Lok Sabha Election 2019 Phase 3 Polling for West Bengal: লোকসভা নির্বাচনে প্রথম প্রাণ ঝরল বাংলায়। তৃতীয় দফার লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের ভগবানগোলায় কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে বাঁধে। সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহত টিয়ারুল শেখ কংগ্রেস কর্মী বলে খবর। জখম আরও ২ জন হাসপাতালে ভর্তি। প্রথমে জখম অবস্থায় টিয়ারুল শেখকে বহরমপুর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে ঘর থেকে মিলল ভোটকর্মীর দেহ। মৃতের নাম বাবুলাল মুর্মু। মৃত ভোটকর্মী কুশমুন্ডি সরলা স্কুলের শিক্ষক বলে জানা গিয়েছে।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
অন্যদিকে, মালদার কালিয়াচকের আলিপুরে বোমাবাজির অভিযোগ। বোমার ঘায়ে জখম ৩ জন কংগ্রেস কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ কংগ্রেসের। অভিযোগ অস্বীকার শাসকদলের। অন্যদিকে, মুর্শিদাবাদের ডোমকলের মানিকনগরে তৃণমূল কাউন্সিলরের স্বামীর উপর হামলার অভিযোগ। বোমা-লাঠি নিয়ে হামলায় জখম কাউন্সিলরের স্বামী-সহ ২। সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। যদিও অভিযোগ অস্বীকার সিপিএম-কংগ্রেসের। অন্যদিকে, মুর্শিদাবাদের হরিহরপাড়ার কুমরিপুরে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের পোলিং এজেন্টকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। কংগ্রেসের অভিযোগ অস্বীকার তৃণমূলের। ডোমকলের টিকটিকিপাড়ায় ব্যাপক বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। এদিকে, মোরাদাবাদে নির্বাচনী আধিকারিককে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।
তৃতীয় দফার ভোটের আগের দিন ফের রাজ্য পুলিশে রদবদলের নির্দেশ নির্বাচন কমিশনের। ৭ পুলিশ আধিকারিককে সরানো হয়েছে। কমিশনের নির্দেশে সরানো হয়েছে রঘুনাথগঞ্জের আইসি সৈকত রায়, ফরাক্কার আইসি উদয় শংকর ঘোষ, বারাবনির পুলিশ অফিসার অজয় মণ্ডল, অন্ডালের পুলিশ আধিকারিক রাজশেখর মুখোপাধ্যায়, বীজপুরের আইসি কৃষ্ণেন্দু ঘোষ, বিষ্ণুপুরের এসডিপিও সুকমল কান্তি দাস, সামশেরগঞ্জের এএসআই বিধান হালদারকে। উল্লেখ্য, এর আগে গত শনিবার সরানো হয় মালদার পুলিশ সুপার অর্ণব ঘোষকে।
Live Blog
Phase 3 Election 2019 Polling in Maldah, Jangipur, Murshidabad, Balurghat: তৃতীয় দফায় বাংলার ৫ কেন্দ্রে আজ ভোটগ্রহণ হল। বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে আজ ভোটের লড়াই কেমন হল? লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:
‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টে ক্ষমা চাইলেন রাহুল গান্ধী। রাফাল মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে বলতে গিয়ে কংগ্রেস সভাপতি বলেছিলেন, ‘‘সুপ্রিম কোর্টও বলেছে চুরি হয়েছে।’’ রাহুলের এহেন মন্তব্য নিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হন বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি। বিজেপি সাংসদের আবেদনের ভিত্তিতে রাহুলের থেকে এ নিয়ে জবাব তলব করে সর্বোচ্চ আদালত। সোমবার সেই জবাবে ক্ষমা চাইলেন কংগ্রেস সভাপতি।
‘‘তৃণমূলের সন্ত্রাস রুখতে গিয়ে খুন হয়েছেন কংগ্রেস কর্মী টিয়ারুল। ভোট দিতে চেয়েছিলেন উনি’’, বললেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।
মুর্শিদাবাদের ভগবানগোলায় কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে খুন কংগ্রেস কর্মী। প্রতিবাদে সিইও দফতরের সামনে বিক্ষোভ কংগ্রেসের।
