Advertisment

West Bengal Lok Sabha 2019 Polling: বাংলায় লোকসভার তৃতীয় দফায় জোড়া মৃত্যু, কংগ্রেস কর্মী খুনের পর মিলল ভোটকর্মীর দেহ

West Bengal Lok Sabha Phase 3 Voting: বাংলায় তৃতীয় দফার ভোটে জোড়া মৃত্যু। মুর্শিদাবাদে নিহত কংগ্রেস কর্মী। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে ভোটকর্মীর দেহ উদ্ধার।

author-image
IE Bangla Web Desk
New Update
Phase 3 Election 2019 Live, Phase-III Lok Sabha Polls Live, loksabha election 2019 live, congress, tmc, murshidabad, লোকসভা নির্বাচন ২০১৯ লাইভ, তৃণমূল, কংগ্রেস, মুর্শিদাবাদ

Phase 3 Election 2019 Live, Phase-III Lok Sabha Polls Live: মুর্শিদাবাদে নিহত এক কংগ্রেস কর্মী।প্রতীকী ছবি।

Lok Sabha Election 2019 Phase 3 Polling for West Bengal: লোকসভা নির্বাচনে প্রথম প্রাণ ঝরল বাংলায়। তৃতীয় দফার লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের ভগবানগোলায় কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে বাঁধে। সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহত টিয়ারুল শেখ কংগ্রেস কর্মী বলে খবর। জখম আরও ২ জন হাসপাতালে ভর্তি। প্রথমে জখম অবস্থায় টিয়ারুল শেখকে বহরমপুর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে ঘর থেকে মিলল ভোটকর্মীর দেহ। মৃতের নাম বাবুলাল মুর্মু। মৃত ভোটকর্মী কুশমুন্ডি সরলা স্কুলের শিক্ষক বলে জানা গিয়েছে। 

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

loksabha election 2019 live, লোকসভা নির্বাচন ২০১৯ লাইভ বাংলা-সহ আজ ১৫টি রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

অন্যদিকে, মালদার কালিয়াচকের আলিপুরে বোমাবাজির অভিযোগ। বোমার ঘায়ে জখম ৩ জন কংগ্রেস কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ কংগ্রেসের। অভিযোগ অস্বীকার শাসকদলের। অন্যদিকে, মুর্শিদাবাদের ডোমকলের মানিকনগরে তৃণমূল কাউন্সিলরের স্বামীর উপর হামলার অভিযোগ। বোমা-লাঠি নিয়ে হামলায় জখম কাউন্সিলরের স্বামী-সহ ২। সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। যদিও অভিযোগ অস্বীকার সিপিএম-কংগ্রেসের। অন্যদিকে, মুর্শিদাবাদের হরিহরপাড়ার কুমরিপুরে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের পোলিং এজেন্টকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। কংগ্রেসের অভিযোগ অস্বীকার তৃণমূলের। ডোমকলের টিকটিকিপাড়ায় ব্যাপক বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। এদিকে, মোরাদাবাদে নির্বাচনী আধিকারিককে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

তৃতীয় দফার ভোটের আগের দিন ফের রাজ্য পুলিশে রদবদলের নির্দেশ নির্বাচন কমিশনের। ৭ পুলিশ আধিকারিককে সরানো হয়েছে। কমিশনের নির্দেশে সরানো হয়েছে রঘুনাথগঞ্জের আইসি সৈকত রায়, ফরাক্কার আইসি উদয় শংকর ঘোষ, বারাবনির পুলিশ অফিসার অজয় মণ্ডল, অন্ডালের পুলিশ আধিকারিক রাজশেখর মুখোপাধ্যায়, বীজপুরের আইসি কৃষ্ণেন্দু ঘোষ, বিষ্ণুপুরের এসডিপিও সুকমল কান্তি দাস, সামশেরগঞ্জের এএসআই বিধান হালদারকে। উল্লেখ্য, এর আগে গত শনিবার সরানো হয় মালদার পুলিশ সুপার অর্ণব ঘোষকে।

Live Blog

Phase 3 Election 2019 Polling in Maldah, Jangipur, Murshidabad, Balurghat: তৃতীয় দফায় বাংলার ৫ কেন্দ্রে আজ ভোটগ্রহণ হল। বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে আজ ভোটের লড়াই কেমন হল? লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:














