Advertisment

West Bengal Election 2019 Polling: মুনমুন সেনের জন্য প্রচারে আসছেন ইমরান খান: মুকুল রায়

Lok Sabha Election in West Bengal: ‘‘এখন তো শুনছি ইমরান খানকে প্রচারে আনছে তৃণমূল। পরবর্তী প্রচারের তালিকায় ইমরান খানের নাম রয়েছে। মুনমুন সেনের কেন্দ্রের হয়ে প্রচারে আসছেন।’’

author-image
IE Bangla Web Desk
New Update
Phase 2 Election 2019 Live, Phase-II Lok Sabha Polls Live:, loksabha election 2019, moonmoon sen, imran khan, লোকসভা নির্বাচন ২০১৯, মুনমুন সেন, ইমরান খান

মুনমুন সেন ও ইমরান খান।

West Bengali Election 2019 Pollingদ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে অশান্তি ছড়াল বাংলায়। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তাল চোপড়া। প্রথমে ৩১নং জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়দের একাংশ। পরে অবরোধ তোলেন স্থানীয়রা। ভোট দেওয়ার জন্য গ্রামবাসীদের নিয়ে বুথের দিকে রওনা দেয় পুলিশ। ‘‘কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট দেব না’’, কার্যত এমন দাবিই তোলেন স্থানীয়দের একাংশ। বারবার অনুরোধ করা সত্ত্বেও ভোট দিতে যেতে চান না গ্রামবাসীদের একাংশ। পুলিশের সঙ্গে তাঁদের হাতাহাতিও বাধে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। স্থানীদের তৎপরতায় এক তৃণমূল কর্মীকে পাকড়াও করে পুলিশ। ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধেই ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। এদিকে, এ ঘটনার পর আচমকাই পুলিশের উপর হামলা চালাতে শুরু করেন গ্রামবাসীদের একাংশ। বোমাবাজিরও অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের হঠাতে তাঁদের উপর লাঠিচার্জ চালায় পুলিশ, কাঁদানে গ্যাসও ছোড়া হয়।

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

অন্যদিকে, রায়গঞ্জের বাম প্রার্থী মহম্মদ সেলিমের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। সেইসঙ্গে ভোটের বাংলায় গাছে ঝুলন্ত অবস্থায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায়। এদিকে, সামসির সভায় এনআরসি নিয়ে মোদীবাহিনীর বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে মমতা বলেছেন, এনআরসির পাল্টা এনবিসি করব, এনবিসি মানে, ন্যাশনাল বিদায় সার্টিফিকেট।

কে কোথায় প্রার্থী? রায়গঞ্জ: তৃণমূল প্রার্থী- কানহাইয়ালাল আগরওয়াল, বিজেপি প্রার্থী- দেবশ্রী চৌধুরী, বাম প্রার্থী- মহম্মদ সেলিম, কংগ্রেস প্রার্থী- দীপা দাশমুন্সী। জলপাইগুড়ি: তৃণমূল প্রার্থী- বিজয়চন্দ্র বর্মণ, বিজেপি প্রার্থী- জয়ন্ত রায়, বাম প্রার্থী- ভগীরথ রায়, কংগ্রেস প্রার্থী-মণিকুমার দারনাল। দার্জিলিং: তৃণমূল প্রার্থী- অমর সিং রাই, বিজেপি প্রার্থী- রাজু বিস্ত, বাম প্রার্থী- সমন পাঠক, কংগ্রেস প্রার্থী- শংকর মালাকার।

Live Blog

Live Lok Sabha Election 2019 Polling in Jalpaiguri, Darjeeling, and Raiganj: দ্বিতীয় দফায় আজ বাংলার তিন কেন্দ্র জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জে ভোটগ্রহণ হল। লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:














18:08 (IST)18 Apr 19





















ভোটের ফল ৫-০: মুকুল রায়

দ্বিতীয় দফার ভোটে বিক্ষিপ্ত ঘটনা প্রথম দফার তুলনায় কম ঘটেছে বলে দাবি বিজেপির। বৃহস্পতিবার বিজেপি নেতা মুকুল বলেন, ‘‘৯৫টিআসনে ভোট হচ্ছে। কোথাও কোনও অশান্তি হচ্ছে দেখেছেন? বাংলায় লোকতন্ত্র নেই। বাংলার মুখ্যমন্ত্রী লোকতন্ত্রে বিশ্বাস করেন না। পুলিশকে নিজের দলের ক্যাডারে পরিণত করেছেন। প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় বিক্ষিপ্ত ঘটনা কম ঘটেছে। বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বিশেষ ব্যবস্থা নেওয়ার ফলে ৮০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। তা সত্ত্বেও সাংবাদিক আক্রান্ত হয়েছেন। মানুষের আত্মবিশ্বাস কোথায় গিয়ে ঠেকেছে ভাবুন, চোপড়ার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলেছেন তাঁরা। অন্য রাজ্যে তো খুন হয় না, বুথ জ্যাম হয় না, উনি তো উন্নয়নের বাহানা বইয়ে দিয়েছেন তাহলে ভয় পাচ্ছেন কেন? কারণ মমতাদি জানেন, মানুষের ভোট ব্যালট বাক্সে গেলে, ওঁকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে। ভোটের ফল ৫-০।’’ মুকুল আরও বলেন, ‘‘আমরা বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের সঙ্গে দেখা করে জানিয়েছি, প্রত্যেক বুথে আধা সেনা মোতায়েন করা হোক। পাশাপাশি পক্ষপাতদুষ্ট সব অফিসারদের অবিলম্বে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে সরানো হোক।

17:50 (IST)18 Apr 19





















মুনমুন সেনের জন্য প্রচারে আসছেন ইমরান খান: মুকুল রায়

তৃণমূলের প্রচারে এবার ইমরান খান আসতে চলেছেন বলে মন্তব্য করেছেন মুকুল। এদিন মুকুল বলেন, ‘‘ইতিমধ্যেই দু’জন প্রচার করে গিয়েছেন। এখন তো শুনছি ইমরান খানকে প্রচারে আনছে তৃণমূল। পরবর্তী প্রচারের তালিকায় ইমরান খানের নাম রয়েছে। মুনমুন সেনের কেন্দ্রের হয়ে প্রচারে আসছেন।’’ প্রসঙ্গত, এর আগে তৃণমূলের প্রচারে বাংলাদেশি অভিনেতা ফিরদৌস ও গাজি নুরের উপস্থিতি নিয়ে বিতর্ক বেঁধেছে।

17:41 (IST)18 Apr 19





















মালদায় মমতার পদযাত্রা

মালদহের তৃণমূল প্রার্থীদের সমর্থনে পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়।

17:20 (IST)18 Apr 19





















পুরুলিয়ায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার, সরব বিজেপি

পুরুলিয়ায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় সরব বিজেপি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুকুল বলেন, ‘‘পুরুলিয়ায় আমাদের কর্মী শিশুপাল সহিসকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে।’’

" id="lbcontentbody">
16:30 (IST)18 Apr 19





















বিতর্কে হরকা বাহাদুর ছেত্রী

মোবাইলে কথা বলতে বলতে কালিম্পঙে ভোট দিলেন জন আন্দোলন পার্টির নেতা হরকা বাহাদুর ছেত্রী। এ ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন। সরানো হয়েছে ওই বুথের প্রিসাইডিং অফিসারকে।

publive-image

16:17 (IST)18 Apr 19





















রিভলভার নিয়ে ভোট ফরেস্ট রেঞ্জারের!

