Advertisment

Lok Sabha Election 2019: ‘সুন্দর চেহারা দেখে কেউ ভোট দেবে না’, সন্ধ্যা-মুনমুনকে কটাক্ষ দিলীপের

Lok Sabha Election 2019: দিলীপ বলেন, ‘‘বিজেপি প্রার্থীরা লড়াকু। দিদিমণি প্রার্থী খুঁজে পাননি, তাই নায়িকাদের নিয়ে গিয়েছে নাচাতে। নাচগান দেখে এখন আর কেউ ভোট দেবেন না।’’

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh, moonmoon sen, sandhya roy, দিলীপ ঘোষ, মুনমুন সেন, সন্ধ্যা রায়, লোকসভা নির্বাচন ২০১৯

সন্ধ্যা রায়, মুনমুন সেন ও দিলীপ ঘোষ।

General Election 2019: ভোটের বাজারে আবারও বেফাঁস কথা বলে বিতর্কে জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলকে নিশানা করতে গিয়ে এবার বিদায়ী সাংসদ সন্ধ্যা রায় ও আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ। এক নির্বাচনী সভায় দিলীপ বলেন,‘‘এখন আর কেউ সুন্দর চেহারা দেখে ভোট দেবে না।’’ একইসঙ্গে লোকসভা নির্বাচনে ফিল্মস্টারদের প্রার্থী করা নিয়ে মমতাকে বিঁধে দিলীপের মন্তব্য, ‘‘দিদিমণি প্রার্থী খুঁজে পাননি, তাই নায়িকাদের নিয়ে গেছে নাচাতে।’’

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ? এক নির্বাচনী সভায় মেদিনীপুরের এবারের বিজেপি প্রার্থী বলেন, ‘‘সুন্দর চেহারা দেখিয়ে ভোট নিয়েছিল। তাঁদের আর টিকিট দেওয়া হয়নি। সন্ধ্যা রায় ছিলেন। তাঁর সুন্দর চেহারা গত ৫ বছরে কেউ দেখেননি। তাই তাঁকে ভোট দেবেন না। সেকারণেই তাঁর টিকিট কাটা হয়ে গিয়েছে। বাঁকুড়ায় মুনমুন সেন ছিলেন। তাঁর চেহারা দেখিয়ে ভোটে জিতিয়েছিলেন। এখন আর কেউ চেহারা দেখে ভোট দেবে না। এখন আসানসোলে পাঠিয়ে দিয়েছে তাঁকে। কোথায় লুকোবেন? যেখানেই পাঠাবেন সেখানে আমরা হারাব। সেখানে বাঘ আছে। কে আছে জানেন? বাবুল সুপ্রিয় আছেন। বাবুল সুপ্রিয়ের সামনে কেউ দাঁড়াতে পারবেন না।’’

আরও পড়ুন: মমতার পাল্টা দিলীপ, গদা দিয়ে মাথাই ফাটাবো

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে দিলীপ বলেন, ‘‘বিজেপি প্রার্থীরা লড়াকু। দিদিমণি প্রার্থী খুঁজে পাননি, তাই নায়িকাদের নিয়ে গিয়েছে নাচাতে। নাচগান দেখে এখন আর কেউ ভোট দেবেন না। মোদীবাবুর কাজ দেখে ভোট দেবেন।’’

প্রসঙ্গত, এবার লোকসভা নির্বাচনে লড়ার টিকিট দেওয়া হয়নি বিদায়ী সাংসদ তথা টলিউডের অভিনেত্রী সন্ধ্যা রায়কে। ‘‘সন্ধ্যাদি দৌড়োদৌড়ি করতে পারবেন না, উনি দলের হয়ে কাজ করতে চান। তাই ওঁকে এবার অন্য কাজ দেওয়া হবে’’, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার দিন সন্ধ্যা রায়কে প্রার্থী না করা নিয়ে এমন কথাই বলেছিলেন তৃণমূলনেত্রী। গতবার লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়েছিলেন সন্ধ্যা। অন্যদিকে, গতবার বাঁকুড়ায় জয়ী তৃণমূল প্রার্থী তথা টলিউড অভিনেত্রী মুনমুন সেনকে এবার আসানসোলে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি, টলিউডের হালের দুই নায়িকা মিমি ও নুসরতকে প্রার্থী করে এবার চমক দিয়েছেন মমতা।

এদিকে, সন্ধ্যা রায় ও মুনমুন সেনকে নিয়ে দিলীপের মন্তব্যের পাল্টা হিসেবে তৃণমূল নেতা সূর্য নট্ট বলেন, ‘‘দিলীপ ঘোষ আরএসএস থেকে এসেছেন। সংসদীয় রাজনীতিতে মহিলাদের অংশ নিতে বাধা দেন ওঁরা...হেমামালিনীও তো অনেক সিনেমা করেছেন, নেচেছেন। তাই বলে তৃণমূলের তরফে তো এমন কিছু বলা হয়নি।’’

Mamata Banerjee dilip ghosh lok sabha 2019 General Election 2019
Advertisment