18:29 (IST)23 Apr 19





















প্রধানমন্ত্রী পদ নিয়ে মমতাকে খোঁচা মোদীর

17:42 (IST)23 Apr 19





















মুর্শিদাবাদে ‘কংগ্রেস’ কর্মী খুনে সরব অধীর

‘‘তৃণমূলের সন্ত্রাস রুখতে গিয়ে খুন হয়েছেন কংগ্রেস কর্মী টিয়ারুল। ভোট দিতে চেয়েছিলেন উনি’’, বললেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।

16:43 (IST)23 Apr 19





















বড়গাছিয়ার সভায় কী বললেন মমতা?
16:35 (IST)23 Apr 19





















সিইও দফতরে বিক্ষোভ কংগ্রেসের

মুর্শিদাবাদের ভগবানগোলায় কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে খুন কংগ্রেস কর্মী। প্রতিবাদে সিইও দফতরের সামনে বিক্ষোভ কংগ্রেসের।

16:26 (IST)23 Apr 19





















মমতাকে ফের আক্রমণ মোদীর

আসানসোলের সভায় মোদী বলেন, ‘‘মহাভেজাল জোটকে ধাক্কা দেবে বাংলা। তৃণমূলকে উচিৎ শিক্ষা দেবে বাংলা। মানুষের অধিকার গুন্ডারা ছিনিয়ে নিয়েছে। সব কিছুর জন্য দায়ী স্পিড ব্রেকার দিদি। পাকিস্তানে কত জঙ্গির মৃত্যু হয়েছে, সে নিয়া প্রশ্ন করা হয়েছে। কিন্তু গরিবের টাকা লুঠ নিয়ে তথ্য লুকোনো হয়ে, সে প্রশ্ন কে করবে? দুর্নীতির নিরিখে কংগ্রেসকে টেক্কা দিয়েছে তৃণমূল।  যাঁরা দুর্নীতিগ্রস্ত, তাঁদেরই মোদীকে নিয়ে কষ্ট। বাংলায় পরিবর্তনের হাওয়া বইছে। কমিশন ও মোদীকে গালাগাল করে কোনও লাভ নেই।’’

16:19 (IST)23 Apr 19





















আসানসোলের সভায় মোদী

15:55 (IST)23 Apr 19





















পোলিং এজেন্টের দেহ উদ্ধার

দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে পোলিং এজেন্টের দেহ উদ্ধার। বুনিয়াদপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার দেহ।

15:53 (IST)23 Apr 19





















আজ বিকেলে সাংবাদিক বৈঠক প্রদেশ কংগ্রেসের

আজ বিকেল সাড়ে ৪টেয় সাংবাদিক বৈঠক ডাকল প্রদেশ কংগ্রেস। সাংবাদিক বৈঠকে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

15:46 (IST)23 Apr 19





















মুর্শিদাবাদে বোমাবাজি

15:42 (IST)23 Apr 19





















প্রথম ভোটেই রক্তাক্ত অভিজ্ঞতা টিয়ারুলের ছেলের

‘‘আমি নতুন ভোটার। বাবার সঙ্গে ভোট দিতে এসেছিলাম। তখনই ইট ছোড়াছুড়ি হয়’’, বললেন নিহত টিয়ারুল শেখের ছেলে। মুর্শিদাবাদের ভগবানগোলায় টিয়ারুল শেখ নামে এক কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে।

15:33 (IST)23 Apr 19





















মুর্শিদাবাদের ঘটনায় আজ কমিশনে বিক্ষোভ কংগ্রেসের

মুর্শিদাবাদে দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে আজ নির্বাচন কমিশনে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের। বিকেল ৪টে নাগাদ কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখাবে কংগ্রেস।

14:45 (IST)23 Apr 19





















মুর্শিদাবাদে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ, নিহত ১

লোকসভা নির্বাচনে বাংলায় প্রথম প্রাণহানির ঘটনা ঘটল। মুর্শিদাবাদের ভগবানগোলায় কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে নিহত এক , ওই ব্যক্তি কংগ্রেস কর্মী বলে দাবি। জখম আরও ২ জন হাসপাতালে ভর্তি। প্রথমে জখম অবস্থায় কংগ্রেস কর্মী পিয়ারুল শেখকে বহরমপুর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন, অভিযোগ তৃণমূলের। মুর্শিদাবাদের কংগ্রেস প্রার্থী আবু হেনা বলেন, ‘‘আমাদের কংগ্রেস কর্মী খুন হয়েছেন। তৃণমূলের গুন্ডাদের সাহায্য করছে পুলিশ। মানুষের সমর্থন কংগ্রেসের উপর রয়েছে এটা সহ্য হচ্ছে না ওদের।’’ এ ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