বেলাকোবার ফরেস্ট রেঞ্জার সঞ্জয় দত্তকে শো-কজ করল নির্বাচন কমিশন। রেঞ্জারের থেকে জবাব তলব করেছে কমিশন। সার্ভিস রিভলভার সঙ্গে নিয়েই ভোট দেওয়ার অভিযোগ উঠেছে ওই রেঞ্জারের বিরুদ্ধে।

16:09 (IST)18 Apr 19





















পাকুয়াহাটের সভায় মমতা
16:05 (IST)18 Apr 19





















দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার

দুপুর ৩ট পর্যন্ত জলপাইগুড়িতে ভোট পড়েছে ৭১.৩২ শতাংশ, দার্জিলিঙে ভোট পড়েছে ৬৩.১৪ শতাংশ। রায়গঞ্জে ভোটের হার ৬১.৮৪ শতাংশ।

16:01 (IST)18 Apr 19





















ইম্ফলে ভোটের ছবি

15:56 (IST)18 Apr 19





















আসামের একটি বুথে ভোটারদের লম্বা লাইন

" id="lbcontentbody">
15:48 (IST)18 Apr 19





















সন্ধ্যা রায়-মুনমুন সেনকে কটাক্ষ দিলীপ ঘোষের

ভোটের বাজারে আবারও বেফাঁস কথা বলে বিতর্কে জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলকে নিশানা করতে গিয়ে এবার বিদায়ী সাংসদ সন্ধ্যা রায় ও আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ। এক নির্বাচনী সভায় দিলীপ বলেন,‘‘এখন আর কেউ সুন্দর চেহারা দেখে ভোট দেবে না।’’ একইসঙ্গে লোকসভা নির্বাচনে ফিল্মস্টারদের প্রার্থী করা নিয়ে মমতাকে বিঁধে দিলীপের মন্তব্য, ‘‘দিদিমণি প্রার্থী খুঁজে পাননি, তাই নায়িকাদের নিয়ে গেছে নাচাতে।’’ বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ‘সুন্দর চেহারা দেখে কেউ ভোট দেবে না’, সন্ধ্যা-মুনমুনকে কটাক্ষ দিলীপের

publive-image

15:05 (IST)18 Apr 19





















বিজেপির হিন্দু ধর্মে বিশ্বাস করিনা: মমতা

‘‘কয়েকটা লোক হিন্দু ধর্মের নামে আমাদের ধর্মকে বদনাম করছে। স্বামীজির হিন্দু ধর্মে বিশ্বাস করি। বিজেপির হিন্দু ধর্মে বিশ্বাস করিনা’’, কালিয়াচকের সভায় বিজেপিকে নিশানা মমতার।

14:53 (IST)18 Apr 19





















কালিয়াচকের সভায় মমতা
14:46 (IST)18 Apr 19





















মনোনয়নপত্র পেশ করলেন অখিলেশ যাদব

" id="lbcontentbody">
14:38 (IST)18 Apr 19





















বাংলায় দ্বিতীয় দফার ভোট ‘মোটের উপর শান্তিপূর্ণ’, দাবি বিশেষ পর্যবেক্ষকের

এখনও পর্যন্ত ভোট মোটের উপর শান্তিপূর্ণ, দাবি বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের। ‘‘কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। বড় কিছু ঘটেনি। এখনও পর্যন্ত ভোট মোটের উপর শান্তিপূর্ণ’’, দাবি বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের।

publive-image

14:32 (IST)18 Apr 19





















দুপুর ১টা পর্যন্ত ভোটের হার

দুপুর ১টা পর্যন্ত দার্জিলিঙে ভোট পড়েছে ৪৭.৫২ শতাংশ। রায়গঞ্জে ভোটের হার ৫২.৫৪ শতাংশ। জলপাইগুড়িতে ভোট পড়েছে ৫৪.৭৩ শতাংশ।

14:16 (IST)18 Apr 19





















তৃণমূল-বিজেপি সংঘর্ষে ভাঙল ইভিএম

চোপড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে ভাঙল ইভিএম। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

13:54 (IST)18 Apr 19





















এনআরসি-র পাল্টা এনবিসি: মমতা

‘‘বাংলায় এনআরসি-র এন, আর , সি কিছুই করতে দেব না। এনআরসি-র পাল্টা এনবিসি। মানে ন্যাশনাল বিদায় সার্টিফিকেট। আমরা এনবিসি করব, বিজেপিকে বিদায় করব’’, সামসির সভায় এনআরসি নিয়ে মোদীবাহিনীকে আক্রমণ মমতার।

