General Election 2019: বাংলায় সুষ্ঠু ও অবাধ ভোট করতে মরিয়া নির্বাচন কমিশন। গত ৩ দফার ভোটের থেকে এবার আরও বেশি বাহিনী মোতায়েন করছে কমিশন। আগামী সোমবার চতুর্থ দফার ভোটে বাংলায় ৯৮ শতাংশ বুথে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় দফার ভোটের থেকে আরও ২০০ কোম্পানি বেশি বাহিনীর ব্যবস্থা করছে কমিশন। সবমিলিয়ে বাংলায় মোট ৫৫২ কোম্পানি বাহিনী থাকছে চতুর্থ দফার ভোটে। এমনটাই জানিয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বলেন, ‘‘আগামী ২৯ এপ্রিল চতুর্থ দফার ভোটে বাংলায় মোট ৫৫২ কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে। আশা করছি, প্রায় অধিকাংশ বুথেই বাহিনী মোতায়েন করতে পারব আমরা।’’
আরও পড়ুন: বাংলায় লোকসভার তৃতীয় দফায় জোড়া মৃত্যু, কংগ্রেস কর্মী খুনের পর মিলল ভোটকর্মীর দেহ
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বলেন, ‘‘কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া প্রথম দু’দফার ভোট শান্তিপূর্ণ। চতুর্থ দফায় ৯৮ শতাংশ বুথে বাহিনী মোতায়েন করছি আমরা।’’ চতুর্থ দফায় বাংলার ৮ কেন্দ্রে ভোটগ্রহণ। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূমে ভোট ২৯ এপ্রিল।
বিশেষ করে আসানসোলে বাড়তি নজর দিচ্ছে কমিশন। আসানসোলের সব বুথেই বাহিনী রাখা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
উল্লেখ্য, মঙ্গলবার তৃতীয় দফার ভোটে বাংলার ৯২ শতাংশ বুথে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। প্রায় ৩২৪ কোম্পানি বাহিনী মোতায়েন ছিল। কিন্তু তা সত্ত্বেও তৃতীয় দফার ভোটেই প্রথম প্রাণহানি হল বাংলায়। এত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরও কীভাবে বাংলার মাটিতে ভোটে রক্ত ঝরল, তা নিয়ে কমিশনের ভূমিকায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
Read the full story in English