Advertisment

West Bengal Lok Sabha 2019 Polling: বাবুলের নামে ফের এফআইআরের নির্দেশ কমিশনের

West Bengal Lok Sabha Phase 4 Voting: আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিল নির্বাচন কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
Phase Election 2019 Live, Phase-IV Lok Sabha Polls Live, babul supriyo, loksabha election 2019 live, বাবুল সুপ্রিয়, লোকসভা নির্বাচন ২০১৯ লাইভ

Phase Election 2019 Live, Phase-IV Lok Sabha Polls: বাবুল সুপ্রিয়।

Lok Sabha Election 2019 Phase 4 Polling for West Bengal: লোকসভা নির্বাচনের চতুর্থ দফায়  বাংলায় অশান্তি ছড়াল।বীরভূমের দুবরাজপুরে বুথের মধ্যে শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। নানুরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এক বিজেপি সমর্থকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল। বীরভূমের নলহাটিতে মাথা ফাটল এক বিজেপি সমর্থকের। মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না থাকায় প্রতিবাদে আসানসোলের জেমুয়ায় ভোট বয়কট করলেন ভোটারদের একাংশ।এলাকায় শাসক-বিরোধী সমর্থকদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। প্রসঙ্গত,  গত ৩ দফার ভোটের থেকে বাংলায় চতুর্থ দফার ভোট ঘিরে আরও সতর্ক নির্বাচন কমিশন। চতুর্থ দফার ভোটে প্রায় ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে বলে জানা গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও কেন জেমুয়ার বুথে পর্যাপ্ত বাহিনী নেই বলে অভিযোগ উঠল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

এদিকে, আসানসোলের বারাবনির ১৯৯ নং বুথে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে ঘিরে তুমুল বিক্ষোভ। বাবুলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। বাবুলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে তৃণমূল কর্মীদের। বাবুলের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শ্রীগুরু পাঠশালায় বিক্ষোভের মুখে পড়েন অধীর চৌধুরী। কংগ্রেস কর্মীকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে যান অধীর। বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে অশ্লীল ভাষায় গালিগালাজেরও অভিযোগ উঠেছে।

Phase Election 2019 Live, Phase-IV Lok Sabha Polls Live, loksabha election 2019 live, লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচন ২০১৯ লাইভ সকাল থেকেই বিভিন্ন বুথে ভিড় জমিয়েছেন ভোটাররা।ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

কে কোথায় প্রার্থী? বহরমপুর: তৃণমূল- অপূর্ব সরকার, কংগ্রেস- অধীর চৌধুরী, বিজেপি- কৃষ্ণ জোয়ারদার আর্য, কৃষ্ণনগর: তৃণমূল- মহুয়া মৈত্র, বাম- শান্তনু ঝা, বিজেপি- কল্যাণ চৌবে, কংগ্রেস-ইন্তাজ আলি শাহ, বর্ধমান পূর্ব: তৃণমূল- সুনীল কুমার মণ্ডল, বাম- ঈশ্বরচন্দ্র দাস, বিজেপি- পরেশ দাস, কংগ্রেস- সিদ্ধার্থ মজুমদার, বর্ধমান-দুর্গাপুর: তৃণমূল- মমতাজ সংঘমিত্রা, বাম- আভাস রায়চৌধুরী, বিজেপি- এসএস আলুওয়ালিয়া, কংগ্রেস- রণজিৎ মুখোপাধ্যায়, রানাঘাট: তৃণমূল- রূপালি বিশ্বাস, বাম- রমা বিশ্বাস, বিজেপি- মুকুটমণি অধিকারী, কংগ্রেস- মিনতি বিশ্বাস, আসানসোল: তৃণমূল- মুনমুন সেন, বাম- গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, বিজেপি- বাবুল সুপ্রিয়, কংগ্রেস- বিশ্বরূপ মণ্ডল, বোলপুর: তৃণমূল- অসিত মাল, বাম- রামচন্দ্র ডোম, বিজেপি- রামপ্রসাদ দাস, কংগ্রেস- অভিজিৎ সাহা, বীরভূম: তৃণমূল- শতাব্দী রায়, বাম- রেজাউল করিম, বিজেপি- দুধকুমার মণ্ডল, কংগ্রেস- ইমাম হোসেন।

