/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/babul.jpg)
Phase Election 2019 Live, Phase-IV Lok Sabha Polls: বাবুল সুপ্রিয়।
Lok Sabha Election 2019 Phase 4 Polling for West Bengal: লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় বাংলায় অশান্তি ছড়াল।বীরভূমের দুবরাজপুরে বুথের মধ্যে শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। নানুরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এক বিজেপি সমর্থকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল। বীরভূমের নলহাটিতে মাথা ফাটল এক বিজেপি সমর্থকের। মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না থাকায় প্রতিবাদে আসানসোলের জেমুয়ায় ভোট বয়কট করলেন ভোটারদের একাংশ।এলাকায় শাসক-বিরোধী সমর্থকদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। প্রসঙ্গত, গত ৩ দফার ভোটের থেকে বাংলায় চতুর্থ দফার ভোট ঘিরে আরও সতর্ক নির্বাচন কমিশন। চতুর্থ দফার ভোটে প্রায় ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে বলে জানা গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও কেন জেমুয়ার বুথে পর্যাপ্ত বাহিনী নেই বলে অভিযোগ উঠল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
এদিকে, আসানসোলের বারাবনির ১৯৯ নং বুথে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে ঘিরে তুমুল বিক্ষোভ। বাবুলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। বাবুলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে তৃণমূল কর্মীদের। বাবুলের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শ্রীগুরু পাঠশালায় বিক্ষোভের মুখে পড়েন অধীর চৌধুরী। কংগ্রেস কর্মীকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে যান অধীর। বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে অশ্লীল ভাষায় গালিগালাজেরও অভিযোগ উঠেছে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/voting-6.jpg)
কে কোথায় প্রার্থী? বহরমপুর: তৃণমূল- অপূর্ব সরকার, কংগ্রেস- অধীর চৌধুরী, বিজেপি- কৃষ্ণ জোয়ারদার আর্য, কৃষ্ণনগর: তৃণমূল- মহুয়া মৈত্র, বাম- শান্তনু ঝা, বিজেপি- কল্যাণ চৌবে, কংগ্রেস-ইন্তাজ আলি শাহ, বর্ধমান পূর্ব: তৃণমূল- সুনীল কুমার মণ্ডল, বাম- ঈশ্বরচন্দ্র দাস, বিজেপি- পরেশ দাস, কংগ্রেস- সিদ্ধার্থ মজুমদার, বর্ধমান-দুর্গাপুর: তৃণমূল- মমতাজ সংঘমিত্রা, বাম- আভাস রায়চৌধুরী, বিজেপি- এসএস আলুওয়ালিয়া, কংগ্রেস- রণজিৎ মুখোপাধ্যায়, রানাঘাট: তৃণমূল- রূপালি বিশ্বাস, বাম- রমা বিশ্বাস, বিজেপি- মুকুটমণি অধিকারী, কংগ্রেস- মিনতি বিশ্বাস, আসানসোল: তৃণমূল- মুনমুন সেন, বাম- গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, বিজেপি- বাবুল সুপ্রিয়, কংগ্রেস- বিশ্বরূপ মণ্ডল, বোলপুর: তৃণমূল- অসিত মাল, বাম- রামচন্দ্র ডোম, বিজেপি- রামপ্রসাদ দাস, কংগ্রেস- অভিজিৎ সাহা, বীরভূম: তৃণমূল- শতাব্দী রায়, বাম- রেজাউল করিম, বিজেপি- দুধকুমার মণ্ডল, কংগ্রেস- ইমাম হোসেন।
Live Blog
Phase 4 Election 2019 Polling in Baharampur, Krishnanagar, Ranaghat, Bolpur: লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আজ বাংলার ৮ কেন্দ্রে ভোটগ্রহণ হল। লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:
বহরমপুরে টাউন ক্লাবের কাছে ১১৮নং বুথে ভোটারদের মারধরের অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
বহরমপুরের বুথে ভোটারদের মারধরের অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে।#Decision2019#LokSabhaElections2019pic.twitter.com/oLXqgAaxTS
— IE Bangla (@ieBangla) April 29, 2019