14:30 (IST)23 Apr 19





















ভোট দিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি

14:20 (IST)23 Apr 19





















খানাকুলের সভায় মমতা
14:12 (IST)23 Apr 19





















বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে নিশানা মমতার

আরামবাগের সভায় মমতা বলেন, ‘‘একজন ভদ্রমহিলা মালদা দক্ষিণে প্রার্থী, তাঁর স্বামী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বসে আধা সেনা মোতায়েন করছেন। আর কে মিত্র তাঁর নাম। আগেই অভিযোগ করেছি। বলছে, তুমি গিয়ে ভোট করাও, তুমি কে? রিটার্নিং অফিসার ভোট করাবেন।’’

14:04 (IST)23 Apr 19





















ভোট দিলেন অরুণ জেটলি

13:50 (IST)23 Apr 19





















মনোনয়নপত্র জমা দিলেন শীলা দীক্ষিত ও অজয় মাকেন

13:40 (IST)23 Apr 19





















রাহুলকে নোটিস সুপ্রিম কোর্টের

রাহুলের দুঃখপ্রকাশে চিড়ে ভিজল না সুপ্রিম কোর্টের। ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্যের প্রেক্ষিতে এবার রাহুলকে নোটিস দিল দেশের শীর্ষ আদালত। রাফাল মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে রাহুল বলেছিলেন, সুপ্রিম কোর্টও বলেছে চুরি হয়েছে। রাহুলের এহেন মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে আদালতের দ্বারস্থ হন বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি। এরপরই কংগ্রেস সভাপতির জবাব তলব করে আদালত। সোমবারই জবাব দিতে গিয়ে সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চান রাগা।

13:33 (IST)23 Apr 19





















মালদায় বিজেপির হয়ে ভোট করাচ্ছে আধা সেনা: মমতা

‘‘মালদা দক্ষিণে বিজেপির হয়ে ভোট করাচ্ছে আধা সেনা। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি’’, আরামবাগের সভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।  মমতা বলেন, ‘‘কয়েকটা গর্দার ওখানে গিয়ে জুটেছে, বলছে কেন্দ্রীয় পুলিশ চাই। কেন্দ্রীয় পুলিশ কেন্দ্রে কাজ করবে, রাজ্যের পুলিশ রাজ্যে কাজ করবে। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী আসবে, কাজ করবে চলে যাবে। আজ খবর এসেছে, মালদা দক্ষিণের ১৬৬ ও ১৬৭ নং বুথে অভিযোগ এসেছে, কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে ছিল, বিজেপির হয়ে ভোট করিয়েছে। আমরা নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছি। ইটাহারেও এরকম হয়েছে।’’

13:29 (IST)23 Apr 19





















ভোট দিলেন লালকৃষ্ণ আডবানি

13:12 (IST)23 Apr 19





















আরামবাগ সভায় মমতা
12:47 (IST)23 Apr 19





















দক্ষিণ দিনাজপুরের তপনে ‘আক্রান্ত’ বিজেপি নেতা

ভোটের দিন দক্ষিণ দিনাজপুরের তপনে ব্যাপক অশান্তি। স্থানীয় বিজেপি নেতাকে ধারালো অস্ত্রের কোপ। পিস্তলের বাঁট দিয়ে বিজেপি নেতার মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ধারালো অস্ত্রের কোপে বিজেপি নেতার হাতে আঘাত লেগেছে। এ ঘটনা প্রসঙ্গে আক্রান্ত বিজেপি নেতা বলেন, ‘‘তৃণমূলের লোকেরা আমাদের উপর আক্রমণ চালিয়েছে। আমায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে। পিস্তলেক বাঁট দিয়ে মারা হয়েছে।’’ এ ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়দের একাংশ। যদিও অভিযোগ অস্বীকার শাসকদলের।

12:32 (IST)23 Apr 19





















ভোটে দক্ষিণ দিনাজপুরে উত্তেজনা

বালুরঘাটের বংশীহারিতে বিজেপি সমর্থক ভেবে ৩ বাইক আরোহীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। অন্যদিকে, গঙ্গারামপুরের সাহাপাড়ায় তৃণমূলের পতাকা লাগানো টোটোয় করে ভোটারদের বুথে নামানোর অভিযোগ বিজেপি প্রার্থীর।

12:29 (IST)23 Apr 19





















ভোট দিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত

12:15 (IST)23 Apr 19





















বিজেপিতে যোগ দিয়ে কী বললেন সানি দেওল?

