General Election 2019: ভোটের মুখে উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়লেন বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। মঙ্গলবার বসিরহাটের সভায় সায়ন্তন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভোটের দিন বুথ দখল করার চেষ্টা হলে, ‘‘পা লক্ষ্য করে নয়, বুক লক্ষ্য করে গুলি করা হবে।’’ পাশাপাশি পুলিশকে নিশানা করে বিজেপি প্রার্থীর হুঙ্কার, ‘‘ভোটের দিন পুলিশকে থানার মধ্যে আটকে রেখে দেব। ভোটে পুলিশ প্যারেড করবে।’’
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
মঙ্গলবার বসিরহাটের এক সভায় সায়ন্তন বলেন, ‘‘নির্বাচনের দিন বুথ যদি দখল করতে আসেন, সিআরপিএফকে বলে দেব, গুলি যেন বুকে লক্ষ্য করে যায়, পা লক্ষ্য করে না যায়।’’ এরপরই সায়ন্তনের হুঁশিয়ারি, ‘‘এমন বাড়াবাড়ি দেখানো হবে, দৌড়নো তো দূরের কথা, এখন তো যাবে দৌড়ে, আর ফিরবে খাটিয়াতে করে, সেই ব্যবস্থা আমরা করে দেব। বসিরহাটে ভাল ভাল ডাব পাওয়া যায়। ডাব কাটার দা গুলো খুব ভাল হয়। এবার রাস্তায় দা নিয়ে বেরোবে মহিলারা। দু’চারটেকে দেখতে পারলেই একদম সাবার করে দিয়ে আসবে।’’
আরও পড়ুন, Lok Sabha Election 2019: এ দানা কেমন দানা?
এদিন পুলিশকেও হুঙ্কার দিয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী। পুলিশের উদ্দেশে সায়ন্তন বলেন, ‘‘পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। পুলিশকে থানার মধ্যেই আটকে রেখে দেব। নিশ্চিন্তে থাকুন, ভোটে পুলিশ প্যারেড করবে। নির্বাচন ক্ষেত্র জুড়ে বিএসএফ, সিআরপিএফ থাকবে।’’ বিজেপি নেতার আরও মন্তব্য, ‘‘দিল্লির নেতাদের কথা দিয়েছে, যারা বেচাল করবে, তাদের নামের তালিকা তুলে দেব। কেন্দ্রীয় বাহিনী এসে বেচালদের সেই চাল ঠান্ডা করে দেবে।’’
ভোটের প্রাক্কালে বিজেপি প্রার্থীর এহেন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। বাম বিধায়ক সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘অশিক্ষিত, অগণতান্ত্রিক, বর্বররা রাজনীতিতে নেতা হয়ে গেলে যা হয়। অতীতে বাংলায় এরকম ভাষা শোনা যায়নি। তৃণমূল অনুব্রত মার্কা ভাষা আমদানি করেছে। সেই ভাষাই রপ্ত করতে চাইছেন সায়ন্তন বসুরা। কমিশনের উচিত ওঁর বিরুদ্ধে পদক্ষেপ করা।’’