‘‘সকাল থেকে পশ্চিমবঙ্গে ঠিকঠাক ভোট হচ্ছে’’, জানালেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। যদিও চতুর্থ দফার লোকসভা নির্বাচনে সাতসকাল থেকেই বাংলার বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়েছে। আসানসোলের জেমুয়ায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ ভোটারদের। শাসক-বিরোধী সংঘাত বেঁধে যায়। পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিশ। অন্যদিকে, আসানসোলে বাবুল সুপ্রিয়ের গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। পাশাপাশি নানুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষের খবর মিলেছে।
চতুর্থ দফার লোকসভা নির্বাচনে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের নানুর। ২১৭ নং বুথে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে বলে জানা যাচ্ছে। বাঁশের লাঠি নিয়ে তাণ্ডব। বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এক বিজেপি সমর্থকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল। অন্যদিকে, তৃণমূলের ক্যাম্প অফিস থেকে খাবার পুকুরে ফেলা হয় বলে পাল্টা অভিযোগ উঠেছে।
Check out our #JumlaMeter where we have exposed the past #Jumlas of 'Expiry Babu'
He is coming to #Bengal today again. Expect a fresh round of falsehoods. Our #FactCheck team will use #JumlaMeter again to bust his claims.https://t.co/7yEyIbwqHr
— All India Trinamool Congress (@AITCofficial) April 29, 2019
বাংলায় ভোটে হিংসা নিয়ে আজ কমিশনে যাচ্ছে বিজেপি। মুখতার আব্বাস নকভি, বিজয় গোয়েলরা আজ নির্বাচন কমিশনে যাচ্ছেন। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।
Delhi: BJP delegation including Mukhtar Abbas Naqvi, Vijay Goel & Anil Baluni will meet Election Commission today over the issue of poll-related violence during polling in West Bengal. #LokSabhaElections2019
— ANI (@ANI) April 29, 2019
#Mumbai: Actor Aamir Khan and his wife Kiran Rao after casting their votes at polling booth in St. Anne's High School in Bandra. #LokSabhaElections2019pic.twitter.com/jRYwkW8LzX
— ANI (@ANI) April 29, 2019
Jharkhand: Polling is being conducted for the first time at booth number 249 in Jagodih area of Palamu constituency. It is a naxal-affected area. #LokSabhaElections2019pic.twitter.com/cCP2eU3trq
— ANI (@ANI) April 29, 2019
Congress President @RahulGandhi Will be in Rajasthan today for three public rallies. Watch him live on our social media platforms.
YT: https://t.co/g2POk6TV2tpic.twitter.com/pDz5R3b72P
— Congress (@INCIndia) April 29, 2019
Jammu & Kashmir: Polling underway at a polling booth in Kurigam area of Kulgam. #LokSabhaElections2019pic.twitter.com/lfeVDTgTor
— ANI (@ANI) April 29, 2019
#Mumbai: NCP Chief Sharad Pawar after casting his vote at polling booth 31 in Tardeo. #LokSabhaElections2019pic.twitter.com/G8VNrNwESd
— ANI (@ANI) April 29, 2019
#Mumbai: Actor Madhuri Dixit casts her vote at a polling booth in Juhu. #LokSabhaElections2019pic.twitter.com/6OraiSkWVZ
— ANI (@ANI) April 29, 2019
#WATCH Clash between TMC workers and QRF and security personnel outside polling booth number 125-129 in Asansol, after disagreement erupted between BJP & CPI(M) workers after TMC workers insisted on polling despite absence of central forces. #WestBengalpic.twitter.com/wmTE97gY4i
— ANI (@ANI) April 29, 2019
আসানসোলের বারাবনির ১৯৯ নং বুথে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে ঘিরে চরম বিক্ষোভ। বাবুলের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের। বাবুলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল কর্মীদের। বাবুলের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ওই বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বাবুল। বুথের মধ্যেই তৃণমূলের পোলিং এজেন্টের সঙ্গে কথা কাটাকাটি হয় বাবুলের। এ প্রসঙ্গে আসানসোলের বিজেপি প্রার্থী বলেন, ‘‘আমাকে আটকানো হচ্ছে। কিছু করতে পারবে না।’’
#WATCH Clash between TMC workers and security personnel at polling booth number 199 in Asansol. A TMC polling agent said, 'no BJP polling agent was present at the booth.' BJP MP candidate from Asansol, Babul Supriyo's car was also vandalised outside the polling station. pic.twitter.com/goOmFRG96L
— ANI (@ANI) April 29, 2019
West Bengal: BJP MP candidate from Asansol, Babul Supriyo's car vandalised in Asansol. A TMC polling agent says, there is no BJP polling agent here. pic.twitter.com/kBNmpXCvPD
— ANI (@ANI) April 29, 2019
#Bihar: CPI candidate from Begusarai, Kanhaiya Kumar after casting his vote at a polling centre in Begusarai. #LokSabhaElections2019pic.twitter.com/zL57N8dUDB
— ANI (@ANI) April 29, 2019
মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর বিশাল জনসভা।
স্থান: শ্রীরামপুর এবং ব্যারাকপুর
২৯ শে এপ্রিল,২০১৯#ModiHaiToVikasHaipic.twitter.com/wN9YDFlEkH— BJP Bengal (@BJP4Bengal) April 28, 2019
#Mumbai: Congress MP candidate from Mumbai North, Urmila Mataondkar casts her vote at polling booth number 190 in Bandra. pic.twitter.com/caqMEX9Njk
— ANI (@ANI) April 29, 2019
#LokSabhaElections2019 :Madhya Pradesh Chief Minister Kamal Nath casts his vote at polling booth number 17 in Shikarpur, Chhindwara. pic.twitter.com/4liBH70BYb
— ANI (@ANI) April 29, 2019
ভোট ঘিরে ধুন্ধুমার আসানসোলের জেমুয়া। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না থাকায় প্রতিবাদে ভোট বয়কট ভোটারদের একাংশের। এলাকায় শাসক-বিরোধী সমর্থকদের মধ্যে হাতাহাতি। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পুলিশের। মোতায়েন করা হয়েছে র্যাফ।
West Bengal: Villagers boycott polls at Jemua's polling booth number 222&226 in Asansol due to absence of central forces at the polling station. Polling has been suspended at the polling station as voters are protesting. #LokSabhaElections2019pic.twitter.com/ZlelPIKMB0
— ANI (@ANI) April 29, 2019
#Mumbai: BJP MP candidate from UP's Gorakhpur, Ravi Kishan casts his vote at a polling booth in Goregaon. pic.twitter.com/s9mH0pHLey
— ANI (@ANI) April 29, 2019
#Mumbai : BJP sitting MP Paresh Rawal & his wife Swaroop Sampat cast their vote at polling booth number 250-256 at Jamna Bai School in Vile Parle. pic.twitter.com/V4iXvzhD9D
— ANI (@ANI) April 29, 2019
Rajasthan: Former Rajasthan CM and BJP leader Vasundhara Raje Scindia casts her vote at polling booth number 33 in Jhalawar. #LokSabhaElections2019pic.twitter.com/9iNp9geKtQ
— ANI (@ANI) April 29, 2019
Visuals from a polling station in Asansol, West Bengal: 8 parliamentary constituencies in the state are voting in the fourth phase of #LokSabhaElections2019pic.twitter.com/wewRfL3meG
— ANI (@ANI) April 29, 2019
Another phase of the General Elections begins today. I hope those voting today do so in large numbers and break the voting records of the previous three phases.
A special appeal to young voters to head to the polling booth and exercise their franchise.