Live Blog

Phase 4 Election 2019 Polling in Baharampur, Krishnanagar, Ranaghat, Bolpur: লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আজ বাংলার ৮ কেন্দ্রে ভোটগ্রহণ হল। লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:



























17:42 (IST)29 Apr 19










































বাবুলের নামে ফের এফআইআরের নির্দেশ কমিশনের

আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিল নির্বাচন কমিশন। আসানসোলে ১৯৯নং বুথে ঢুকে পোলিং এজেন্ট ও এক আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাবুলের বিরুদ্ধে।

17:21 (IST)29 Apr 19










































ফের উত্তপ্ত দুবরাজপুর

ফের উত্তপ্ত বীরভূমের দুবরাজপুর। থোবা গ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হয়েছেন বলে দাবি। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

n n, এই প্রতিবেদনে অনুব্রতকে প্রণাম অনুপমের! দলবদল নিয়ে কী কথা হল কাকা-ভাইপোর?" id="lbcontentbody">
17:16 (IST)29 Apr 19










































অনুব্রতকে প্রণাম অনুপমের!

কাকা-ভাইপোর মান-অভিমান কি মিটে গেল? অনুব্রত মণ্ডলের পা ছুঁয়ে প্রণাম করে যেন সেরকম ইঙ্গিতই দিলেন অনুপম হাজরা। শুধু কী তাই, বোলপুরে তৃণমূলের কার্যালয়ে কাকুর কথায় পাত পেড়ে মধ্যাহ্নভোজও সারলেন একদা তৃণমূল সাংসদ তথা বর্তমান যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম। ভাইপো বললেন, ‘‘কাকু অন্যের কথা শুনে ভুল বুঝেছিল।’’ কাকুর কথাতেও তেমন অভিমানের কথা শোনা গেল। অনুপমের কাকু অনুব্রত বললেন, ‘‘ও একটু বোকামো করেছে।’’ এতেই শেষ নয়, আগামী দিনে তৃণমূলের সাংসদ হতে চাইলে ভাইপোর সেই আবদার মেটাতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও দ্বারস্থ হবেন অনুব্রত। এমন কথাই বললেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। সবমিলিয়ে তৃণমূল-বিজেপি ভোট উত্তাপের মধ্যে বোলপুরে অনুব্রত-অনুপমের পুনর্মিলন যেন এই গরমে দখিনা বাতাস এনে দিল বঙ্গ রাজনীতিতে। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে  অনুব্রতকে প্রণাম অনুপমের! দলবদল নিয়ে কী কথা হল কাকা-ভাইপোর?

publive-image

 

, এই প্রতিবেদনে অনুব্রতকে প্রণাম অনুপমের! দলবদল নিয়ে কী কথা হল কাকা-ভাইপোর?

16:43 (IST)29 Apr 19










































সপরিবারে ভোট দিলেন কিং খান

16:11 (IST)29 Apr 19










































ব্যারাকপুরের সভায় মোদী

15:46 (IST)29 Apr 19










































কমিশনে অভিযোগ তৃণমূলের

15:35 (IST)29 Apr 19










































মনোনয়নপত্র জমা দিলেন শত্রুঘ্ন সিনহা

15:09 (IST)29 Apr 19










































স্বরূপনগরের সভায় মমতা
15:01 (IST)29 Apr 19










































তৃণমূলকে কটাক্ষ মোদীর

14:56 (IST)29 Apr 19










































মমতাকে নিশানা মোদীর

14:47 (IST)29 Apr 19










































দিদির রাগ আকাশ ছুঁয়েছে: মোদী

বাংলায় ভোটপ্রচারে এসে ফের মমতাকে নিশানা করলেন মোদী। এদিন শ্রীরামপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘এই ভোটে মোদীকে গালাগাল দিচ্ছে বিরোধীরা, ইভিএমকেও এখন গালাগাল দিচ্ছে। বাংলায় যেভাবে আজ সকাল থেক খবর এসেছে, দিদির রাগ আকাশ ছুঁয়েছে। মোদী-বিজেপিকে গালাগাল দিতে দিতে মমতাদি এতটা রেগে আছেন যে, নিজের কর্মীরাই ওঁর কাছে যেতে ভয় পাচ্ছেন। মমতাদি গণতন্ত্র আপনাকে এই পদ দিয়েছেন, গণতন্ত্রকে স্বীকার করুন। বাংলার মানুষকে আপনি ধোঁকা দিয়েছেন। কিন্তু আপনি লোকতন্ত্রকে ধোঁকা দেবেন না’’।

