Advertisment

Lok Sabha Election 2024 Live Updates: প্রথমবারেই লোকসভা নির্বাচনে তুখোড় জয় রচনার! উচ্ছস্বিত অভিনেত্রী...

Lok Sabha Election 2024 Celebs Result- বেলা গড়াতেই তারকারা নিজেদের খেল দেখাতে শুরু করলেন। লাগামছাড়া ভোটে এগিয়ে সায়নী থেকে দেব! আর কে কোথায় এগিয়ে রইলেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Lok Sabha Election 2024 Live Updates, Rachana Banerjee, Yusuf Pathan, Trinamool celeb candidates, Lok Sabha elections, Tollywood Celebrity General Elections Result, celebrity MPs, West Bengal stars, Lok Sabha Election 2024, India General Election, Lok Sabha Elections 2024 Result, 2024 lok sabha result, Lok Sabha Election 2024 Live Updates, India General Elections Result 2024 Live Updates

Lok Sabha Election 2024 Live Updates: দেব, রচনা, হিরণ নাকি সায়নী-তারকা শিবিরে এগিয়ে কে?

Tollywood Celebrity India General Elections Result 2024 Live Updates: দেশজুড়ে এবারও তারকা প্রার্থীর সংখ্যা কম না। বিশেষ করে বাংলার রাজনীতির মঞ্চে এবার বেশ কিছু নতুন মুখ নজর কেড়েছিলেন। তাঁর মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায়, দেবদূত ঘোষ অন্যতম।

Advertisment

অবশেষে ৫ বছর শেষে দুই মাসের লড়াই সমাপ্ত। লোকসভা নির্বাচনে নজরকাড়া ফলাফল জোড়াফুলের। তৃণমূলের সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ। আর অন্যদিকে তো, দেশে একরকম রেকর্ড করে ফেলেছেন অভিষেক।

পশ্চিমবাংলার্তৃণমূলের তারকা প্রার্থীদের মধ্যে দেব, রচনা এবং সায়নী-নুজর ছিল এই তিন সিটেই। তবে, পাশাপাশি জুন মালিয়া, শতাব্দী রায় এমনকি বিধান্সভা উপনির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অনবদ্য জয় লাভ করেছেন।

দেব, যদিও বা ঘাটাল থেকে আগেরবার জয় পেয়েছিলেন, তবে রচনা লকেটকে হুগলী লক্সভায়রিয়ে এভাবে জয় ছিনিয়ে নিতে পারেন, সেটা যেন অবিশ্বাস্য। অন্যদিকে সায়নী ঘোষ, যাদবপুর কেন্দ্রে সৃজন ভট্টাচার্য =কে গো হারা হারিয়েছেন। যদিও, ব্যারাকপুরে অর্জুন সিং এবং পার্থ ভৌমিকের লড়াইয়ের মাঝে দেবদূত ঘোষের টিকিও খুঁজে পাওয়া যায় নি।

আসানসোলে জিতেছেন শত্রুঘ্ন সিনহা। অন্যদের মধ্যে নাম রয়েছে ইউসুফ পাঠানের-ও।

  • Jun 04, 2024 17:47 IST

    লকেটকে হারিয়ে হুগলীতে জয়ী রচনা বন্দ্যোপাধ্যায়...

    এক্সপ্রেস ছবি- উত্তম দত্ত



  • Jun 04, 2024 16:30 IST
    দুই লাখে এগিয়ে সায়নী...

    সায়নী ঘোষ তারকা প্রার্থীদের মধ্যে সবথেকে বেশি ভোটে এগিয়ে। দুই লাখ ক্রশ করে ফেলেছেন অভিনেত্রী।



  • Jun 04, 2024 16:06 IST
    কামাল করলেন সায়নী

    যাদবপুর কেন্দ্রে বিরাট ভোটে জয় আসতে পারে সায়নী ঘোষের। ১ লাখ ৮৬ হাজার ভোটে এগিয়ে আছেন তিনি। সৃজনের লাল-জাদু কাজ করলই না। বরং সবুজ হল গোটা যাদবপুর।



  • Jun 04, 2024 15:48 IST
    দেবের রথের চাকা এগোচ্ছে...

    দুরন্ত গতিতে এগোচ্ছে দেবের রথের চাকা। ১ লাখ ২২ হাজার ভোটে এগিয়ে ঘাটালের বিদায়ী সাংসদ।



  • Jun 04, 2024 15:18 IST
    লাখ পেরলেন দেব, মুখ থুবড়ে পড়লেন হিরণ!