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 29, 2019
#Mumbai: Veteran actor Rekha casts her vote at polling booth number 283 in Bandra. #LokSabhaElections2019pic.twitter.com/z14VraA06W
— ANI (@ANI) April 29, 2019
#Mumbai: Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das casts his vote at polling booth number 40 & 41 at Peddar Road. #LokSabhaElections2019pic.twitter.com/i2TFjtuJxP
— ANI (@ANI) April 29, 2019
এদিকে, ভোটের বাজারে আবারও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন মুকুল রায়। লোকসভা নির্বাচনে বিজেপি যথেচ্ছ টাকা খরচ করছে, এমনকী, আরএসএসও টাকা ওড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এ অভিযোগের জবাবে মুকুল রায় বললেন, “উনি(মমতা বন্দ্যোপাধ্যায়) কিছু জানেন না। এত দিন এসব তো ওঁকে করতে হয়নি। দলের খরচের হিসাব ঠিক সময়ে বিজেপি দেবে। এই নিয়ে ওঁকে চিন্তা করতে হবে না। মুকুল রায় বলেন, “প্রার্থীর খরচে সীমাবদ্ধতা আছে। কিন্তু দলের নেই। খবর আছে ওঁর এক ঘনিষ্ঠ ওঁর এক সহকারীকে নিয়ে টাকা খরচ করছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে সেই অভিযোগ জানাব। মমতার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে।” বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে মমতার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে: মুকুল রায়
আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিল নির্বাচন কমিশন। আসানসোলে ১৯৯নং বুথে ঢুকে পোলিং এজেন্ট ও এক আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাবুলের বিরুদ্ধে।
ফের উত্তপ্ত বীরভূমের দুবরাজপুর। থোবা গ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হয়েছেন বলে দাবি। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
কাকা-ভাইপোর মান-অভিমান কি মিটে গেল? অনুব্রত মণ্ডলের পা ছুঁয়ে প্রণাম করে যেন সেরকম ইঙ্গিতই দিলেন অনুপম হাজরা। শুধু কী তাই, বোলপুরে তৃণমূলের কার্যালয়ে কাকুর কথায় পাত পেড়ে মধ্যাহ্নভোজও সারলেন একদা তৃণমূল সাংসদ তথা বর্তমান যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম। ভাইপো বললেন, ‘‘কাকু অন্যের কথা শুনে ভুল বুঝেছিল।’’ কাকুর কথাতেও তেমন অভিমানের কথা শোনা গেল। অনুপমের কাকু অনুব্রত বললেন, ‘‘ও একটু বোকামো করেছে।’’ এতেই শেষ নয়, আগামী দিনে তৃণমূলের সাংসদ হতে চাইলে ভাইপোর সেই আবদার মেটাতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও দ্বারস্থ হবেন অনুব্রত। এমন কথাই বললেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। সবমিলিয়ে তৃণমূল-বিজেপি ভোট উত্তাপের মধ্যে বোলপুরে অনুব্রত-অনুপমের পুনর্মিলন যেন এই গরমে দখিনা বাতাস এনে দিল বঙ্গ রাজনীতিতে। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে অনুব্রতকে প্রণাম অনুপমের! দলবদল নিয়ে কী কথা হল কাকা-ভাইপোর?
, এই প্রতিবেদনে অনুব্রতকে প্রণাম অনুপমের! দলবদল নিয়ে কী কথা হল কাকা-ভাইপোর?