14:44 (IST)29 Apr 19










































অধীরের সামনেই ‘ছাপ্পা ভোট’

বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে উত্তেজনা ছড়াল। কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর সামনেই ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। কংগ্রেসের হাতে পাকড়াও হয় এক ভুয়ো ভোটার। পরে ওই ব্যক্তিকে ছিনিয়ে নেয় তৃণমূল। অধীরের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বাধে। এ ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

14:40 (IST)29 Apr 19










































শ্রীরামপুরের সভায় মোদী

14:34 (IST)29 Apr 19










































বাংলায় আরও বাহিনী মোতায়েনের দাবি বিজেপির

14:22 (IST)29 Apr 19










































বচ্চনদের ভোট

14:15 (IST)29 Apr 19










































ভোট দিলেন করিনা কাপুর খান

14:10 (IST)29 Apr 19










































দুবরাজপুরের ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে নিশানা মমতার

বাগদার সভায় মমতা বলেন, ‘‘একটা বুথের মধ্যে ঢুকে গিয়ে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এত বড় সাহস! লাঠি-গুলি চালানোর কোনও অধিকার নেই। এটা রাজ্যের ব্যাপার। কেন্দ্রের নয়। বুথের মধ্যে ঢুকে বলছে বিজেপিকে ভোট দিন। এটা ওদের কাজ? প্রশাসনকে প্রশাসনের মতো কাজ চালাতে হয়। বাংলার পুলিশকে ভরসাই করতে পারছে না। আরে এরাই তো রাজ্যে চালায়। ভোট আসলে দিল্লির পুলিশ চাই।...ভোট পুলিস দেয় না, মানুষ দেয়।’’ প্রসঙ্গত, বুথে মোবাইল রাখা ঘিরে রণক্ষেত্র বীরভূমের দুবরাজপুরের পদুমা। মোবাইল ফোন জমা রাখা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা বাধে গ্রামবাসীদের একাংশের। মোবাইল জমা রাখার সময় কয়েকটি ফোন মাটিতে পড়ে যায়। বাহিনীর সঙ্গে ভোটারদের একাংশের ধস্তাধস্তি বেধে যায়। বাহিনীকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে ভোটারদের বিরুদ্ধে। পাল্টা শূন্য গুলি চালায় বলে অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

14:06 (IST)29 Apr 19










































সল্লুভাইয়ের ভোট

14:02 (IST)29 Apr 19










































সপরিবারে ভোট দিলেন সচিন তেন্ডুলকর

13:51 (IST)29 Apr 19










































বাগদার সভায় মমতা
13:30 (IST)29 Apr 19










































স্মৃতি ইরানির ভোট

13:22 (IST)29 Apr 19










































ভোট দিয়ে কী বললেন পীযূষ গোয়েল?

13:10 (IST)29 Apr 19










































পাণ্ডবেশ্বরে উত্তেজনা

পাণ্ডবেশ্বরের ১৩৯ নং বুথে বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুথের সামনে দলীয় প্রতীক লাগিয়ে স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে যুব তৃণমূল নেতার বিরুদ্ধে।

13:08 (IST)29 Apr 19










































‘ড্রিমগার্ল’-এর ভোট

13:00 (IST)29 Apr 19










































সপরিবারে ভোট দিলেন উদ্ধব ঠাকরে

12:51 (IST)29 Apr 19










































কান্নায় ভেঙে পড়লেন প্রজ্ঞা সিং ঠাকুর

12:44 (IST)29 Apr 19










































অশান্ত নানুর

12:34 (IST)29 Apr 19










































বীরভূমের দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর গুলি

বুথে মোবাইল রাখা ঘিরে রণক্ষেত্র বীরভূমের দুবরাজপুরের পদুমা। মোবাইল ফোন জমা রাখা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা বাধে গ্রামবাসীদের একাংশের। মোবাইল জমা রাখার সময় কয়েকটি ফোন মাটিতে পড়ে যায়। বাহিনীর সঙ্গে ভোটারদের একাংশের ধস্তাধস্তি বেধে যায়। বাহিনীকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে ভোটারদের বিরুদ্ধে। পাল্টা শূন্য গুলি চালায় বলে অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

12:24 (IST)29 Apr 19










































সানির মনোনয়নপত্র পেশ

12:12 (IST)29 Apr 19










































ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় এক্সক্লুসিভ অধীর চৌধুরী, কী বললেন?

