লোকসভার লড়াইয়ে তৃণমূলের প্রার্থী তালিকায় নতুন মুখ এনে চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রে এবার নয়া প্রার্থীর নাম ঘোষণা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। গতবারের নিরিখে দেখলে এবার লোকসভা নির্বাচনের ময়দানে তৃণমূলের অন্যতম 'নতুন মুখ' দীর্ঘদিনের রাজনীতিক সুব্রত মুখোপাধ্যায়, মানস ভুঁইয়া, মালা রায়ের মতো নেতারা। তৃণমূলের প্রার্থী তালিকায় এবার যে নামটি নজর কেড়েছে, তা হল রূপালি বিশ্বাস। চলতি বছর ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর আগের দিন খুন হন নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। নিহত বিধায়কের স্ত্রী তথা মতুয়া সম্প্রদায়ের মুখ রূপালিদেবীকে লোকসভার টিকিট দিয়ে মমতা কৌশলী পদক্ষেপ গ্রহণ করেছেন বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
লোকসভা নির্বাচনের আরও খবর পডুন, এখানে
আরও পড়ুন, Lok Sabha Election 2019: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত, কোথায় কোন প্রার্থী?
একনজরে জেনে নিন, ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূলের নতুন প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা
* কলকাতা দক্ষিণ- মালা রায়, আগে ছিলেন সুব্রত বক্সী
* যাদবপুর- অভিনেত্রী মিমি চক্রবর্তী, আগে ছিলেন সুগত বসু
* বাঁকুড়া- সুব্রত মুখোপাধ্যায়, আগে ছিলেন মুনমুন সেন (এবার আসানসোলের প্রার্থী)
* মেদিনীপুর- মানস ভুঁইয়া, আগে ছিলেন সন্ধ্যা রায়
* কোচবিহার- পরেশ অধিকারী, আগে ছিলেন পার্থপ্রতিম রায়
* বিষ্ণুপুর- শ্যামল সাঁতরা, আগে ছিলেন সৌমিত্র খাঁ (বর্তমানে বিজেপি নেতা)
* ঝাড়গ্রাম- বীরবাহা সোরেন, আগে ছিলেন উমা সোরেন
* বসিরহাট- অভিনেত্রী নুসরত জাহান, আগে ছিলেন ইদ্রিস আলি
* বোলপুর- অসিত মাল, আগে ছিলেন অনুপম হাজরা (তৃণমূল থেকে বহিষ্কৃত, বিজেপিতে যোগ দিয়েছেন)
* কৃষ্ণনগর- মহুয়া মৈত্র, আগে ছিলেন অভিনেতা তাপস পাল
* রানাঘাট- রূপালি বিশ্বাস, আগে ছিলেন তাপস মণ্ডল
আরও পড়ুন, West Bengal Lok Sabha Elections 2019 LIVE Updates: প্রার্থী ঘোষণা হতেই পুরোদমে প্রচারে তৃণমূল
অন্যদিকে, বিষ্ণপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। তাই সেই কেন্দ্রে নতুন মুখ এনেছে তৃণমূল। বোলপুর কেন্দ্রেও এবার নতুন মুখ এনেছেন মমতা। কারণ, ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ অনুপম হাজরাকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। আজই দিল্লিতে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন অনুপম।
আরও পড়ুন, তৃণমূলের ১০ বিদায়ী সাংসদ টিকিট পেলেন না, দেখুন তালিকা
তৃণমূলের প্রার্থীতালিকায় ফিল্মস্টারদের ভিড় লেগেই থাকে। দেব, শতাব্দী রায়, মুনমুন সেনরা এবারও টিকিট পেয়েছেন । তবে এবার সেই তালিকায় নাম জুড়ল টলিউডের এই মুহূর্তের প্রথমসারির দুই মুখ মিমি চক্রবর্তী ও নুসরত জাহানের। তবে সন্ধ্যা রায়, তাপস পালরা এবার ভোটের টিকিট পাননি। রোজভ্যালিকাণ্ডে গ্রেফতারের পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল তাপস পালের।
অন্যদিকে, সন্ধ্যা রায়কে প্রার্থী না করা নিয়ে মমতা বক্তব্য, ‘‘উনি সিরিয়াসলি সংসদে কাজ করেছেন। কিন্তু উনি অন্য কিছু কাজ করতে চান। আমরা ওঁকে সসম্মানে দলের অন্য কাজে লাগাব।’’ সুগত বসুকে প্রার্থী না করা নিয়ে মমতা জানিয়েছেন, ‘‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উনি। সেখান থেকে অনুমতি পাননি বলে লড়ছেন না সুগত।’’ সুব্রত বক্সীর মতো হাইভোল্টেজ নেতার না প্রার্থী হওয়া নিয়ে তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, ‘‘সুব্রত বক্সী বলেছেন, দলের হয়ে কাজ করতে চান বলেছেন। তৃণমূলেই এটা হয়।’’