আসানসোলের সভায় মোদী বলেন, ‘‘মহাভেজাল জোটকে ধাক্কা দেবে বাংলা। তৃণমূলকে উচিৎ শিক্ষা দেবে বাংলা। মানুষের অধিকার গুন্ডারা ছিনিয়ে নিয়েছে। সব কিছুর জন্য দায়ী স্পিড ব্রেকার দিদি। পাকিস্তানে কত জঙ্গির মৃত্যু হয়েছে, সে নিয়া প্রশ্ন করা হয়েছে। কিন্তু গরিবের টাকা লুঠ নিয়ে তথ্য লুকোনো হয়ে, সে প্রশ্ন কে করবে? দুর্নীতির নিরিখে কংগ্রেসকে টেক্কা দিয়েছে তৃণমূল। যাঁরা দুর্নীতিগ্রস্ত, তাঁদেরই মোদীকে নিয়ে কষ্ট। বাংলায় পরিবর্তনের হাওয়া বইছে। কমিশন ও মোদীকে গালাগাল করে কোনও লাভ নেই।’’
দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে পোলিং এজেন্টের দেহ উদ্ধার। বুনিয়াদপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার দেহ।
আজ বিকেল সাড়ে ৪টেয় সাংবাদিক বৈঠক ডাকল প্রদেশ কংগ্রেস। সাংবাদিক বৈঠকে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
‘‘আমি নতুন ভোটার। বাবার সঙ্গে ভোট দিতে এসেছিলাম। তখনই ইট ছোড়াছুড়ি হয়’’, বললেন নিহত টিয়ারুল শেখের ছেলে। মুর্শিদাবাদের ভগবানগোলায় টিয়ারুল শেখ নামে এক কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে।
মুর্শিদাবাদে দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে আজ নির্বাচন কমিশনে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের। বিকেল ৪টে নাগাদ কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখাবে কংগ্রেস।
লোকসভা নির্বাচনে বাংলায় প্রথম প্রাণহানির ঘটনা ঘটল। মুর্শিদাবাদের ভগবানগোলায় কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে নিহত এক , ওই ব্যক্তি কংগ্রেস কর্মী বলে দাবি। জখম আরও ২ জন হাসপাতালে ভর্তি। প্রথমে জখম অবস্থায় কংগ্রেস কর্মী পিয়ারুল শেখকে বহরমপুর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন, অভিযোগ তৃণমূলের। মুর্শিদাবাদের কংগ্রেস প্রার্থী আবু হেনা বলেন, ‘‘আমাদের কংগ্রেস কর্মী খুন হয়েছেন। তৃণমূলের গুন্ডাদের সাহায্য করছে পুলিশ। মানুষের সমর্থন কংগ্রেসের উপর রয়েছে এটা সহ্য হচ্ছে না ওদের।’’ এ ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
আরামবাগের সভায় মমতা বলেন, ‘‘একজন ভদ্রমহিলা মালদা দক্ষিণে প্রার্থী, তাঁর স্বামী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বসে আধা সেনা মোতায়েন করছেন। আর কে মিত্র তাঁর নাম। আগেই অভিযোগ করেছি। বলছে, তুমি গিয়ে ভোট করাও, তুমি কে? রিটার্নিং অফিসার ভোট করাবেন।’’
রাহুলের দুঃখপ্রকাশে চিড়ে ভিজল না সুপ্রিম কোর্টের। ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্যের প্রেক্ষিতে এবার রাহুলকে নোটিস দিল দেশের শীর্ষ আদালত। রাফাল মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে রাহুল বলেছিলেন, সুপ্রিম কোর্টও বলেছে চুরি হয়েছে। রাহুলের এহেন মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে আদালতের দ্বারস্থ হন বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি। এরপরই কংগ্রেস সভাপতির জবাব তলব করে আদালত। সোমবারই জবাব দিতে গিয়ে সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চান রাগা।
