Advertisment

Lok Sabha Election 2019: বাংলার ৬ কেন্দ্রে ‘বিশেষ নজর’ কমিশনের

2019 Lok Sabha Elections: কলকাতা উত্তর, মুর্শিদাবাদ, শ্রীরামপুর, রানাঘাট, আসানসোল ও রায়গঞ্জ- এই ৬ কেন্দ্রকে এবার চোখে চোখে রাখছে নির্বাচন কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
loksabha elections 2019, election commission, লোকসভা ভোট ২০১৯, নির্বাচন কমিশন

রাজ্যের ৬টি লোকসভা কেন্দ্রে বিশেষ নজর দিল নির্বাচন কমিশন।

General Election 2019: বাংলায় লোকসভা ভোটে যে নির্বাচন কমিশন বাড়তি নজর দিচ্ছে, তা ভোটের নির্ঘণ্ট ঘোষণাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। ৪২ কেন্দ্রে ভোট প্রক্রিয়া ৭ দফায় করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যা কার্যত ‘নজিরবিহীন’ বলে মত সংশ্লিষ্ট মহলের। এবার ভোটের দিন এগোতে এ রাজ্যে আরও নজর দিল কমিশন। রাজ্যের ৬টি কেন্দ্রে বিশেষ নজর দিল নির্বাচন কমিশন। যে কেন্দ্রগুলির মধ্যে রয়েছে কলকাতাও। প্রসঙ্গত, লোকসভা ভোটের নির্ধারিত সময়ের অনেক আগেই এবার বাংলায় পা রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

কলকাতা উত্তর, মুর্শিদাবাদ, শ্রীরামপুর, রানাঘাট, আসানসোল ও রায়গঞ্জ- এই ৬ কেন্দ্রকে এবার চোখে চোখে রাখছে নির্বাচন কমিশন। এই ৬ কেন্দ্রের দায়িত্বে ১ জন করে পুলিশ পর্যবেক্ষক রাখা হচ্ছে। বাকি ৩৬ কেন্দ্রের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ১৮ জন পুলিশ পর্যবেক্ষকের কাঁধে। ওই ১৮ জন পুলিশ পর্যবেক্ষকরা ২টি করে কেন্দ্র সামলাবেন। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন: Lok Sabha Election 2019: ‘মা থেকে মমতা চলে গেছেন, মাটি অনুপ্রবেশকারীদের হাতে, মানুষ সন্ত্রাসের বলি’

একনজরে দেখে নিন এই ৬ কেন্দ্রে এবার কারা কারা লড়ছেন?

কলকাতা উত্তর: তৃণমূল প্রার্থী- সুদীপ বন্দ্যোপাধ্যায়, বাম প্রার্থী- কনীনিকা বসু (ঘোষ), বিজেপি প্রার্থী- রাহুল সিনহা

মুর্শিদাবাদ: তৃণমূল প্রার্থী- আবু তাহের, বাম প্রার্থী- বদরুদ্দোজা খান, কংগ্রেস প্রার্থী- আবু হেনা, বিজেপি প্রার্থী- হুমায়ুন কবীর

শ্রীরামপুর: তৃণমূল প্রার্থী- কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বাম প্রার্থী- তীর্থঙ্কর রায়, কংগ্রেস প্রার্থী-দেবব্রত বিশ্বাস, বিজেপি প্রার্থী- দেবজিৎ সরকার

রানাঘাট: তৃণমূল প্রার্থী-রূপালী বিশ্বাস, বাম প্রার্থী- রমা বিশ্বাস, কংগ্রেস প্রার্থী-মিনতি বিশ্বাস, বিজেপি প্রার্থী- মুকুটমণি অধিকারী

আসানসোল- তৃণমূল প্রার্থী- মুনমুন সেন, বাম প্রার্থী-গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থী- বাবুল সুপ্রিয়

রায়গঞ্জ- তৃণমূল প্রার্থী- কানাইলাল আগরওয়াল, বাম প্রার্থী- মহম্মদ সেলিম, কংগ্রেস প্রার্থী- দীপা দাশমুন্সী, বিজেপি প্রার্থী- দেবশ্রী চৌধুরী

election commission lok sabha 2019 General Election 2019
Advertisment