    ১ লাখ ৬ হাজার ৬৩৩ ভোটে এগিয়ে গেলেন দেব। হিরণকে লাখের অঙ্কে পেছনে ফেললেন তিনি। ঘাটালের আস্থা বজায় থাকল দেবেই।



  • Jun 04, 2024 15:15 IST
    এগিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

    অভিনেত্রী রাজনীতির মঞ্চে দীর্ঘদিন রয়েছেন। আর তিনি চেনা মুখ বিনোদন জগতের। বরানগর বিধানসভা উপ-নির্বাচনে এগিয়ে রয়েছেন সায়ন্তিকা।



  • Jun 04, 2024 13:59 IST
    ক্রমশ লাফিয়ে বাড়ছে দেবের মার্জিন!

    ঘাটালের ভুমিপুত্র দেব বাজিমাত করে চলেছেন! বর্তমানে ৬০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন দেব। হিরণকে ক্রমশ পেছনে ফেলছেন।



  • Jun 04, 2024 13:12 IST
    সায়নীর জয়জয়কার!

    সায়নী ঘোষ প্রমাণ করলেন তাঁকে দিয়ে সম্ভব! এক লাখের গ্যাপ এখন। সায়নী এগিয়ে গেলেন প্রায় ১ লাখ ৪ হাজারের বেশি ভোটে!



  • Jun 04, 2024 12:17 IST
    রেজাল্ট বেরনোর আগেই শুভেচ্ছাবার্তা দেবের...

    রাজনীতি থেকে সরে গিয়ে একদম অন্যরকমভাবে ভোটের প্রচার সেরেছিলেন দেব। আর আজ রেজাল্ট বেরনোর আগে দেব সমস্ত প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। যে যোগ্য যেন সেই পায়, এমনটাই জানিয়েছেন তিনি।



  • Jun 04, 2024 11:18 IST
    পাল্টা খেললেন দেব, কত ভোটে এগোলেন?

    এক মিনিটেই কেল্লাফতে! দেব একাই খেলে দিলেন। সুত্রের খবর প্রায় সাড়ে আট হাজারের বেশি ভোটে এগিয়ে দেব!



  • Jun 04, 2024 11:08 IST
    হুগলীর পর এবার ঘাটাল! বাজি মারলেন হিরণ

    বেশ কিছুক্ষন দেব এগিয়ে ছিলেন। তবে, এবার তাঁকে পেছনে ফেলে এগিয়ে গেলেন হিরণ। যদিও সেই মাত্রা খুব কম। মাত্র ৬৪৫ ভোটে এগিয়ে আছেন হিরণ।



  • Jun 04, 2024 10:39 IST
    হুগলীতে বিরাট বদল! এগোলেন রচনা...

    সকাল থেকে আলোচনায় ছিলেন লকেট। তবে এবার রচনা এগিয়ে চলেছেন। প্রায় সাড়ে তিন হাজার ভোটের কাছাকাছি এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়।



  • Jun 04, 2024 10:37 IST
    লাগামছাড়া ভোটে এগিয়ে সায়নী!

    সায়নী ঘোষ যাদবপুর কেন্দ্র থেকে প্রায় ১৮০০০ ভোটে এগিয়ে। সৃজনকে পিছনে ফেলে এগিয়ে চলেছেন তিনি।



  • Jun 04, 2024 10:18 IST
    কত ভোটে এগিয়ে লকেট?

    হুগলীতে নায়িকা বনাম নায়িকা। আপাতত, এগিয়ে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। প্রায় ৬ হাজার ভোটে এগিয়ে তিনি। যদিও আশা ছাড়ছেন না রচনা।



  • Jun 04, 2024 10:14 IST
    বিধানসভা উপনির্বাচনে সায়ন্তিকা এগিয়ে না পিছিয়ে?

    এনার্জি কি সত্যিই কাজ করল? সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে বরানগর থেকে। এগিয়ে সজল ঘোষ।



  • Jun 04, 2024 10:00 IST
    এগিয়ে অরুন গোভিল

    সকলের প্রিয় রাম তিনি। মেরঠ থেকে এগিয়ে অরুন গোভিল। এমনিও, তাঁর ভক্তসংখ্যা কম না। অভিনেতাকে দেখা গিয়েছিল রাম-মন্দিরের বিশেষ অনুষ্ঠানে বিরাট ভুমিকা নিতে।



  • Jun 04, 2024 09:57 IST
    মান্ডিতে এগিয়ে ভুমিকন্যা

    কঙ্গনা হিমাচলের মান্ডির ভুমিকন্যা। সেখানে একচেটিয়া প্রচার করেছেন। কঙ্গনা এগিয়ে রয়েছেন মান্ডি থেকে।



  • Jun 04, 2024 09:37 IST
    সায়নী ঘোষ এগিয়ে যাদবপুরে

    প্রথম রাউন্ড গণনার শেষে যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ। ১৭৭৭ ভোটে এগিয়ে রইলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। পিছিয়ে রইলেন সৃজন ভট্টাচার্য।



  • Jun 04, 2024 09:13 IST
    এবার শুধুই ডায়েট করবেন রচনা?

