXx0zOLcDY
— ANI (@ANI) April 18, 2019
Manipur: Governor Najma Heptulla casts her vote at a polling station in Imphal. #LokSabhaElections2019 pic.twitter.com/PQFQW9fwbt
— ANI (@ANI) April 18, 2019
#Puducherry: Lieutenant Governor Kiran Bedi stands in queue to cast her vote in #LokSabhaElections2019 pic.twitter.com/ed5MxS7aVJ
— ANI (@ANI) April 18, 2019
Tamil Nadu: Makkal Needhi Maiam chief Kamal Haasan and his daughter Shruti Haasan queue up outside polling station 27 at Alwarpet Corporation School in Chennai to cast their votes. #LokSabhaElections2019 pic.twitter.com/ufeYNJ3pdM
— ANI (@ANI) April 18, 2019
Karnataka: Defence Minister Nirmala Sitharaman arrives at polling booth 54 in Jayanagar of Bangalore South Parliamentary constituency to cast her vote. #LokSabhaElections2019 pic.twitter.com/Gyq9ywrvJR
— ANI (@ANI) April 18, 2019
Dear Citizens of India,
Phase 2 of the Lok Sabha polls start today. I am sure all those whose seats are polling today will strengthen our democracy by exercising their franchise.
I hope more youngsters head to the polling booths and vote!
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 18, 2019
Tamil Nadu: Congress leader P Chidambaram casts his vote at a polling station in Karaikudi, Sivaganga. #LokSabhaElections2019 pic.twitter.com/XUudAsurPw
— ANI (@ANI) April 18, 2019
Tamil Nadu: Actor turned politician Rajinikanth casts his vote at the polling station in Stella Maris College, in Chennai Central parliamentary constituency. #LokSabhaElections2019 pic.twitter.com/NfD3llN4J1
— ANI (@ANI) April 18, 2019
কংগ্রেসের সঙ্গে আরএসএস যোগ নিয়ে এদিন ফের মুখ খুলেছেন মমতা। তৃণমূলনেত্রী বলেন, ‘‘কয়েকজন আরএসএসের দালাল আপনাদের কংগ্রেস প্রার্থীর হয়ে টাকা বিলোচ্ছে। নজর রাখুন সবাই। জঙ্গিপুরে আরএসএস-বিজেপি কংগ্রেসকে সমর্থন দিচ্ছে, বহরমপুরেও তাই করছে। জঙ্গিপুরে কংগ্রেসের প্রার্থীর হয়ে কাজ করতে নেমেছে আরএসএস। আগে হাফ প্যান্ট পরে প্যারাড করত। এখন সবচেয়ে বড় ভোগিনী তৈরি হয়েছে এদের সমর্থন করিনা।’’
এদিকে, মোদীর বায়োপিকের পর এবার বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক ‘বাঘিনী’। মমতার বায়োপিক নিয়ে এবার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করল বিজেপি। ভোটের সময় ছবি মুক্তির আগে গোটা বিষয়টি কমিশন খতিয়ে দেখুক, এই দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল বিজেপি। কমিশনকে লেখা বিজেপির চিঠিতে বলা হয়েছে, ‘বাঘিনী’ মুক্তির কথা আগামী ৩ মে। সেসময় লোকসভা নির্বাচন চলবে।
দ্বিতীয় দফার ভোটে বিক্ষিপ্ত ঘটনা প্রথম দফার তুলনায় কম ঘটেছে বলে দাবি বিজেপির। বৃহস্পতিবার বিজেপি নেতা মুকুল বলেন, ‘‘৯৫টিআসনে ভোট হচ্ছে। কোথাও কোনও অশান্তি হচ্ছে দেখেছেন? বাংলায় লোকতন্ত্র নেই। বাংলার মুখ্যমন্ত্রী লোকতন্ত্রে বিশ্বাস করেন না। পুলিশকে নিজের দলের ক্যাডারে পরিণত করেছেন। প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় বিক্ষিপ্ত ঘটনা কম ঘটেছে। বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বিশেষ ব্যবস্থা নেওয়ার ফলে ৮০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। তা সত্ত্বেও সাংবাদিক আক্রান্ত হয়েছেন। মানুষের আত্মবিশ্বাস কোথায় গিয়ে ঠেকেছে ভাবুন, চোপড়ার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলেছেন তাঁরা। অন্য রাজ্যে তো খুন হয় না, বুথ জ্যাম হয় না, উনি তো উন্নয়নের বাহানা বইয়ে দিয়েছেন তাহলে ভয় পাচ্ছেন কেন? কারণ মমতাদি জানেন, মানুষের ভোট ব্যালট বাক্সে গেলে, ওঁকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে। ভোটের ফল ৫-০।’’ মুকুল আরও বলেন, ‘‘আমরা বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের সঙ্গে দেখা করে জানিয়েছি, প্রত্যেক বুথে আধা সেনা মোতায়েন করা হোক। পাশাপাশি পক্ষপাতদুষ্ট সব অফিসারদের অবিলম্বে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে সরানো হোক।
তৃণমূলের প্রচারে এবার ইমরান খান আসতে চলেছেন বলে মন্তব্য করেছেন মুকুল। এদিন মুকুল বলেন, ‘‘ইতিমধ্যেই দু’জন প্রচার করে গিয়েছেন। এখন তো শুনছি ইমরান খানকে প্রচারে আনছে তৃণমূল। পরবর্তী প্রচারের তালিকায় ইমরান খানের নাম রয়েছে। মুনমুন সেনের কেন্দ্রের হয়ে প্রচারে আসছেন।’’ প্রসঙ্গত, এর আগে তৃণমূলের প্রচারে বাংলাদেশি অভিনেতা ফিরদৌস ও গাজি নুরের উপস্থিতি নিয়ে বিতর্ক বেঁধেছে।
মালদহের তৃণমূল প্রার্থীদের সমর্থনে পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়।
পুরুলিয়ায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় সরব বিজেপি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুকুল বলেন, ‘‘পুরুলিয়ায় আমাদের কর্মী শিশুপাল সহিসকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে।’’
মোবাইলে কথা বলতে বলতে কালিম্পঙে ভোট দিলেন জন আন্দোলন পার্টির নেতা হরকা বাহাদুর ছেত্রী। এ ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন। সরানো হয়েছে ওই বুথের প্রিসাইডিং অফিসারকে।
বেলাকোবার ফরেস্ট রেঞ্জার সঞ্জয় দত্তকে শো-কজ করল নির্বাচন কমিশন। রেঞ্জারের থেকে জবাব তলব করেছে কমিশন। সার্ভিস রিভলভার সঙ্গে নিয়েই ভোট দেওয়ার অভিযোগ উঠেছে ওই রেঞ্জারের বিরুদ্ধে।
দুপুর ৩ট পর্যন্ত জলপাইগুড়িতে ভোট পড়েছে ৭১.৩২ শতাংশ, দার্জিলিঙে ভোট পড়েছে ৬৩.১৪ শতাংশ। রায়গঞ্জে ভোটের হার ৬১.৮৪ শতাংশ।
ভোটের বাজারে আবারও বেফাঁস কথা বলে বিতর্কে জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলকে নিশানা করতে গিয়ে এবার বিদায়ী সাংসদ সন্ধ্যা রায় ও আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ। এক নির্বাচনী সভায় দিলীপ বলেন,‘‘এখন আর কেউ সুন্দর চেহারা দেখে ভোট দেবে না।’’ একইসঙ্গে লোকসভা নির্বাচনে ফিল্মস্টারদের প্রার্থী করা নিয়ে মমতাকে বিঁধে দিলীপের মন্তব্য, ‘‘দিদিমণি প্রার্থী খুঁজে পাননি, তাই নায়িকাদের নিয়ে গেছে নাচাতে।’’ বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ‘সুন্দর চেহারা দেখে কেউ ভোট দেবে না’, সন্ধ্যা-মুনমুনকে কটাক্ষ দিলীপের
‘‘কয়েকটা লোক হিন্দু ধর্মের নামে আমাদের ধর্মকে বদনাম করছে। স্বামীজির হিন্দু ধর্মে বিশ্বাস করি। বিজেপির হিন্দু ধর্মে বিশ্বাস করিনা’’, কালিয়াচকের সভায় বিজেপিকে নিশানা মমতার।
এখনও পর্যন্ত ভোট মোটের উপর শান্তিপূর্ণ, দাবি বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের। ‘‘কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। বড় কিছু ঘটেনি। এখনও পর্যন্ত ভোট মোটের উপর শান্তিপূর্ণ’’, দাবি বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের।