Advertisment

Lok Sabha Election 2019: মমতাকে ‘কুকথা’, পাল্টা হুমকি তৃণমূল সুপ্রিমোর

Lok Sabha Election 2019: ‘‘আপনি যদি আমার গাড়ির সামনে গালিগালাজ দেন, আর আমি যদি আমার কর্মীদের বলে দিই, পাল্টা খেলে কী হবে বুঝতে পারছেন তো?’’

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, মমতা, loksabha election 2019, লোকসভা নির্বাচন ২০১৯

মমতা বন্দ্যোপাধ্যায়।

General Election 2019: মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে গালিগালাজ দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল বঙ্গ রাজনীতিতে। শনিবার চন্দ্রকোণায় পদযাত্রায় আসার পথে মমতার গাড়ির সামনে কয়েকজন ‘গালিগালাজ’ দেন ও ‘উল্টোপাল্টা কথা’ বলেন বলে অভিযোগ করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এ ঘটনায় বিজেপির বিরুদ্ধেই আঙুল তুলেছেন মমতা। চন্দ্রকোণায় পদযাত্রা শুরুর আগে মাইক হাতে সংক্ষিপ্ত বক্তৃতায় মমতা বলেন, ‘‘চন্দ্রকোণা রোড দিয়ে আসছিলাম। কয়েকটা জায়গায় ওঁদের (বিজেপি) কয়েকটা বাঁদর, আমি এখন বাঁদর বলি, কারণ ওরা রাজনীতি করে না, টাকা নিয়ে ঘোরে। গালিগালাজ দিচ্ছে, উল্টোপাল্টা কথা বলছে।’’ পাশাপাশি মমতার হুঙ্কার, ‘‘আমি যদি আমার কর্মীদের বলে দিই, পাল্টা খেলে কী হবে বুঝতে পারছেন তো?’’

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

ঠিক কী বলেছেন তৃণমূল সুপ্রিমো?

শনিবার চন্দ্রকোণায় পদযাত্রার শুরুতে মমতা বলেন, ‘‘চন্দ্রকোণা রোড দিয়ে আসছিলাম। কয়েকটা জায়গায় ওঁদের (বিজেপি) কয়েকটা বাঁদর, আমি এখন বাঁদর বলি, কারণ ওরা রাজনীতি করে না, টাকা নিয়ে ঘোরে। গালিগালাজ দিচ্ছে, উল্টোপাল্টা কথা বলছে। দু’দিন পর নির্বাচন হয়ে গেলে এই বাংলাতেই থাকতে হবে। বেশি গরম দেখিও না, শোভা পায় না। রাজনীতিতে লড়াই আপনিও করবেন, আমিও করব। কিন্তু আপনি যদি আমার গাড়ির সামনে গালিগালাজ দেন, আর আমি যদি আমার কর্মীদের বলে দিই, পাল্টা খেলে কী হবে বুঝতে পারছেন তো? আমরা এসব চাই না। আপনাদের অভিধানে ভদ্রতা নেই।’’

আরও পড়ুন: শান্তনু ঠাকুরের পথ দুর্ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছে বিজেপি

এদিনও মমতার মুখে শোনা গিয়েছে, ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান। মমতা আরও বলেছেন, ‘‘বিজেপিকে একটা ভোটও দেবেন না। ওদের কোনও আদর্শ নেই। অসৌজন্যমূলক কাজ করে, দেশে এমন দল দেখিনি আগে।’’ সভা বাতিল প্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেন, ‘‘দুর্যোগের জন্য ৪৮ ঘণ্টা সভা বাতিল করা হয়েছিল। বাংলাতেও হওয়ার কথা ছিল ঝড়। এত বড় ঝড় শেষ পর্যন্ত রুখে গিয়েছে। শেষ বেলায় আমাদের সভা করার কথা ছিল না। তাও চেষ্টা করে করলাম। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সভা করতে পারিনি, তাই আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি।’’ ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ও আরামবাগের তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে এদিন পদযাত্রা করেন মমতা। পরে ঘাটালেও পদযাত্রা করেন তৃণমূল সুপ্রিমো।

উল্লেখ্য, গত ২ দিন ধরে খড়গপুরে ছিলেন মমতা। ফণীর তাণ্ডবের আশঙ্কায় আগেই নির্বাচনী সভা বাতিল করেছেন মমতা। শেষ পর্যন্ত বাংলায় দুর্যোগ কাটতেই ভোটের প্রচারে পা মেলাতে এতটুকুও দেরি করলেন না মমতা। এদিন চন্দ্রকোণায় মমতার পদযাত্রায় উপচে পড়েছিল ভিড়।

lok sabha 2019 General Election 2019 bjp tmc Mamata Banerjee
Advertisment