Advertisment

Lok Sabha Election 2019:‘‘অপশাসনের জন্য দিদিকে মূল্য চোকাতে হবে’’, মমতাকে নিশানা বিপ্লবের

Lok Sabha Election 2019: ‘‘ওরা(বিরোধীরা)মজবুত সরকার গড়তে চায় না, ওরা অচল সরকার চায়। সে কারণে সকলে একসঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু আমরা মজবুক সরকার গড়তে চাই, যা দেশের উন্নয়নকে তরান্বিত করবে।’’

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Elections 2019: চৌকিদার পছন্দ করি, তবে রাজনৈতিক চৌকিদার নয়: মমতা

বিপ্লব দেব ও মমতা বন্দ্যোপাধ্যায়।

General Election 2019: লোকসভা ভোটের প্রচারে বাংলায় পা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ‘‘বাংলায় ভয়ের বাতাবরণ তৈরি করেছে তৃণমূল’’, এ ভাষাতেই মমতার দলের প্রতি তোপ দেগেছেন বিপ্লব। একইসঙ্গে বিপ্লব অভিযোগের সুরে বলেছেন, ‘‘তৃণমূল সিন্ডিকেট চালাচ্ছে।’’ তৃণমূলকে আক্রমণের পাশাপাশি মঙ্গলবার বিরোধীদের মহাজোটকেও একহাত নিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

আরও পড়ুন, Lok Sabha Election 2019: ‘আপত্তিকর’ মন্তব্য করে বিপাকে মুকুল রায়

মঙ্গলবার উত্তর ২৪ পরগনার নৈহাটিতে একটি সভায় বিপ্লব বলেছেন, ‘‘ওরা(বিরোধীরা)মজবুত সরকার গড়তে চায় না, ওরা অচল সরকার চায়। সে কারণে সকলে একসঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু আমরা মজবুত সরকার গড়তে চাই, যা দেশের উন্নয়নকে তরান্বিত করবে।’’ মহাজোটের কারবারিদের কটাক্ষ করে বিপ্লব বলেছেন, গত ১৯ জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশে যাঁরা যোগ দিয়েছিলেন, রাজনীতিতে তাঁদের আসলে নিজেদের অস্তিত্ত্ব সংকটের মুখে। তাঁর কথায়, ‘‘ওঁরা একসঙ্গে জড়ো হয়েছেন, কারণ, রাজনীতিতে ওঁদের প্রাসঙ্গিকতা প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে। এখানে দিদি সমাবেশের আয়োজন করছেন আর ওঁদের আহ্বান জানাচ্ছেন। এই মহাজোটের কোনও প্রভাব পড়বে না। কারণ মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গেই রয়েছে।’’

মমতাকে বিঁধে বিপ্লব বলেন, ‘‘বাংলায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছে তৃণমূল। সিন্ডিকেট চলছে। এসব চিরকাল চলবে না। তাঁর সরকারের অপশাসনের জন্য দিদিকে মূল্য চোকাতে হবে।’’

Read the full story in English

Mamata Banerjee biplab kumar deb lok sabha 2019 General Election 2019
Advertisment