General Election 2019: লোকসভা নির্বাচনের আগেই মমতার দলে ভাঙন ধরিয়েছে মোদী বাহিনী। অনুপম হাজরা, সৌমিত্র খাঁ, শঙ্কুদেব পণ্ডা, অর্জুন সিং থেকে মমতা ঘনিষ্ঠ প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ, সকলেই এখন পদ্ম পতাকা হাতে নিয়ে ছুটে চলেছেন। ওদিকে, মুকুল-পুত্র শুভ্রাংশুরও বিজেপিতে যোগদান নাকি স্রেফ ‘সময়ের অপেক্ষা’। পাশাপাশি, বিধাননগরের মেয়র তথা রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্তের মুকুল ঘনিষ্ঠতা নিয়েও তৃণমূলে জোর গুঞ্জন চলছে। মুকুল রায়, অর্জুন সিং ইতমিধ্যে একাধিকবার দাবি করেছেন যে তৃণমূল থেকে বিজেপি-তে আসার জন্য নেতা-নেত্রীদের ঢল নামবে। এবার সেই দাবিতেই ভিন্ন মাত্রা যোগ করলেন স্বয়ং নরেন্দ্র মোদী। মঙ্গলবার শ্রীরামপুরের সভায় মমতার উদ্দেশে মোদীর হুঙ্কার, ‘‘আপনার ৪০ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ রয়েছে’’। এতেই শেষ নয়, এদিন মোদীর হুঁশিয়ারি, ‘‘২৩ মে-র পর চারদিকে যখন পদ্মফুল ফুটবে, দেখবেন আপনার বিধায়করা আপনাকে ছেড়ে পালাবে’’।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
একদিকে শ্রীরামপুরের সভায় যখন মমতার বিধায়কদের ভাঙানোর হুঁশিয়ারি দিচ্ছেন মোদী, তখন বাগদা ও স্বরূপনগরের সভা থেকে মমতা বললেন, "বাংলাতেই বিজেপির কফিনে পেরেক পোঁতা হবে"। এদিন তৃণমূল বিধায়কদের ভাঙানো প্রসঙ্গে মোদীর হুঁশিয়ারি নিয়ে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। সংবাদসংস্থা এএনআইকে ডেরেক বলেন, ‘‘এক্সপায়ারিবাবু প্রধানমন্ত্রী, কেউই আপনার সঙ্গ নেবেন না। এমনকী একজন কাউন্সিলরও নন। আপনি ভোটপ্রচার করছেন না ঘোড়া কেনাবেচা করছেন? আপনার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আমরা আজ কমিশনে অভিযোগ জানাচ্ছি’’।
আরও পড়ুন: ‘দিদির মাটির রসগোল্লা প্রসাদ’, অপেক্ষায় মোদী
তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদানের হিড়িক পড়বে, মুকুল রায়-অর্জন সিং বা বিজেপির রাজ্য নেতাদের মুখে এমন কথা ইতিমধ্যে বেশ কয়েকবার শুনে ফেলেছে রাজ্যবাসী। সৌমিত্র খাঁ, অনুপম হাজরা, অর্জুন সিং, শঙ্কুদেব পণ্ডাদের বিজেপি-তে যোগদানের পর গেরুয়া নেতৃত্বের মন্তব্যের বিশ্বাসযোগ্যতাও তৈরি হয়েছে। পরবর্তীকালে সব্যসাচী দত্ত বা মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের নানা মন্তব্য এবং তা তাঁদের সম্পর্কে ছড়াতে থাকা গুঞ্জন পুনরায় এই জল্পনায় রসদ যুগিয়েছে। কিন্তু, বিজেপির এক নম্বর নেতা তথা প্রধানমন্ত্রী মোদীর মুখে এদিন তৃণমূলের চল্লিশ জন বিধায়কের 'যোগাযোগ রাখা'র কথা গোটা পর্বে তাৎপর্যপূর্ণ মাত্রা দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ২০১৯-এর লোকসভা নির্বাচন আশু লক্ষ্য হলেও, পদ্ম শিবিরের আসল পাখির চোখ যে নবান্নের কুর্সি, এদিনের মন্তব্যের পর ফের তা স্পষ্ট করে দিলেন স্বয়ং মোদীই।