    ভোটের দিন সকালে রচনা বন্দ্যোপাধ্যায় দেখা দিলেন নীলপরী সেজে। অভিনেত্রীর দাবি, অনেক দই-মিস্টি খাওয়া হয়ে গিয়েছে। এবার শুধুই ডায়েট করবেন তিনি। চূড়ান্ত আশা করছেন হুগলী লোকসভার এই প্রার্থী।



  • Jun 04, 2024 09:11 IST
    হুগলীতে রচনা না লকেট কে এগিয়ে?

    তৃনমূল-ই আসবে! ১০০ ভাগ আশাবাদী রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আপাতত এগিয়ে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। পিছিয়ে রয়েছেন রচনা।



  • Jun 04, 2024 08:58 IST
    ঘাটালে জায়গা ছিনিয়ে নিলেন দেব

    হিরণকে পেছনে ফেলে জায়গা করে নিলেন দেব। ঘাটালে এগিয়ে গেলেন তিনি। প্রথমে হিরণ এগিয়ে থাকলেও এবার একটু বদল ঘটেছে। গতবারও দেব এই লোকসভা থেকে জিতেই সাংসদ হন।



  • Jun 04, 2024 08:53 IST
    এগিয়ে হিরণ...

    ঘাটালে এগিয়ে হিরণ। দেবের সঙ্গে নানাভাবে লড়াই চালিয়েছেন তিনি।



  • Jun 04, 2024 08:53 IST
    ঘাটালে জায়গা ছিনিয়ে নিলেন দেব

    হিরণকে পেছনে ফেলে জায়গা করে নিলেন দেব। ঘাটালে এগিয়ে গেলেন তিনি। প্রথমে হিরণ এগিয়ে থাকলেও এবার একটু বদল ঘটেছে। গতবারও দেব এই লোকসভা থেকে জিতেই সাংসদ হন।



  • Jun 04, 2024 08:51 IST
    যাদবপুরে এগিয়ে কে?

    লালের তুলনায় পাল্লা ভারী সবুজের। যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ। যদিও, নজরে রয়েছেন সৃজন।



  • Jun 04, 2024 08:40 IST
    বহরমপুরে পিছিয়ে তৃণমূল

    ক্রিকেট তারকা ইউসুফ পাঠান বহরমপুরে পিছিয়ে। এগিয়ে অধীর চৌধুরী।



  • Jun 04, 2024 08:34 IST
    যাদবপুরে এগিয়ে কে?

    লালের তুলনায় পাল্লা ভারী সবুজের। যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ। যদিও, নজরে রয়েছেন সৃজন।



  • Jun 04, 2024 08:30 IST
    এগিয়ে হিরণ...

    ঘাটালে এগিয়ে হিরণ। দেবের সঙ্গে নানাভাবে লড়াই চালিয়েছেন তিনি।



  • Jun 04, 2024 08:28 IST
    হুগলীতে রচনা বনাম লকেট

    রত্না দে নাগকে হারিয়ে লকেট সংসদ হিসেবে বসেন হুগলীতে। সেখানে এবছর রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে রেখে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রচনা জানিয়েছিলেন, ৪ তারিখই মুখ খুলবেন। আজই সেই দিন।



  • Jun 04, 2024 08:20 IST
    ঘাটালে হিরণের সঙ্গে বাকবিতণ্ডা!

    দেবের সঙ্গে প্রকাশ্যে লড়াই করেছেন তিনি। গতকাল রাত থেকেই স্ট্রং রুমের সামনে অশান্তি। হিরণ প্রশ্ন তোলেন রুমের ভেতরে ক্যাজুয়াল স্টাফ কেন? বাকবিতণ্ডা হয় SDO-র সঙ্গেও।



  • Jun 04, 2024 08:15 IST
    গণনার আগে কীভাবে নিজেকে শান্ত রাখলেন দেব?

    দেব এবছর সবথেকে বেশি প্রচার করেছেন। শুধু তাই নয়, সকলের হয়ে তাঁকে প্রচার করতে দেখা গিয়েছে। অভিনেতা গতকাল রাতে ক্রিকেট খেলে সময় কাটিয়েছেন বলেই জানা গিয়েছে। অন্তত, অভিনেতার সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য স্পষ্ট।



  • Jun 04, 2024 08:11 IST
    তারকা প্রার্থীদের কারা রয়েছেন নজরে?

    এবছর, বেশকিছু তারকা প্রার্থী নজরে রয়েছেন। হুগলী থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, ঘাটাল থেকে দেব, যাদবপুর লোকসভায় সায়নী ঘোষ- নজরে রয়েছেন এই তারকা প্রার্থীরা।



Dev Rachana Banerjee West Bengal Entertainment News Sayani Ghosh Hiran Chatterjee
Advertisment