Advertisment

সুলতান আহমেদের মৃত্যুর জন্য বিজেপি দায়ী: মমতা

Lok Sabha Election 2019: মমতা বলেন, ‘‘সুলতান আহমেদের মৃত্যুর বয়স হয়নি। সুলতান আহমেদের উপর মানসিক নির্যাতন করেছে বিজেপি। মানুষের উপর কম মানসিক নির্যাতন তো করেনি বিজেপি’’।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election 2019 Live, sultan ahmed, mamata banerjee, লোকসভা নির্বাচন ২০১৯ লাইভ, মমতা, সুলতান আহমেদ

সুলতান আহমেদ ও মমতা।

General Election 2019: প্রাক্তন তৃণমূল সাংসদ সুলতান আহমেদের মৃত্যুর জন্য দায়ী বিজেপি। বিজেপির মানসিক নির্যাতন সহ্য করতে না পেরেই মৃত্যু হয়েছিল সুলতানের। শনিবার হাওড়ার পাঁচলার সভায় এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, ‘‘সুলতান আহমেদের মৃত্যুর বয়স হয়নি। সুলতান আহমেদের উপর মানসিক নির্যাতন করেছে বিজেপি। মানুষের উপর কম মানসিক নির্যাতন তো করেনি বিজেপি। নরেন্দ্র মোদী কম নির্যাতন করেননি। সকলে তো ওদের অত্যাচার সহ্য করতে পারে না। সুলতান সেদিন সহ্য করতে পারেনি’’।

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

উলুবেড়িয়ার প্রাক্তন তৃণমূল সাংসদ সুলতান আহমেদের মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে এদিন মমতা আরও বলেন, ‘‘শুনেছিলাম, এমন একটা ফোন আসে, তারপরই সুলতান বাথরুমে যায়। ও, আর ফিরে আসেনি। আমি বলেছিলাম ওর পরিবারকে, কেন কেস-কাছারি করছ না? আসলে ওর ভাই ইকবাল খুব ভেঙে পড়েছিল। সুতরাং আমরা জানি, অনেক মৃত্যু স্বাভাবিক বলে দেখালেও, অনেক সময় অস্বাভাবিক ক্ষেত্রে স্বাভাবিক মৃত্যু দেখানো যায়।’’

আরও পড়ুন: Lok Sabha Election 2019: মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির

প্রসঙ্গত, নারদা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তৎকালীন উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ সুলতান আহমেদের। এ ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদেরও মুখোমুখি হতে হয় সুলতানকে। এদিন মমতার ইঙ্গিত, এ ঘটনার জেরেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সুলতান। ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুলতান আহমেদের। এবার লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ।

অন্যদিকে, বাংলায় হিংসার ঘটনা নিয়ে মোদীকে এদিন জবাব দিতে গিয়ে পুরুলিয়ায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর প্রসঙ্গ টেনে আনেন মমতা। পাণ্ডুয়ার সভায় মমতা বলেন, ‘‘প্রধানমন্ত্রী রোজ এসে উস্কানিমুলক কথা বলছেন। উনি রোজ বলছেন, সবাইকে না কি আমরা গলায় দড়ি দিয়ে মেরে ফেলি ... উনি বলছেন, আমার ছেলেরা নাকি গলায় দড়ি দিয়ে ওদের কর্মীকে মেরে দিয়েছে। এটা আত্মহত্যার ঘটনা। একটা দুটো কেস হয়েছে সিআইডিকে দিয়েছি। ময়নাতদন্তের রিপোর্টেও আত্মহত্যার উল্লেখ করা হয়েছে’’। প্রসঙ্গত, কয়েকদিন আগে পুরুলিয়ায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাংলায় ভোটপ্রচারে এসে মোদী বলেন, বিজেপি কর্মীদের উপর যারা অত্যাচার চালিয়েছে, তারা শাস্তি পাবেই। এদিন, পুরুলিয়ার ঘটনা প্রসঙ্গেই মমতা একথা বললেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: তৃণমূলের হয়ে ভোট চাইলেন 'শাহরুখ-সইফ-নানা'! সত্যি?

এদিকে, শনিবারও মোদীকে নিশানা করেছেন মমতা। প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে মমতা বলেন, ‘‘বহুরূপীর মতো রূপ বদলান মোদী। নাটক করে চাওয়ালা সেজেছিলে। এখন নাকি চৌকিদার হয়ে দেশ চালাবে!’’ এরপর বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, ‘‘বিজেপি হচ্ছে ৪৪০ ভোল্ট। দেশের সবচেয়ে বড় বিপদ হচ্ছে বিজেপি দল। নিজেরা ভালো থাকতে চাইলে বিজেপিকে ভোট দেবেন না। আগামী দিনে দেশটার সর্বনাশ করে দেবে’’।

tmc bjp Mamata Banerjee lok sabha 2019 General Election 2019
Advertisment