13:38 (IST)18 Apr 19





















সামসির সভায় মমতা
13:23 (IST)18 Apr 19





















দ্বিতীয় দফার ভোটে অশান্তি নিয়ে কমিশনে প্রদেশ কংগ্রেস

‘‘ইসলামপুর এলাকায় ব্যাপক হাঙ্গামা হয়েছে। জোর করে বুথ দখলের খবর এসেছে। যে জায়গাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর দরকার, সেখানে কেন্দ্রীয় বাহিনী না রেখে, যেখানে দরকার নেই, সেখানে কেন পাঠানো হল?’’, বললেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য

13:19 (IST)18 Apr 19





















চোপড়ার বুথে কেন্দ্রীয় বাহিনী

অবশেষে চোপড়ার সেই বুথে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। সকালে গ্রামবাসীদের একাংশকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে ওই এলাকা। কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে ভোট দেওয়ার দাবি জানান তাঁরা। পরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে গ্রামবাসীদের একাংশের। বোমাবাজি চলে এলাকায়। পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাস।

12:57 (IST)18 Apr 19





















ভোট দিলেন সিদ্দারামাইয়া

12:42 (IST)18 Apr 19





















ছত্তীসগড়ে মাওবাদী-পুলিশ গুলির লড়াই

ছত্তীসগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী-পুলিশ গুলির লড়াই। দুই মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কয়েকদিন আগে বিজেপি বিধায়কের কনভয়ে হামলার ঘটনায় নিহত দুই মাওবাদী জড়িত ছিল বলে মনে করছে পুলিশ।

12:40 (IST)18 Apr 19





















কংগ্রেসকে আক্রমণ রাজনাথের

যেদিন দেশ থেকে কংগ্রস মুক্ত হবে, সেদিন দেশে আর কেউ গরিব থাকবে না: রাজনাথ সিং

12:34 (IST)18 Apr 19





















তৃণমূলকে নিশানা রাজনাথ সিংয়ের

‘‘পশ্চিমবঙ্গে গণতন্ত্র শেষ হয়ে গিয়েছে। বামেরাও ধোঁকা দিয়েছে। তৃণমূলও ধোঁকা দিচ্ছে। তৃণমূলের স্লোগান মা-মাটি-মানুষ। কিন্তু আজ বাংলার মা, মাটি, মানুষ কেউই সুরক্ষিত নয়’’, আমতার সভায় তৃণমূলকে নিশানা রাজনাথ সিংয়ের।

12:12 (IST)18 Apr 19





















বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

ভোটের বাংলায় পুরুলিয়ায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুরুলিয়ার আড়ষা এলাকায় গাছে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। নিহত ২২ বছর বয়সী বিজেপি যুব মোর্চার সদস্য শিশুপাল সহিস। ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

12:02 (IST)18 Apr 19





















সকাল ১১টা পর্যন্ত ভোটের হার

সকাল ১১টা পর্যন্ত দার্জিলিঙে ভোট পড়েছে ৩০.১২ শতাংশ, জলপাইগুড়িতে ভোট পড়েছে ৩৬.১২ শতাংশ। রায়গঞ্জে ভোটের হার ৩৪.০১ শতাংশ।

11:56 (IST)18 Apr 19





















ভোট দিলেন ফারুখ ও ওমর আবদুল্লা

11:32 (IST)18 Apr 19





















মহম্মদ সেলিমের গাড়িতে ‘ভাঙচুর’

ইসলামপুরে মহম্মদ সেলিমের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ। প্রাণ বাঁচাতে কোনওরকমে গাড়ি নিয়ে পালিয়ে যান চালক। এ ঘটনার জেরে বুথের ভিতরেই আটকে রায়গঞ্জের বাম প্রার্থী। বুথে বুথে ভোটপ্রক্রিয়া ঘুরে দেখানোর সময়ই সেলিমের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে।