12:03 (IST)29 Apr 19










































তিন নায়িকার ভোট

11:58 (IST)29 Apr 19










































সকাল ১১টা পর্যন্ত ভোটের হার

কৃষ্ণনগর- ৩৪.৮৫ %

রানাঘাট- ৩৫.১২ %

বর্ধমান পূর্ব- ৩৬.০৯ %

বর্ধমান- দুর্গাপুর- ৩৪.৬৪ %

আসানসোল- ৩৪.২৮ %

বহরমপুর- ৩৬.১১ %

বোলপুর- ৩২.৪৯ %

বীরভূম- ৩৪.১০ %

11:55 (IST)29 Apr 19










































বুথ দখলের অভিযোগ বাবুল সুপ্রিয়ের

" id="lbcontentbody">
11:40 (IST)29 Apr 19










































অধীরকে ঘিরে বিক্ষোভ, ‘গালিগালাজ’

শ্রীগুরু পাঠশালায় অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ। কংগ্রেস কর্মীকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে যান অধীর। বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে অশ্লীল ভাষায় গালিগালাজেরও অভিযোগ উঠেছে।publive-image

11:36 (IST)29 Apr 19










































মাথা ফাটল বিজেপি সমর্থকদের

বীরভূমের নলহাটির হাবিসপুরে বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মারধরে মাথা ফাটল বিজেপি সমর্থকের। তৃণমূল-বিজেপির মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। 

" id="lbcontentbody">
11:27 (IST)29 Apr 19










































নকুলদানা জিতবে: অনুব্রত মণ্ডল

‘‘খুবই শান্তিপূর্ণ ভোট হচ্ছে। সব দাওয়াই কাজ হচ্ছে। নকুলদানা জিতবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। নজদরদারি মানি না ওসব’’, ভোট দিয়ে বললেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত, গতকাল থেকেই কমিশনের নজরবন্দিতে রয়েছেন অনুব্রত। তৃণমূলের কেষ্টর সঙ্গে রয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় বাহিনী। কমিশনের নজরবন্দি হওয়ার জন্য অনুব্রতর ফোন রয়েছে কমিশনের হেফাজতে। এ প্রসঙ্গে অনুব্রত বলেন, ‘‘একটা ফোন নিল তো কী হল, হাজারটা ফোন আসে।’’

publive-image

11:13 (IST)29 Apr 19










































বহরমপুরে ‘আক্রান্ত’ ভোটার

" id="lbcontentbody">
11:01 (IST)29 Apr 19










































বাংলায় ঠিকঠাক ভোট হচ্ছে: বিশেষ পর্যবেক্ষক

‘‘সকাল থেকে পশ্চিমবঙ্গে ঠিকঠাক ভোট হচ্ছে’’, জানালেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। যদিও চতুর্থ দফার লোকসভা নির্বাচনে সাতসকাল থেকেই বাংলার বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়েছে। আসানসোলের জেমুয়ায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ ভোটারদের। শাসক-বিরোধী সংঘাত বেঁধে যায়। পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিশ। অন্যদিকে, আসানসোলে বাবুল সুপ্রিয়ের গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। পাশাপাশি নানুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষের খবর মিলেছে।

publive-image

10:47 (IST)29 Apr 19










































নানুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

চতুর্থ দফার লোকসভা নির্বাচনে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের নানুর। ২১৭ নং বুথে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে বলে জানা যাচ্ছে। বাঁশের লাঠি নিয়ে তাণ্ডব। বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এক বিজেপি সমর্থকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল। অন্যদিকে, তৃণমূলের ক্যাম্প অফিস থেকে খাবার পুকুরে ফেলা হয় বলে পাল্টা অভিযোগ উঠেছে।