12:07 (IST)23 Apr 19





















বিজেপিতে যোগ দিলেন সানি দেওল

12:00 (IST)23 Apr 19





















ভোট দিলেন মল্লিকার্জুন খাড়গে

11:56 (IST)23 Apr 19





















সকাল ১১টা পর্যন্ত ভোটের হার

সকাল ১১টা পর্যন্ত মুর্শিদাবাদে ভোট পড়েছে ৩৩.৭৪ শতাংশ, জঙ্গিপুরে ভোটের হার৩৬.৭৪ শতাংশ, মালদা উত্তরে ভোট পড়েছে ৩২.৩৭ শতাংশ, মালদা দক্ষিণে ভোটের হার ৩৪.১৪ শতাংশ, বালুরঘাটে ভোটের হার ৩৭.৩৮ শতাংশ।

11:35 (IST)23 Apr 19





















ভোট দিলেন কংগ্রেসের হার্দিক প্যাটেল

11:31 (IST)23 Apr 19





















ইভিএম নিয়ে চাঞ্চল্যকর টুইট অখিলেশ যাদবের

11:21 (IST)23 Apr 19





















মোরাদাবাদে ভোটকর্মীকে ‘মার’ বিজেপি কর্মীদের

মোরাদাবাদে নির্বাচনী আধিকারিককে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। সমাজবাদী পার্টির হয়ে ভোট দিতে ভোটারদের প্রভাবিত করেছিলেন ওই নির্বাচনী আধিকারিক, পাল্টা অভিযোগ বিজেপি কর্মীদের।

11:02 (IST)23 Apr 19





















ভোট দিলেন অন্না হাজারে

" id="lbcontentbody">
10:48 (IST)23 Apr 19





















কংগ্রেসে বিজেপির সুরেশ চান্ডেল

লোকসভা ভোটের মরশুমে ফের দলবদল। কংগ্রেসে যোগ দিলেন হিমাচল প্রদেশে তিনবারের বিজেপি সাংসদ সুরেশ চান্ডেল। publive-image

10:42 (IST)23 Apr 19





















পুলিশকে ধমক তৃণমূলের প্রাক্তন বিধায়কের

কুমারগঞ্জের বুথে পুলিশকে ধমক দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন বিধায়ক মাহমুদা বেগমের। ‘‘এই বুথ আমার, পুলিশ কেন এসেছে? এই বুথ আমি তৈরি করেছি’’, এ ভাষাতেই ধমক দেন মাহমুদা।

10:36 (IST)23 Apr 19





















সরানো হল রতুয়ার প্রিসাইডিং অফিসারকে

মালদার রতুয়ার বুথে দু’জন করে ভোট দেওয়ার অভিযোগ। এ ঘটনার জেরে সরানো হল প্রিসাইডিং অফিসারকে।

10:31 (IST)23 Apr 19





















ভোট দিলেন শশী থারুর

10:25 (IST)23 Apr 19





















ভোট দিলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী

10:15 (IST)23 Apr 19





















ভোট দিলেন মুলায়ম সিং যাদবের ছোট ভাই অভয় সিং যাদব

10:10 (IST)23 Apr 19





















ভোট দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক

10:05 (IST)23 Apr 19





















সকাল ৯টা পর্যন্ত ভোটের হার

সকাল ৯টা পর্যন্ত বালুরঘাটে ভোট পড়েছে ১৭.২৮ শতাংশ, মালদা উত্তরে ভোট পড়েছে ১৬.১১ শতাংশ, মালদা দক্ষিণে ভোট পড়েছে ১৬.২২ শতংশ, জঙ্গিপুরে ভোটের হার ১৪.৯৯ শতাংশ, মুর্শিদাবাদে ভোট পড়েছে ১৪.৬২ শতাংশ।

09:56 (IST)23 Apr 19





















মোমিনপুরে ‘আক্রান্ত’ বিজেপি সমর্থক

ডোমকলের মোমিনপুরে ২ বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

09:34 (IST)23 Apr 19





















মুর্শিদাবাদে ভোটে চলল গুলি!