11:23 (IST)18 Apr 19





















মেখলিগঞ্জের বুথে উত্তেজনা

মেখলিগঞ্জের ৫৬নং বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ বিজেপির।

11:14 (IST)18 Apr 19





















ভোট দিলেন দেবেগৌড়া

10:51 (IST)18 Apr 19





















ধূপগুড়িতে তৃণমূল সমর্থকের খড়ের গাদায় ‘আগুন’

ধূপগুড়িতে তৃণমূল সমর্থকের খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে পদ্মবাহিনী।

10:31 (IST)18 Apr 19





















ভোটে রণক্ষেত্র চোপড়া, পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস

ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তাল চোপড়া। প্রথমে ৩১নং জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়দের একাংশ। পরে অবরোধ তোলেন স্থানীয়রা। ভোট দেওয়ার জন্য গ্রামবাসীদের নিয়ে বুথের দিকে রওনা দেয় পুলিশ। ‘‘কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট দেব না’’, কার্যত এমন দাবিই তোলেন স্থানীয়দের একাংশ। বারবার অনুরোধ করা সত্ত্বেও ভোট দিতে যেতে চান না গ্রামবাসীদের একাংশ। পুলিশের সঙ্গে তাঁদের হাতাহাতিও বাধে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। স্থানীদের তৎপরতায় এক তৃণমূল কর্মীকে পাকড়াও করে পুলিশ। ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধেই ভোটদানে বাধা দেওার অভিযোগ উঠেছিল। এদিকে, এ ঘটনার পর আচমকাই পুলিশের উপর হামলা চালাতে শুরু করেন গ্রামবাসীদের একাংশ। বোমাবাজিরও অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের হঠাতে তাঁদের উপর লাঠিচার্জ চালায় পুলিশ, কাঁদানে গ্যাসও ছোড়া হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে র‌্যাফ।

10:19 (IST)18 Apr 19





















আজ বাংলায় ভোটপ্রচারে রাজনাথ সিং

10:09 (IST)18 Apr 19





















সকাল ৯টা পর্যন্ত ভোটের হার

সকাল ৯টা পর্যন্ত দার্জিলিঙে ভোট পড়েছে ১৬.১৪ শতাংশ, রায়গঞ্জে ১৭.৪৫ শতাংশ। জলপাইগুড়িতে ভোটের হার ১৬.৮৪ শতাংশ।

10:02 (IST)18 Apr 19





















আজ তিনটি সভা মমতার
09:50 (IST)18 Apr 19





















ভোট দিলেন নবদম্পতি

09:40 (IST)18 Apr 19





















ভোট দিলেন ডিএমকে প্রার্থী কানিমোঝি

09:39 (IST)18 Apr 19





















ভোট দিলেন ডিএমকে প্রার্থী কানিমোঝি

09:09 (IST)18 Apr 19





















ভোটদানে ‘বাধা’, চোপড়ায় অশান্তি

উত্তর দিনাজপুরের চোপড়ায় ভোট ঘিরে তুমুল অশান্তি বাধল। গ্রামবাসীদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। প্রতিবাদে ৩১নং জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। কয়েকজনকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। প্রায় ২০ মিনিট পর অবরোধ ওঠে। পুলিশকে ঘিরেই বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশের। ‘‘কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে ভোট দিতে চাই। পঞ্চায়েত ভোট দিতে দেয়নি আমাদের। আমরা ভোট দিতে চাই। পুলিশ কোনও সাহায্য করছে না। পুলিশের উপর ভরসা রেখে লাভ নেই’’, এমনই মন্তব্য গ্রামবাসীদের একাংশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বেঁধে যায় স্থানীয়দের একাংশের। পরে এক অভিযুক্ত তৃণমূলকর্মীকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়দের একাংশ। অন্যায় ভাবে তৃণমূলের ওই কর্মীকে পাকড়াও করেছে পুলিশ। ওই গ্রামবাসীরা বিজেপি সমর্থক, সবটাই উদ্দেশ্যপ্রণোদিত বলে পাল্টা দাবি তৃণমূলের।

