Advertisment

Lok Sabha Election 2019: বাংলায় একই দিনে মোদী বনাম মমতা

Lok Sabha Election 2019: বুধবার ব্রিগেডের পাশাপাশি শিলিগুড়িতে যখন সভা করবেন মোদী, তখন কোচবিহারের দিনহাটায় সভা করবেন মমতা।

author-image
IE Bangla Web Desk
New Update
modi, mamata, মোদী, মমতা

মোদী ও মমতা। ফাইল ছবি।

General Election 2019: হাতে আর টেনেটুনে মাত্র এক সপ্তাহ। তারপরই শুরু উনিশের ভোটযুদ্ধ। প্রথম দফার ভোটের আগে মোদী-মমতার ভোটপ্রচার ঘিরে সরগরম বাংলা। রাত পোহালেই কলকাতার ব্রিগেড ময়দানে পা রাখবেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের আগে মমতার শহরে পা রেখে বাংলায় ভোটপ্রচার করবেন নমো। একই দিনে দক্ষিণবঙ্গের প্রচারে আসার আগে বুধবার শিলিগুড়িতেও সভা করার কথা মোদীর। বাংলায় মোদীর প্রচারকে টেক্কা দিতে আসরে নেমেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মোদীর পাল্টা হিসেবে উত্তরবঙ্গেই সভা করছেন মমতা।

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

বুধবার ব্রিগেডের পাশাপাশি শিলিগুড়িতে যখন সভা করবেন মোদী, তখন কোচবিহারের দিনহাটায় সভা করবেন মমতা। শুধু বুধবারই নয়, প্রথম দফার ভোটের আগে উত্তরবঙ্গে একগুচ্ছ সভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। ৩ এপ্রিল দিনহাটায় সভার পর পরের দিন অর্থাৎ, ৪ এপ্রিল মাথাভাঙায় সভা করবেন মমতা। ৫ এপ্রিল নাগরাকাটায় সভা করার কথা তৃণমূল নেত্রীর। এরপর ৮ এপ্রিল ফের কোচবিহারে সভা মমতার। সেদিন কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, West Bengal Lok Sabha Elections 2019: মমতার সময় সমাপ্ত, হুঙ্কার শাহর

৮ এপ্রিল কোচবিহারে সভার পরের দিন উত্তর দিনাজপুর যাবেন মমতা। সেখানে তিনটি সভা করার কথা তৃণমূল সুপ্রিমোর। ৯ এপ্রিল রায়গঞ্জে মার্চেন্ট ক্লাব ময়দান ও ইসলামপুর কোর্ট ময়দানে সভা করবেন মমতা। পরের দিন, ১০ এপ্রিল চোপড়ায় জনসভা রয়েছে মমতার। ১২ এপ্রিল ইটাহারে সভা করবেন তৃণমূল নেত্রী।

অন্যদিকে, বুধবারের পর আগামী ৭ এপ্রিল ফের বাংলায় পা রাখবেন মোদী। সেদিন কোচবিহারে সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। প্রসঙ্গত, গত শুক্রবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করে গিয়েছেন মোদী সেনাপতি অমিত শাহ। এবারের লোকসভা ভোটে বাংলাকে অন্যতম পাখির চোখ করেছেন মোদী-শাহরা। এ রাজ্যে ২৩টি আসনে জেতার লক্ষ্যমাত্রা নিয়েছেন বিজেপি সভাপতি। সেই লক্ষ্যপূরণে তাই এবার লোকসভা নির্বাচনে বাংলায় প্রচারে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া বাহিনী। এদিকে, বাংলায় ‘বিয়াল্লিশে বিয়াল্লিশে’র টার্গেট ছুঁতে মরিয়া মমতা বাহিনী। প্রধান প্রতিপক্ষ বিজেপিকে রুখতে তাই প্রচারে এতটুকুও খামতি রাখছে না মমতার দল।

PM Narendra Modi Mamata Banerjee lok sabha 2019 General Election 2019
Advertisment