‘‘মালদা দক্ষিণে বিজেপির হয়ে ভোট করাচ্ছে আধা সেনা। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি’’, আরামবাগের সভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘‘কয়েকটা গর্দার ওখানে গিয়ে জুটেছে, বলছে কেন্দ্রীয় পুলিশ চাই। কেন্দ্রীয় পুলিশ কেন্দ্রে কাজ করবে, রাজ্যের পুলিশ রাজ্যে কাজ করবে। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী আসবে, কাজ করবে চলে যাবে। আজ খবর এসেছে, মালদা দক্ষিণের ১৬৬ ও ১৬৭ নং বুথে অভিযোগ এসেছে, কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে ছিল, বিজেপির হয়ে ভোট করিয়েছে। আমরা নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছি। ইটাহারেও এরকম হয়েছে।’’
ভোটের দিন দক্ষিণ দিনাজপুরের তপনে ব্যাপক অশান্তি। স্থানীয় বিজেপি নেতাকে ধারালো অস্ত্রের কোপ। পিস্তলের বাঁট দিয়ে বিজেপি নেতার মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ধারালো অস্ত্রের কোপে বিজেপি নেতার হাতে আঘাত লেগেছে। এ ঘটনা প্রসঙ্গে আক্রান্ত বিজেপি নেতা বলেন, ‘‘তৃণমূলের লোকেরা আমাদের উপর আক্রমণ চালিয়েছে। আমায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে। পিস্তলেক বাঁট দিয়ে মারা হয়েছে।’’ এ ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়দের একাংশ। যদিও অভিযোগ অস্বীকার শাসকদলের।
বালুরঘাটের বংশীহারিতে বিজেপি সমর্থক ভেবে ৩ বাইক আরোহীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। অন্যদিকে, গঙ্গারামপুরের সাহাপাড়ায় তৃণমূলের পতাকা লাগানো টোটোয় করে ভোটারদের বুথে নামানোর অভিযোগ বিজেপি প্রার্থীর।
সকাল ১১টা পর্যন্ত মুর্শিদাবাদে ভোট পড়েছে ৩৩.৭৪ শতাংশ, জঙ্গিপুরে ভোটের হার৩৬.৭৪ শতাংশ, মালদা উত্তরে ভোট পড়েছে ৩২.৩৭ শতাংশ, মালদা দক্ষিণে ভোটের হার ৩৪.১৪ শতাংশ, বালুরঘাটে ভোটের হার ৩৭.৩৮ শতাংশ।
মোরাদাবাদে নির্বাচনী আধিকারিককে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। সমাজবাদী পার্টির হয়ে ভোট দিতে ভোটারদের প্রভাবিত করেছিলেন ওই নির্বাচনী আধিকারিক, পাল্টা অভিযোগ বিজেপি কর্মীদের।
লোকসভা ভোটের মরশুমে ফের দলবদল। কংগ্রেসে যোগ দিলেন হিমাচল প্রদেশে তিনবারের বিজেপি সাংসদ সুরেশ চান্ডেল।
কুমারগঞ্জের বুথে পুলিশকে ধমক দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন বিধায়ক মাহমুদা বেগমের। ‘‘এই বুথ আমার, পুলিশ কেন এসেছে? এই বুথ আমি তৈরি করেছি’’, এ ভাষাতেই ধমক দেন মাহমুদা।
মালদার রতুয়ার বুথে দু’জন করে ভোট দেওয়ার অভিযোগ। এ ঘটনার জেরে সরানো হল প্রিসাইডিং অফিসারকে।
সকাল ৯টা পর্যন্ত বালুরঘাটে ভোট পড়েছে ১৭.২৮ শতাংশ, মালদা উত্তরে ভোট পড়েছে ১৬.১১ শতাংশ, মালদা দক্ষিণে ভোট পড়েছে ১৬.২২ শতংশ, জঙ্গিপুরে ভোটের হার ১৪.৯৯ শতাংশ, মুর্শিদাবাদে ভোট পড়েছে ১৪.৬২ শতাংশ।
ডোমকলের মোমিনপুরে ২ বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
মুর্শিদাবাদের হরিহরপাড়ার কুমরিপুরে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের পোলিং এজেন্টকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ভয় দেখাতে শূন্যে গুলি চালানোর অভিযোগ। কংগ্রেসের অভিযোগ অস্বীকার তৃণমূলের।
মালদা উত্তরের কাহালায় ইভিএম বিভ্রাট হওয়ায় এখনও শুরু হল না ভোটগ্রহণ। বুথের বাইরে লম্বা ভিড় ভোটারদের।
মুর্শিদাবাদের ডোমকলের মানিকনগরে তৃণমূল কাউন্সিলরের স্বামীর উপর হামলার অভিযোগ। বোমা-লাঠি নিয়ে হামলায় জখম কাউন্সিলরের স্বামী-সহ ২। সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। যদিও অভিযোগ অস্বীকার সিপিএম-কংগ্রেসের।
তৃতীয় দফার ভোটেও অশান্তি। মালদার কালিয়াচকের আলিপুরে বোমাবাজির অভিযোগ। বোমার ঘায়ে জখম ৩ জন কংগ্রেস কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ কংগ্রেসের। অভিযোগ অস্বীকার শাসকদলের।
শুরু তৃতীয় দফার লোকসভা নির্বাচন। বাংলার ৫ আসনে আজ ভোটগ্রহণ।