09:04 (IST)18 Apr 19





















আজ ছত্তীসগড় ও মহারাষ্ট্রে ভোটপ্রচার অমিত শাহের

09:00 (IST)18 Apr 19





















ভোটপ্রচারে আজ গুজরাত, কেরালা, কর্নাটকে মোদী

08:40 (IST)18 Apr 19





















দার্জিলিঙে একটি বুথের বাইরে ভোটারদের ভিড়

08:36 (IST)18 Apr 19





















ভোটের সেলফি

08:29 (IST)18 Apr 19





















ভোট দিলেন মণিপুরের রাজ্যপাল

08:17 (IST)18 Apr 19





















ভোট দিলেন কিরণ বেদী

08:09 (IST)18 Apr 19





















ভোট দিলেন কমল হাসান

08:04 (IST)18 Apr 19





















ভোট দিলেন নির্মলা সীতারমণ

07:54 (IST)18 Apr 19





















তরুণ ভোটারদের বার্তা মোদীর

07:50 (IST)18 Apr 19





















ভোট দিলেন পি চিদম্বরম

07:47 (IST)18 Apr 19





















মালবাজারে বিরোধী এজেন্টকে ‘বাধা’

মালবাজারের ৩টি বুথে বিরোধী এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ অস্বীকার শাসকদলের।

07:44 (IST)18 Apr 19





















ভোট দিলেন রজনীকান্ত

07:28 (IST)18 Apr 19





















ভোট দিতে এসে ইভিএম বিভ্রাটের মুখে দীপা দাশমুন্সী

কালিয়াগঞ্জে ইভিএম বিভ্রাটের মুখোমুখি দীপা দাশমুন্সী। ইভিএম খারাপ থাকায় প্রখমে ভোট দিতে পারেননি। কিছুক্ষণ পর ভোট দেন রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী।

07:07 (IST)18 Apr 19





















দ্বিতীয় দফার ভোট শুরু

শুরু হয়ে গেল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন।

লোকসভা নির্বাচন ২০১৯: বুধবার জঙ্গিপুর ও কান্দির সভা থেকে বাংলায় কংগ্রেস-বিজেপি-সিপিএমের আঁতাঁত নিয়ে সরব হন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘আমিও আগে কংগ্রেস করতাম। ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসি। কারণ, কংগ্রেস সিপিএমের কাছে নিজেদের ঝান্ডা বিলি করে দিয়েছিল। তাই বাংলায় নতুন রাজনৈতিক দল তৈরি করেছিলাম।’’ এরপরই মমতা বলেন, ‘‘বাংলায় কংগ্রেস-সিপিএম-বিজেপি ভাই ভাই।’’

কংগ্রেসের সঙ্গে আরএসএস যোগ নিয়ে এদিন ফের মুখ খুলেছেন মমতা। তৃণমূলনেত্রী বলেন, ‘‘কয়েকজন আরএসএসের দালাল আপনাদের কংগ্রেস প্রার্থীর হয়ে টাকা বিলোচ্ছে। নজর রাখুন সবাই। জঙ্গিপুরে আরএসএস-বিজেপি কংগ্রেসকে সমর্থন দিচ্ছে, বহরমপুরেও তাই করছে। জঙ্গিপুরে কংগ্রেসের প্রার্থীর হয়ে কাজ করতে নেমেছে আরএসএস। আগে হাফ প্যান্ট পরে প্যারাড করত। এখন সবচেয়ে বড় ভোগিনী তৈরি হয়েছে এদের সমর্থন করিনা।’’

এদিকে, মোদীর বায়োপিকের পর এবার বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক ‘বাঘিনী’। মমতার বায়োপিক নিয়ে এবার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করল বিজেপি। ভোটের সময় ছবি মুক্তির আগে গোটা বিষয়টি কমিশন খতিয়ে দেখুক, এই দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল বিজেপি। কমিশনকে লেখা বিজেপির চিঠিতে বলা হয়েছে, ‘বাঘিনী’ মুক্তির কথা আগামী ৩ মে। সেসময় লোকসভা নির্বাচন চলবে।

election commission PM Narendra Modi CONGRESS CPIM amit shah lok sabha 2019 General Election 2019 bjp tmc Mamata Banerjee rahul gandhi
Advertisment