General Election 2019: বীরভূমে ভোট মিটলেও অনুব্রত মণ্ডলের গলা থেকে হুঙ্কার থামার নেই। বাকি দু’দফার লোকসভা নির্বাচনের আগে আবারও হুঁশিয়ারি দিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। পূর্ব বর্ধমানে একটি নির্বাচনী সভায় আবারও সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করলেন তৃণমূলের কেষ্ট। মোদীকে ‘মস্তান’ বলার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করে দলের কর্মীদের উদ্দেশে অনুব্রতর হুমকি বার্তা, ‘‘কেউ চোখ দেখালে চোখের পর্দা নামিয়ে দেবেন’’।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
ঠিক কী বলেছেন অনুব্রত মণ্ডল?
পূর্ব বর্ধমানের সভায় বীরভূমের ডাকাবুকো তৃণমূল নেতা অনুব্রত বলেন, ‘‘ভয় পাবেন না, কেউ ভয় পাবেন না। ভোটের দিন আমরা কেন্দ্রীয় বাহিনীকে স্যালুট জানাই। যদি বুথের ভিতরে ঢোকে, তবে ছাড়ব না। একবিন্দুও ছাড়ব না’’। এরপরই কেন্দ্রীয় বাহিনীকে সম্মান জানিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীকে সম্মান জানাবেন। অন্যায় করলে ছেড়ে কথা বলব না। কেউ হাত দেখালে, নামিয়ে দেবেন, চোখ দেখালে, চোখের পর্দা নামিয়ে দেবেন। বেশি বাড়াবাড়ি যেন না করেন। হুমকি দিলে ছাড়বেন না। আমরা আছি’’। প্রসঙ্গত, বিজেপির হয়ে কেন্দ্রীয় বাহিনী ভোট করাচ্ছে বলে গত দফার লোকসভা নির্বাচনে অভিযোগ করে এসেছে তৃণমূল। বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর ঢোকা নিয়েও সরব হয়েছে মমতার দল।
আরও পড়ুন: বাপরে বাপ! মোদী ভয়ঙ্কর মস্তান: অনুব্রত মণ্ডল
অন্যদিকে, আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে আক্রমণ শানালেন অনুব্রত মণ্ডল। এদিন বীরভূম জেলা তৃণমূল সভাপতি বলেন, ‘‘নরেন্দ্র মোদী, একবারে ঝাড়া মিথ্যাবাদী। মিথ্যাকথা ছাড়া তাঁর কোনও কথা নাই, তাঁর মুখে-চোখে মস্তানির ছাপ, পশ্চিম বাংলায় কোনও মস্তানি চলবে না’’। উল্লেখ্য, এর আগেও মোদীকে ‘মস্তান’ বলে কটাক্ষ করেছিলেন অনুব্রত মণ্ডল। এর আগে অনুব্রত বলেছিলেন, “হাততালি দিয়ে বলছে দিল্লি কা লাড্ডু, আরে বাপরে বাপ! ভয়ঙ্কর মস্তান রে ভাই, এ কোথাকার মস্তান আমরা জানি না, ভয়ঙ্কর মস্তান, আমরা তো হাজি মস্তানের নাম শুনেছিলাম। কেউ বলে গুজরাতের মস্তান, কেউ বলছে দিল্লির মস্তান। চলবে না। ভারতবর্ষের মানুষ এ ধরনের মস্তানকে ছুড়ে ফেলে দেবে’’।