বাংলায় ভোটপ্রচারে এসে ফের মমতাকে নিশানা করলেন মোদী। এদিন শ্রীরামপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘এই ভোটে মোদীকে গালাগাল দিচ্ছে বিরোধীরা, ইভিএমকেও এখন গালাগাল দিচ্ছে। বাংলায় যেভাবে আজ সকাল থেক খবর এসেছে, দিদির রাগ আকাশ ছুঁয়েছে। মোদী-বিজেপিকে গালাগাল দিতে দিতে মমতাদি এতটা রেগে আছেন যে, নিজের কর্মীরাই ওঁর কাছে যেতে ভয় পাচ্ছেন। মমতাদি গণতন্ত্র আপনাকে এই পদ দিয়েছেন, গণতন্ত্রকে স্বীকার করুন। বাংলার মানুষকে আপনি ধোঁকা দিয়েছেন। কিন্তু আপনি লোকতন্ত্রকে ধোঁকা দেবেন না’’।
বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে উত্তেজনা ছড়াল। কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর সামনেই ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। কংগ্রেসের হাতে পাকড়াও হয় এক ভুয়ো ভোটার। পরে ওই ব্যক্তিকে ছিনিয়ে নেয় তৃণমূল। অধীরের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বাধে। এ ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
বাগদার সভায় মমতা বলেন, ‘‘একটা বুথের মধ্যে ঢুকে গিয়ে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এত বড় সাহস! লাঠি-গুলি চালানোর কোনও অধিকার নেই। এটা রাজ্যের ব্যাপার। কেন্দ্রের নয়। বুথের মধ্যে ঢুকে বলছে বিজেপিকে ভোট দিন। এটা ওদের কাজ? প্রশাসনকে প্রশাসনের মতো কাজ চালাতে হয়। বাংলার পুলিশকে ভরসাই করতে পারছে না। আরে এরাই তো রাজ্যে চালায়। ভোট আসলে দিল্লির পুলিশ চাই।...ভোট পুলিস দেয় না, মানুষ দেয়।’’ প্রসঙ্গত, বুথে মোবাইল রাখা ঘিরে রণক্ষেত্র বীরভূমের দুবরাজপুরের পদুমা। মোবাইল ফোন জমা রাখা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা বাধে গ্রামবাসীদের একাংশের। মোবাইল জমা রাখার সময় কয়েকটি ফোন মাটিতে পড়ে যায়। বাহিনীর সঙ্গে ভোটারদের একাংশের ধস্তাধস্তি বেধে যায়। বাহিনীকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে ভোটারদের বিরুদ্ধে। পাল্টা শূন্য গুলি চালায় বলে অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
পাণ্ডবেশ্বরের ১৩৯ নং বুথে বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুথের সামনে দলীয় প্রতীক লাগিয়ে স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে যুব তৃণমূল নেতার বিরুদ্ধে।
বুথে মোবাইল রাখা ঘিরে রণক্ষেত্র বীরভূমের দুবরাজপুরের পদুমা। মোবাইল ফোন জমা রাখা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা বাধে গ্রামবাসীদের একাংশের। মোবাইল জমা রাখার সময় কয়েকটি ফোন মাটিতে পড়ে যায়। বাহিনীর সঙ্গে ভোটারদের একাংশের ধস্তাধস্তি বেধে যায়। বাহিনীকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে ভোটারদের বিরুদ্ধে। পাল্টা শূন্য গুলি চালায় বলে অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
কৃষ্ণনগর- ৩৪.৮৫ %
রানাঘাট- ৩৫.১২ %
বর্ধমান পূর্ব- ৩৬.০৯ %
বর্ধমান- দুর্গাপুর- ৩৪.৬৪ %
আসানসোল- ৩৪.২৮ %
বহরমপুর- ৩৬.১১ %
বোলপুর- ৩২.৪৯ %
বীরভূম- ৩৪.১০ %
শ্রীগুরু পাঠশালায় অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ। কংগ্রেস কর্মীকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে যান অধীর। বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে অশ্লীল ভাষায় গালিগালাজেরও অভিযোগ উঠেছে।/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/adhir-new-759-1.png)
বীরভূমের নলহাটির হাবিসপুরে বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মারধরে মাথা ফাটল বিজেপি সমর্থকের। তৃণমূল-বিজেপির মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ।
‘‘খুবই শান্তিপূর্ণ ভোট হচ্ছে। সব দাওয়াই কাজ হচ্ছে। নকুলদানা জিতবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। নজদরদারি মানি না ওসব’’, ভোট দিয়ে বললেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত, গতকাল থেকেই কমিশনের নজরবন্দিতে রয়েছেন অনুব্রত। তৃণমূলের কেষ্টর সঙ্গে রয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় বাহিনী। কমিশনের নজরবন্দি হওয়ার জন্য অনুব্রতর ফোন রয়েছে কমিশনের হেফাজতে। এ প্রসঙ্গে অনুব্রত বলেন, ‘‘একটা ফোন নিল তো কী হল, হাজারটা ফোন আসে।’’