Advertisment

Lok Sabha Election 2019: 'দিদির মাটির রসগোল্লা প্রসাদ', অপেক্ষায় মোদী

Lok Sabha Election 2019: ‘‘আমার কাছে মাটি পবিত্র। মাটি আমার কাছে প্রেরণা। আমি অপেক্ষা করব দিদি, বাংলার মাটির রসগোল্লার জন্য। সবার কপালে তো এমন পবিত্র প্রসাদ জোটে না’’।

author-image
IE Bangla Web Desk
New Update
Election 2019, Mamata vs Modi: মমতার ‘ঝুটা প্রধানমন্ত্রী’ বনাম মোদীর ‘উন্নয়নের স্পিড ব্রেকার’

মাটির রসগোল্লা খাওয়ানো নিয়ে মমতাকে জবাব দিলেন মোদী।

General Election 2019: মোদীকে বাংলার মাটির রসগোল্লা খাওয়ানোর কথা বলেছিলেন মমতা। আরও বলেছিলেন, সেই রসগোল্লায় কাঁকড় মিশিয়ে দেওয়া হবে, যা খেলে দাঁত ভাঙবে। কিন্তু, মমতার সেই কাঁকড় মেশানো মাটির রসগোল্লার 'আতিথেয়তা'ই এবার সাদরে গ্রহণ করলেন নমো। সোমবার শ্রীরামপুরের সভা থেকে মোদী বলেন, ‘‘বাংলার মাটি পূণ্যভূমি। সেই মাটির রসগোল্লা আমার কাছে প্রসাদ। সবার কপালে এমন পবিত্র প্রসাদ জোটে না। এ আমার সৌভাগ্য’’।

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে 

ঠিক কী বলেছেন মোদী?

শ্রীরামপুরের সভায় মোদী বলেন, ‘‘কী সৌভাগ্য আমার! দিদি বলছেন, বাংলার মাটি দিয়ে বানানো রসগোল্লা খাওয়াবেন। বাংলার মাটির রসগোল্লা মানে জানেন? বাংলার মাটিতে জন্মেছেন রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্রীচৈতন্যদেব, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা। বাংলার মাটি পূণ্যভূমি। সেই মাটি দিয়ে বানানো রসগোল্লা মোদী পেলে, তা মোদীর জন্য প্রসাদ। আমার কাছে মাটি পবিত্র। মাটি আমার কাছে প্রেরণা। আমি অপেক্ষা করব দিদি, বাংলার মাটির রসগোল্লার জন্য। সবার কপালে তো এমন পবিত্র প্রসাদ জোটে না’’।

আরও পড়ুন: কুর্তা-মিষ্টি পাঠাই, তবু মোদী রোজ চমকায়: মমতা

রসগোল্লা প্রসঙ্গে এদিন মমতাকে রাজনৈতিক আক্রমণও করেছেন নমো। তিনি বলেন, ‘‘দিদি বলেছেন মাটির রসগোল্লার সঙ্গে পাথর দেবেন। আমি বলছি, যত পাথর আছে পাঠিয়ে দিন। বাংলার মানুষকে আপনার গুন্ডারা যে পাথর দিয়ে আঘাত করছে, তা আমায় পাঠিয়ে দিলে এখানকার মানুষ আপনার অত্যাচার থেকে কিছুটা অন্তত বাঁচতে পারবেন। তাঁদের মাথা সুরক্ষিত থাকবে’’।

প্রসঙ্গত, গত কয়েকদিনে বেশ কয়েকটি নির্বাচনী সভায় মোদীকে মাটির রসগোল্লা খাওয়ানোর কথা বলেছেন মমতা। বিশেষত, অবিনেতা অক্ষয় কুমারকে দেওয়া সাক্ষাৎকারে মোদীর মন্তব্যের পর মমতাও আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন। উল্লেখ্য, ওই সাক্ষাৎকারে নমো বলেন, মমতা তাঁকে বছরে কয়েকবার কুর্তা ও মিষ্টি উপহার দিয়ে থাকেন। এরপর মমতা সে কথা স্বীকারও করে নেন। তবে, নেহাত ব্যক্তিগত সৌজন্যকে নিয়ে রাজনীতি করার ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপরই একাধিক সভায় মমতা বলেছেন, "মাটির রসগোল্লা দেব (মোদীকে)। তাতে কাঁকড় মিশিয়ে দেব। খাবে আর দাঁত ভাঙবে"। এদিনও স্বরূপনগরের সভায় মমতা বলেন, ‘‘মাটির নাড়ু করে রাখব, কিসমিশ-কাজু না, কাঁকড় দিয়ে রাখব। খাবে, আর দাঁত ভাঙবে’’।

অন্যদিকে, মমতার প্রধানমন্ত্রিত্ব নিয়ে এদিন ফের নিশানা করে মোদী বলেন, ‘‘দিদি, দিল্লি বহু দূর...দিদির দিল্লি একটা বাহানা। আসলে দিদি এখানে, ভাইপোকে জায়গা করে দিতে চাইছেন’’।

PM Narendra Modi Mamata Banerjee lok sabha 2019 General Election 2019
Advertisment