মুর্শিদাবাদের হরিহরপাড়ার কুমরিপুরে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের পোলিং এজেন্টকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ভয় দেখাতে শূন্যে গুলি চালানোর অভিযোগ। কংগ্রেসের অভিযোগ অস্বীকার তৃণমূলের।

09:31 (IST)23 Apr 19





















ভোট দিলেন অমিত শাহ

09:27 (IST)23 Apr 19





















ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

09:23 (IST)23 Apr 19





















ছেলের কোলে বসেই ভোটদান ৮৭ বছরের বৃদ্ধার

09:13 (IST)23 Apr 19





















সপরিবারে ভোট দিলেন এনসিপির সুপ্রিয়া সুলে

09:11 (IST)23 Apr 19





















ভোট দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি

09:07 (IST)23 Apr 19





















ইভিএম বিভ্রাট, শুরু হল না ভোট

মালদা উত্তরের কাহালায় ইভিএম বিভ্রাট হওয়ায় এখনও শুরু হল না ভোটগ্রহণ। বুথের বাইরে লম্বা ভিড় ভোটারদের।

08:49 (IST)23 Apr 19





















ভোট দিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

08:32 (IST)23 Apr 19





















ভোট দিলেন মোদী

08:15 (IST)23 Apr 19





















ভোটের লাইনে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন

08:11 (IST)23 Apr 19





















আজ তিন সভা মমতার

08:07 (IST)23 Apr 19





















মায়ের আশীর্বাদ নিলেন মোদী

08:05 (IST)23 Apr 19





















আজ ফের বাংলায় ভোটপ্রচারে মোদী

07:53 (IST)23 Apr 19





















ডোমকলের মানিকনগরে অশান্তি

মুর্শিদাবাদের ডোমকলের মানিকনগরে তৃণমূল কাউন্সিলরের স্বামীর উপর হামলার অভিযোগ। বোমা-লাঠি নিয়ে হামলায় জখম কাউন্সিলরের স্বামী-সহ ২। সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। যদিও অভিযোগ অস্বীকার সিপিএম-কংগ্রেসের।

07:50 (IST)23 Apr 19





















ভোটদানে আহ্বান মোদীর

07:48 (IST)23 Apr 19





















মালদার কালিয়াচকে বোমাবাজি

তৃতীয় দফার ভোটেও অশান্তি। মালদার কালিয়াচকের আলিপুরে বোমাবাজির অভিযোগ। বোমার ঘায়ে জখম ৩ জন কংগ্রেস কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ কংগ্রেসের। অভিযোগ অস্বীকার শাসকদলের।

07:44 (IST)23 Apr 19





















আজ ভাগ্যপরীক্ষা অমিত শাহের

07:42 (IST)23 Apr 19





















গান্ধীনগরে মায়ের বাড়িতে প্রধানমন্ত্রী

07:41 (IST)23 Apr 19





















আসামে ভোটের ছবি

07:39 (IST)23 Apr 19





















মালদায় ভোটের ছবি

07:05 (IST)23 Apr 19





















শুরু তৃতীয় দফার লোকসভা নির্বাচন

শুরু তৃতীয় দফার লোকসভা নির্বাচন। বাংলার ৫ আসনে আজ ভোটগ্রহণ।

লোকসভা নির্বাচন ২০১৯: ভোটের বাংলায় রাজনৈতিক নেতাদের হুঙ্কার যেন কিছুতেই থামছে না। আবারও হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভোট লুঠ রুখতে এবার দলীয় কর্মীদের লাঠি হাতে তুলে নেওয়ার নিদান দিলেন দিলীপ। এক নির্বাচনী সভায় দলীয় কর্মীদের উদ্দেশে দিলীপের হুঙ্কার, ‘‘কেউ চোখ দেখালে চোখ দেখান, কেউ লাঠি দেখালে লাঠি দেখান।’’ এরপরই বিজেপি রাজ্য সভাপতির হুঁশিয়ারি, ‘‘যাঁরা ভোট লুঠ করতে আসবেন, ভয় দেখাতে আসবেন, তাঁরা পিঠে সরষের তেল মাখিয়ে আসবেন। আমরা শুকনো লাঠি কেটে রেখেছি, বাঁশের লাঠি। পিঠে পড়লে হাসপাতালে যেতে হবে।’’ বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ‘শুকনো লাঠি কেটে রেখেছি, পিঠে পড়লে হাসপাতালে যেতে হবে’

‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টে ক্ষমা চাইলেন রাহুল গান্ধী। রাফাল মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে বলতে গিয়ে কংগ্রেস সভাপতি বলেছিলেন, ‘‘সুপ্রিম কোর্টও বলেছে চুরি হয়েছে।’’ রাহুলের এহেন মন্তব্য নিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হন বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি। বিজেপি সাংসদের আবেদনের ভিত্তিতে রাহুলের থেকে এ নিয়ে জবাব তলব করে সর্বোচ্চ আদালত। সোমবার সেই জবাবে ক্ষমা চাইলেন কংগ্রেস সভাপতি।

tmc bjp CONGRESS PM Narendra Modi rahul gandhi Mamata Banerjee amit shah CPIM lok sabha 2019 General Election 2019
Advertisment