10:44 (IST)29 Apr 19










































বাংলায় আজ সভার আগে মোদীকে নিশানা তৃণমূলের

10:32 (IST)29 Apr 19










































বাংলায় ভোটে হিংসা, কমিশনে বিজেপি

বাংলায় ভোটে হিংসা নিয়ে আজ কমিশনে যাচ্ছে বিজেপি। মুখতার আব্বাস নকভি, বিজয় গোয়েলরা আজ নির্বাচন কমিশনে যাচ্ছেন। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

10:23 (IST)29 Apr 19










































ভোট দিলেন সস্ত্রীক আমির খান

10:18 (IST)29 Apr 19










































ঝাড়খণ্ডে মাওবাদী অধ্যুষিত এলাকায় চলছে ভোটগ্রহণ

10:10 (IST)29 Apr 19










































ভোটপ্রচারে আজ রাজস্থানে রাহুল গান্ধী

10:05 (IST)29 Apr 19










































জম্মু-কাশ্মীরে ভোটের ছবি

09:56 (IST)29 Apr 19










































সকাল ৯টা পর্যন্ত ভোটের হার

কৃষ্ণনগর- ১৭.২৭ %

রানাঘাট- ১৬.৯৪ %

বর্ধমান পূর্ব- ১৮.২৪ %

বর্ধমান- দুর্গাপুর- ১৬.১২ %

আসানসোল- ১৭-৫৩ %

বহরমপুর- ১৮.১০ %

বোলপুর- ১৭.৩৯ %

বীরভূম- ১৩.৬১ %

09:53 (IST)29 Apr 19










































ভোটারদের মারধরে অভিযুক্ত শাসকদল

জামুড়িয়ার তালতোড়ে ভোটারদের বাধা, মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পরে পুলিশি আশ্বাসে ফের ভোট দিতে বুথে যান ভোটাররা।

09:50 (IST)29 Apr 19










































ভোটাধিকার প্রয়োগ করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার

09:45 (IST)29 Apr 19










































ইভিএমে বোতাম টিপলেন মাধুরী দিক্ষীত

09:42 (IST)29 Apr 19










































আসানসোলের ১২৫-১২৯ বুথে ধুন্ধুমার

09:20 (IST)29 Apr 19










































বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ আসানসোলে

আসানসোলের বারাবনির ১৯৯ নং বুথে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে ঘিরে চরম বিক্ষোভ। বাবুলের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের। বাবুলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল কর্মীদের। বাবুলের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ওই বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বাবুল। বুথের মধ্যেই তৃণমূলের পোলিং এজেন্টের সঙ্গে কথা কাটাকাটি হয় বাবুলের। এ প্রসঙ্গে আসানসোলের বিজেপি প্রার্থী বলেন, ‘‘আমাকে আটকানো হচ্ছে। কিছু করতে পারবে না।’’

09:15 (IST)29 Apr 19










































ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ভোটারদের ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থল বীরভূমের সাঁইথিয়ার কোমা হাইস্কুল। পরে দলবদ্ধ ভাবে ভোটকেন্দ্রে যান ভোটাররা। রামপুরহাটের দখলবাটিতেও ভোট দিতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 

09:13 (IST)29 Apr 19










































কানহাইয়া কুমারের ভোট

09:11 (IST)29 Apr 19










































ছাপ্পা ভোটে অভিযুক্ত তৃণমূল

কেতুগ্রামের খাজি হাইস্কুলে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ছাপ্পা ভোট নিয়ে কার্যত মুখে কুলুপ আঁটলেন প্রিসাইডিং অফিসার। এ ঘটনাকর জেরে নির্বাচন কমিশনের নির্দেশে সরানো হল প্রিসাইডিং অফিসারকে।

09:06 (IST)29 Apr 19










































আজ বাংলায় জোড়া সভা মোদীর

09:00 (IST)29 Apr 19










































আজ জোড়া সভা মমতার
08:55 (IST)29 Apr 19










































ভোট দিলেন কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর

08:52 (IST)29 Apr 19










































ভোট দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ

08:37 (IST)29 Apr 19










































ভোট ঘিরে ধুন্ধুমার জেমুয়ায়

ভোট ঘিরে ধুন্ধুমার আসানসোলের জেমুয়া। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না থাকায় প্রতিবাদে ভোট বয়কট ভোটারদের একাংশের। এলাকায় শাসক-বিরোধী সমর্থকদের মধ্যে হাতাহাতি। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পুলিশের। মোতায়েন করা হয়েছে র‌্যাফ।

08:33 (IST)29 Apr 19










































ভোট দিলেন রবি কিষাণ

08:30 (IST)29 Apr 19










































বিতর্কে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল!

