মোদীর বায়োপিকের পর এবার বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক ‘বাঘিনী’। মমতার বায়োপিক নিয়ে এবার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করল বিজেপি। ভোটের সময় ছবি মুক্তির আগে গোটা বিষয়টি কমিশন খতিয়ে দেখুক, এই দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল বিজেপি। কমিশনকে লেখা বিজেপির চিঠিতে বলা হয়েছে, ‘বাঘিনী’ মুক্তির কথা আগামী ৩ মে। সেসময় লোকসভা নির্বাচন চলবে।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
ভোটের সময় প্রধানমন্ত্রীর বায়োপিক মুক্তি পেলে, তা নির্বাচনী বিধিভঙ্গের শামিল বলে সরব হয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও বহু নির্বাচনী সভায় এ নিয়ে মোদীকে কটাক্ষ করে বলেছেন, ‘‘কে তুমি? তোমার সিনেমা কেন দেখবে লোকে?’’
আরও পড়ুন: মোদীর পর প্রকাশ্যে দিদির বায়োপিকের ট্রেলার
প্রসঙ্গত, ক’দিন আগে মুক্তি পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিকের ট্রেলার। যদিও পরিচালক নেহাল দত্ত ছবিটিকে বায়োপিক বলতে নারাজ। তাঁর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন নারী স্বাধীনতার কথা বলে, ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রের মধ্যে দিয়ে আমিও ছবিতে নারীদের সংগ্রামের কথাই তুলে ধরেছি”। পরিচালক নেহাল দত্ত যতই বায়োপিক বলতে অস্বীকার করুন, পিঙ্কি পালের লেখা ছবির চিত্রনাট্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনের উপর যে আলোকপাত করা হয়েছে সেটার ট্রেলারেই স্পষ্ট। এমনকি, ইউটিউবে ট্রেলার পেজেও লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক ‘বাঘিনী’। ২০১৬ সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আটকে গিয়েছিল সেই ছবি।
এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুমা পাল। প্রযোজনার দায়িত্ব নিয়েছেন পিঙ্কি পাল। ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রের নাম ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জীবনের নানা চর্চিত ঘটনার উল্লেখ রয়েছে ট্রেলারে। সিঙ্গুর আন্দোলন, মহাকরণ অভিযান থেকে বিবাহ বিতর্ক, ট্রেলারই উসকে দিয়েছে সে সব ঘটনা।