General Election 2019: কোনওভাবেই লোকসভার লড়াইয়ে কংগ্রেসের হাত ধরবেন না মায়াবতী-অখিলেশরা। বিজেপিকে হারাতে তাদের জোটই যথেষ্ট। উত্তরপ্রদেশের ৮০টি কেন্দ্রে ‘স্বাধীন ভাবে’ লড়ুক কংগ্রেস। এ ভাষাতেই কংগ্রেসকে স্পষ্ট বার্তা দিলেন বসপা সুপ্রিমো মায়াবতী। একইসঙ্গে মায়াবতীর কড়া বার্তা, বসপা-সপা-আরএলডি জোটের জন্য ৭টি আসন ছেড়ে ভুল বার্তা দিচ্ছে কংগ্রেস। এটা ঠিক নয়। উল্লেখ্য, উত্তরপ্রদেশের ৭টি আসনে সপা-বসপা জোটের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। রাহুল গান্ধীদের সেই সিদ্ধান্তের পরই মায়াবতী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তাঁরা কোনওভাবেই কংগ্রেসের সঙ্গে হাত মেলাচ্ছেন না।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
বসপা নেত্রীর পাশাপাশি এ নিয়ে টুইটারে সরব হয়েছেন সপা নেতা অখিলেশ যাদবও। বাবুয়া টুইটে লিখেছেন, ‘‘উত্তরপ্রদেশে বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে সপা, বসপা ও আরএলডি-র জোট। কোনওরকম বিভ্রান্তি ছড়ানো ঠিক নয় কংগ্রেসের।’’
আরও পড়ুন, উনিশে বিজেপিকে রুখতে ২৪ বছর পর আবারও একসঙ্গে সপা-বসপা
রবিবার কংগ্রেস সভাপতি রাজ বব্বর জানান, ‘‘উত্তরপ্রদেশে সপা, বসপা, আরএলডি জোটের জন্য ৭টি আসন ছাড়ছে কংগ্রেস। যে কেন্দ্রে মায়াবতী, আরএলডি প্রধান অজিত সিং ও তাঁর জয়ন্ত চৌধুরি প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেখানে কোনও প্রার্থী দেবে না কংগ্রেস।’’ এ প্রসঙ্গে রাজ আরও বলেন, ‘‘ওরা আমাদের জন্য রায়বরেলি ও আমেঠি আসন ছেড়েছিল। তাই আমরা ওদের জন্য ৭টি আসন ছাড়ার সিদ্ধান্ত নিলাম।’’
প্রসঙ্গত, কংগ্রেসি ঐতিহ্যের কথা মাথায় রেখে রায়বরেলি ও আমেঠি কেন্দ্রে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মায়াবতী, অখিলেশরা। ৭ দফায় এবার লোকসভা নির্বাচন উত্তরপ্রদেশে। প্রথম দফার ভোট আগামী ১১ এপ্রিল।
Read the full story in English