বিতর্কে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল! বুথের মধ্যে ফোনে কথা বলতে দেখা গেল বীরভূমের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলকে। ইভিএম খারাপ থাকায় দেরিতে শুরু ওই কেন্দ্রে ভোটগ্রহণ। ‘‘ভুলবশত ভাবে ফোন নিয়ে ঢুকে পড়েছিলাম’’, সাফাই দুধকুমারের।

08:28 (IST)29 Apr 19










































ভোট দিলেন সস্ত্রীক পরেশ রাওয়াল

08:25 (IST)29 Apr 19










































ভোট দিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে

08:19 (IST)29 Apr 19










































আসানসোলে ভোটের ছবি

08:14 (IST)29 Apr 19










































ভোটারদের বার্তা মোদীর

08:11 (IST)29 Apr 19










































ভোট দিলেন রেখা

08:03 (IST)29 Apr 19










































ভোট দিলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস

07:41 (IST)29 Apr 19










































ভোট বন্ধ রেখে প্রতিবাদ ভোটারদের

দুর্গাপুরের জেমুয়ায় ৫ বুথে নেই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী, প্রতিবাদে ভোট বন্ধ করলেন ভোটারদের একাংশ। বুথের সামনে ভোটারদের বিক্ষোভ।

07:26 (IST)29 Apr 19










































চাপড়ায় উত্তেজনা

চাপড়ার দৈয়েরবাজারে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোটকর্মীদের মধ্যে বচসা।

07:06 (IST)29 Apr 19










































ভোটগ্রহণ শুরু

শুরু চতুর্থ দফার লোকসভা নির্বাচন

লোকসভা নির্বাচন ২০১৯: বাংলায় লোকসভা নির্বাচনের প্রচারে ফের 'বিদেশি' যোগ নিয়ে পারদ চড়ল।যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরার হয়ে প্রচার করেন কুস্তিগীর ‘দ্য গ্রেট খলি’। খলি মার্কিন নাগরিক হয়েও অনুপমের হয়ে প্রচার করেছেন, এই অভিযোগ তুলে এবার কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। এ নিয়ে নির্বাচন কমিশনকে আইনি চিঠি দিল তৃণমূল। প্রসঙ্গত, গত শুক্রবার যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অনুপমের হয়ে প্রচার সারেন খলি। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী অনুপম বলেছিলেন, খলি তাঁর ভাল বন্ধু, তাই তাঁর প্রচারে এসেছেন। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ‘মার্কিন নাগরিক’কে দিয়ে ভোট প্রচার, বিজেপির বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ তৃণমূল

এদিকে, ভোটের বাজারে আবারও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন মুকুল রায়। লোকসভা নির্বাচনে বিজেপি যথেচ্ছ টাকা খরচ করছে, এমনকী, আরএসএসও টাকা ওড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এ অভিযোগের জবাবে মুকুল রায় বললেন, “উনি(মমতা বন্দ্যোপাধ্যায়) কিছু জানেন না। এত দিন এসব তো ওঁকে করতে হয়নি। দলের খরচের হিসাব ঠিক সময়ে বিজেপি দেবে। এই নিয়ে ওঁকে চিন্তা করতে হবে না। মুকুল রায় বলেন, “প্রার্থীর খরচে সীমাবদ্ধতা আছে। কিন্তু দলের নেই। খবর আছে ওঁর এক ঘনিষ্ঠ ওঁর এক সহকারীকে নিয়ে টাকা খরচ করছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে সেই অভিযোগ জানাব। মমতার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে।” বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে মমতার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে: মুকুল রায়

PM Narendra Modi CONGRESS CPIM lok sabha 2019 General Election 2019 bjp tmc Mamata Banerjee rahul gandhi
Advertisment