General Election 2019: তৃণমূলে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে মুকুল-পুত্র শুভ্রাংশু রায়কে? আবারও বিস্ফোরক মন্তব্য করে তেমনই ইঙ্গিত দিলেন বীজপুরের তৃণমূল বিধায়ক। সেইসঙ্গে এবার বাবা মুকুল রায়ের ‘চোর’ অপবাদ নিয়ে সুর চড়িয়ে তৃণমূল নেতৃত্বকে আকারে ইঙ্গিতে কড়া বার্তা দিলেন মুকুল-পুত্র। কাঁচড়াপাড়ায় দলের এক সভায় শুভ্রাংশু রায় বলেন, ‘‘আমার বাড়ির সামনে বলা হচ্ছে, গলি গলি মে শোর হ্যায়, বাপ-বেটা চোর হ্যায়।’’ এরপরই ক্ষোভের সুরে বাবার পাশে দাঁড়িয়ে শুভ্রাংশু বলেন, আমার বাবাকে আঘাত করতে তিনি ভুলে যান। কিন্তু আমায় কেউ আঘাত করলে, পাল্টা ছুরি বসাতে জানি। একইসঙ্গে মুকুল-পুত্র বলেন, ভোট মিটলেই ফের চোর অপবাদ শুনতে হবে। ভোটের বাজারে দলের একাংশের বিরুদ্ধে এভাবে ক্ষোভ উগরে দেওয়ায় মুকুল-পুত্রের বিজেপিতে যোগদানের জল্পনা আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও শুভ্রাংশুর পাশে দাঁড়িয়ে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় বলেছেন, মুকুল-পুত্র তৃণমূলেই রয়েছেন।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
ঠিক কী বলেছেন শুভ্রাংশু রায়?
কাঁচরাপাড়ায় সভায় মুকুল-পুত্র বলেন, ‘‘আমি কী অন্যায় করেছিলাম। আমি কি কখনও বলেছি, যে ভোটটা বিজপিকে দিতে হবে? আমার বাড়ির সামনে দিয়ে বলা হচ্ছে গলি গলি মে চোর হ্যায় বাপ-বেটা চোর হ্যায়। তৃণমূল করি বলি কি আমার অন্যায়? বাড়ির সামনে সিসিটিভি রয়েছে।’’ এরপরই শুভ্রাংশু বলেন, আমার বাবাকে আঘাত করলে তিনি ভুলে যান। কিন্তু আমি সেরকম নই। কেউ আঘাত করলে, পাল্টা ছুরি বসাতে জানি। সমালোচনা শুনতে শুনতে আমি ক্লান্ত। এখন ভোটের জন্য দলের হয়ে প্রচার করছি, ভোট মিটলেই আমাকে চোর অপবাদ শুনতে হবে।
আরও পড়ুন: চাইলেই গদ্দারকে ধরিয়ে দিতে পারতাম, মন্তব্য ক্ষুব্ধ মমতার
প্রসঙ্গত, মুকুল রায়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই তাঁকে যে ‘অপমানিত’ হতে হচ্ছে, সেকথা আগেও বহুবার জানিয়েছেন শুভ্রাংশু। কিছুদিন আগেই ফেসবুকে একটি পোস্টে বীজপুরের তৃণমূল বিধায়ক লেখেন, ‘‘অপমান হতে হতে দেওয়ালে ঠেকেছে পিঠ, অগ্নিপরীক্ষা দিতে দিতে হৃদয়টা পুরো ঝলসে গিয়েছে।’’ সেই ফেসবুক পোস্টের পর এদিনের শুভ্রাংশুর এমন মন্তব্য ঘিরে ভোটের বাংলায় জোর চর্চা শুরু হয়েছে। তবে কি তৃণমূলের প্রতি ক্ষোভ দিন দিন বাড়ছে শুভ্রাংশুর? তিনি কি বাবার সঙ্গেই বিজেপিতে যোগ দেবেন?
কয়েকদিন আগেই স্বয়ং মুকুল রায় বলেন, ‘‘শুভ্রাংশুর বিজেপিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা’’। মুকুলের এই মন্তব্যের পর শুভ্রাংশুর বিজেপিতে যোগদানের জল্পনা আরও জোরালো হয়। ভোটের মধ্যেই শুভ্রাংশু বিজেপিতে যোগ দিতে পারেন বলেও খবর ছড়ায় বাংলা রাজনীতির অলিন্দে। কাঁচরাপাড়ার সভায় এদিন যেভাবে মুকুল রায়কে দেওয়া তৃণমূলের ‘চোর’ অপবাদ নিয়ে সরব হয়েছেন শুভ্রাংশু, তাতে তাঁর বিজেপি যোগদানের জল্পনা আরও বাড়ল বলেই মত রাজনৈতিক মহলের। উল্লেখ্য, মুকুল রায়কে বহুবার ‘গদ্দার’ বলে কটাক্ষ করেছেন স্বয়ং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে শুভ্রাংশুর এদিনের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও মুকুল-পুত্রের পাশে দাঁড়িয়ে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘‘আমি ওকে (শুভ্রাংশু) ১২৫ নম্বর দিচ্ছি। ও আমাদের পরিবারের পরিবারের ছেলে। ও দলে ছিল, আছে থাকবে। যারা বলছে ভুল বলছে।’’