Lok Sabha Election 2019 Vote Counting Date, Time: এক্সিট পোলের ভবিষ্যদ্বাণী কি মিলবে? নাকি সব হিসেব পাল্টে যাবে? কার বৃহস্পতি তুঙ্গে থাকবে? প্রধানমন্ত্রীর কুর্সি কে পাবেন? দেশের ভার কার কাঁধে উঠবে? কাউন্টডাউন শুরু। রাত পোহালেই মিলবে সব প্রশ্নের উত্তর। বহু প্রতীক্ষিত উনিশের রায়দান আগামিকাল। ২৩ মে সকাল ৮টা থেকেই শুরু হবে ভোটগণনা। শেষবেলায় ভোটগণনা ঘিরে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। প্রসঙ্গত, এবার প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে চলেছে লোকসভা নির্বাচন। ৭ দফায় চলছে ভোটপর্ব। ১৯ মে শেষ দফার ভোট শেষ হতেই শুরু হয়ে গিয়েছে হিসেব-নিকেশ। কে জিতবে? আর কে হারবে? সব বুথ ফেরত সমীক্ষার ফলেই মুখের হাসি চওড়া হয়েছে মোদী-শাহদের। এদিকে, এক্সিট পোলের ফলে যেন কিছুতেই হিসেব মেলাতে পারছে না বিরোধীরা। তাই সকলেই এখন তাকিয়ে ফাইনাল রেজাল্টের দিকে।
কখন জানতে পারবেন ভোটের ফল?
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। দেশে কে সরকার গড়ছে? বেলা গড়ালেই এ ছবিটা স্পষ্ট হয়ে যাবে। তবে ২৩ মে রাতে না হলে পরের দিন সকালে চূড়ান্ত ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। উল্লেখ্য, এবার ৫৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। ৮ হাজারের বেশি প্রার্থীর ভাগ্যপরীক্ষা আগামিকাল।
Key constituencies: উল্লেখযোগ্য কেন্দ্র:
একনজরে দেখে নিন হেভিওয়েট কেন্দ্র...
* Varanasi (Uttar Pradesh): বারাণসী:: নরেন্দ্র মোদী (বিজেপি), অজয় রাই (কংগ্রেস), শালিনী যাদব (এসপি)
* Amethi (Uttar Pradesh: আমেঠি: রাহুল গান্ধী (কংগ্রেস), স্মৃতি ইরানি (বিজেপি)
* Raebareli (UP): রায়বরেলি: সোনিয়া গান্ধী (কংগ্রেস), দীনেশ প্রতাপ সিং (বিজেপি)
*Lucknow (UP): লখনউ: রাজনাথ সিং (বিজেপি), আচার্য প্রমোদ কৃষ্ণন (কংগ্রেস)
*Bhopal (Madhya Pradesh): ভোপাল: দিগ্বীজয় সিং (কংগ্রেস), সাধ্বী প্রজ্ঞা ঠাকুর (বিজেপি)
*Gurdaspur (Punjab): গুরদাসপুর: সানি দেওল (বিজেপি), সুনীল জাখর (কংগ্রেস)
*Amritsar (Punjab): অমৃতসর: হরদীপ সিং পুরী (বিজেপি), গুরজিত সিং আউজলা(কংগ্রেস)
*Begusarai (Bihar): বেগুসরাই: কানহাইয়া কুমার (সিপিআই), গিরিরাজ সিং (বিজেপি), তনবীর হাসান (আরজেডি)
*Wayanad (Kerala): ওয়েনাড়: রাহুল গান্ধী (কংগ্রেস), পিপি সুনীর (সিপিআই), তুষাড় বেল্লাপেল্লি (বিডিজেএস)
*Azamgarh (UP): আজমগড়: অখিলেশ যাদব (এসপি), দীনেশ লাল যাদব (বিজেপি)
* Hisar (Haryana): হিসার: ভাব্য বিষ্ণোই (কংগ্রেস), ব্রিজেন্দ্র সিং (বিজেপি), দ্যুশন্ত চৌটালা( জেজেপি)
* Rohtak (Haryana): দীপেন্দর সিং হুদা (কংগ্রেস), অরবিন্দ শর্মা (বিজেপি), ধর্মবীর (আইএনএলডি)
* Sonipat (Haryana): সোনিপত: ভূপিন্দর সিং হুদা (কংগ্রেস), রমেশ কৌশিক (বিজেপি), দিগ্বীজয় চৌটলা (জেজেপি), সুরিন্দর চিকারা (আইএনএলডি)
* Mainpuri (UP): মণিপুরি: মুলায়ম সিং যাদব (এসপি), প্রেম সিং শাক্য (বিজেপি)
* Asansol (West Bengal): আসানসোল: বাবুল সুপ্রিয় (বিজেপি), মুনমুন সেন (তৃণমূল)
Read the full story in English